আমরা যারা ইন্টারনেটে চ্যাট করি বা আড্ডা দেই তাদের সঙ্গত করানেই একাধিক সার্ভিস (ইয়াহু, এওএল, এমএসএন, গুগল্ টক্) ব্যবহার করতে হয়। গেইম এমন একটি ম্যাসেঞ্জার ক্লায়েন্ট যা একসাথে প্রচলিত সবগুলি সার্ভিস ব্যবহার করতে সাহায্য করে। আর এই ম্যাসেঞ্জারের সুবিধা হলো এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, মানে এই সফটওয়্যারটি উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক ওএস-এ ব্যবহার করা যায়।

গেইম ব্যবহার করে কিভাবে একসাথে কয়েকটি সার্ভিস ব্যবহার করা যায়, সেটা দেখানোর চেষ্টা করবো।

গেইম ওপেনসোর্স সফটওয়্যার এবং এক্কেবারে বিনা মূল্যে ডাউনলোড করা যায় http://gaim.sf.net ওয়েবসাইট থেকে। সেখান থেকে ডাউনলোড করে কিভাবে ইনস্টল করতে হবে, সেটা লিখার চাইতে বাড়ি বাড়ি গিয়ে কম্পিউটারে ইনস্টল করে দেয়া ভালো হবে মনে হয়। তাই সেটা আমি লিখলাম না। 😉

গেইম ইনস্টল করার পরে এরকম একটা চিহ্ন দেখা যায়, সেটা ব্যবহার করে আমরা গেইম চালু করতে পারি।

গেইম চালু করলে প্রথমবার আমরা এরকম দু’টি উইন্ডো দেখতে পাবো। Accounts নামের উইন্ডোটিতে Add বোতামটি চেপে আমরা এ্যাকাউন্ট যোগ করার কাজটি শুরু করতে পারবো।

Add বোতাম চাপলে Add Account নামে একটি উইন্ডো খুলবে। এখানে Protocol বলে একটা ড্রপডাউন মেনু থাকবে। Protocol বলতে কি বোঝায় সেটা বোঝাতে গেলে অনেক ভেতরে যেতে হবে। আমরা শুধু এটা ধরে নিচ্ছি যে এটা ব্যাবহারযোগ্য সার্ভিসগুলিকে represent করে। Protoclo-এর ড্রপডাউন মেনু থেকে আমরা যে সার্ভিস ব্যবহার করতে চাই সেটা নির্বাচন করবো। আমি এই মুহুর্তে MSN নির্বাচন করছি।

নির্বাচন কারার সাথে অনেকগুলি অপশন চলে আসবে। সেখানে Screen name-এর ঘরে আপনার হটমেইল/এমএসএস ঠিকানা লিখতে হবে, Password-এর ঘরে শব্দচাবি দিতে হবে এবং Local alias-এর ঘরে আপনি আপানর বন্ধুদের কি নাম দেখাতে চান সেটা লিখবেন। এখানে আরও কিছু অপশন আছে। আপনি যদি চান যে গেইম খোলার সাখে সাখে এমএসএন-এ লগইন হয়ে যাবে নিজে নিজে, তাহলে আপনি Remember Password-এর পাশের বক্সটিতে টিক্ দিয়ে রাখতে পারেন। আবার যদি মনে করেন যে নতুন মেইল আসলে আপনাকে জানানো হোক, তাহলে New Mail Notification-এর পাশে টিক্ দিয়ে দিন।

আমরা অনেকেই ম্যাসেঞ্জারের পাশে একটি আইকন ব্যবহার করি এটাকে বাড্ডি আইকন বা এ্যাভাটার বলে। আপনি এতটি ব্যবহার করতে চাইলে Add বোতামে ক্লিক্ করবেন।

ক্লিক্ করার সাথে সাথে এরকম একটি উইন্ডো খুলবে। সেখান থেকে হার্ডডিস্কে সর্রক্ষিত একটি ছবি নির্বাচন করে Open বোতামে ক্লিক্ করলে সেটা এই এ্যকাউন্টের জন্য কার্যকর হয়ে যাবে এবং আমরা আবার আগের উইন্ডোতে ফিরে আসবো। সেখানে Save বোতামে ক্লিক্ করলে এ্যকাউন্ট সম্পর্কের সকল তথ্য সর্রক্ষিত হয়ে যাবে এবং আপনি অনলাইনে থাকলে সাথে সাথে লগ-ইন হয়ে যাবে এমএসএস সার্ভিসে।

ঠিক এভাবেই আমরা যোগ করতে পারি ইয়াহু সার্ভিস:

ইয়াহুতে অবশ্য Local alias-টা কাজ করে না।

এবার আসি গুগল্ টক্ ব্যবহারের উপায়ে:

আমরা Protocol থেকে Jabber নির্বাচন করবো। গুগল্ টক্ আসলে Jabber-এর প্রটোকল ব্যবহার করে সার্ভিস প্রদান করে। এখানে লক্ষ্য করার যে বিষয়টি সেটা হলো আমাদের জিমেইল এ্যকাউন্ট যদি হয় user@gmail.com তাহলে @ এর আগের অংশটি যাবে Screen Name ঘরে এবং @ এর পরের অংশটি যাবে Server এর ঘরে। তাহলে দাঁড়াচ্ছে Screen name-এর ঘরে user এবং Server-এর ঘরে gmail.com. Resource-এর ঘরটি পরিবর্তন করার প্রয়োজন নাই। পাসওয়ার্ড তো দিতে হবেই। এবার চলে যাই Advance ট্যাবে…

এখানে Connect Server-এর ঘরে লিখতে হবে talk.google.com, লিখে Save বোতামে ক্লিক্ করে বের হয়ে আসতে হবে।

এতগুলি কাজ করার পরে এ্যকাউন্ট উইন্ডোটি দেখতে কিছুটা এরকম হবে।

আর সবগুলি সার্ভিসে লগ-ইন হয়ে গেলে বাড্ডি-লিস্ট উইন্ডোটি দেখাবে এরকম।

আশাকরি সবাই গেইম ব্যবহার করে আনন্দ পাবেন। কোনো সমস্যা হলে মন্তব্য লিখুন।