এমন চুরি করা উচিৎনা যেটা সহজে ধরা যায়। আমি অনেক লিনাক্সে খুব পাকা সে কথা বলবনা, তবে একজন হোম ইউজারের যেরকম হওয়া উচিৎ আমি তার থেকে হয়তোবা একটু বেশি।

প্রথমেই আমার ভিস্তার এক্সপ্লোরার বা ফাইল ব্রাউজার ভালো লাগে না। লিনাক্সকে নকল করতে করতে এমন করেছে যে ভুলে পুরাতন একটা লিনাক্স ভার্সন অনুকরণ করে কাট্, কপি, পেস্ট বাটন দিতে ভুলে গেছে। আর যা ইচ্ছা তাই করা যায় না। মানে এক্সপি বা ২০০০/২০০৩-এ কাস্টমাইজ করার যেসব সুবিধাগুলি ছিলো সেগুলি বাতিল করে দিয়েছে এবং নাম দিয়েছে আলটিমেট, মানে শেষ। এই যদি শেষের দশা হয় তাহলে শঙ্কা হবারই কথা।

শেষ ভালো যার, সব ভালো তার, একে তো শেষ থেকেই শুরু করতে হবে বলে মনে হয়।

এবার আসি যেই চুরিটি ধরলাম। লিনাক্সের Gnome ডেস্কটপ ব্যবহারকারীরা যদি কোনো ফাইলের নাম পরিবর্তন করতে চায়, তাহলে কী-বোর্ডের F2 চেপে বা মাউসের ডান বোতাম ক্লিক্ করে Rename নির্বাচন করে ফাইলের নাম পরিবর্তন করা যায়। এখানে Gnome ছোট্ট একটা সুবিধা দিয়েছে যেটা খুবই আকর্ষণিয়, আমরা যখন ফাইলের নাম পরিবর্তন করবো, তখন শুধু নামটা সিলেক্ট হয়ে থাকবে, এক্সটেনশনটা না। সুতরাং ফাইলের এক্সটেনশন হারিয়ে যাবার ভয় থাকেনা।

কয়েকদিন থেকে আমি আমাদের রুপালী ফন্টটা ঠিক করার চেষ্টা করছি এবং আজকে কাজ শেষ হয়ে যাবার পরে নাম পাল্টিয়ে যখন আপলোড করবো, তখন নাম পাল্টাতে গিয়ে দেখি হায় হায়, এ তো সরাসরি নকল! এখানেও শুধু নামটা সিলেক্ট হয়ে আছে, এক্সটেনশনটা না। কি অবস্থা 🙂

Gnome ডেস্কটপের এই বিষয়টি নিয়ে হাজার হাজার ফোরামে আলোচনা হয়েছে। তেমন একটি পাওয়া যাবে এখানে। আর গুগল্-এ এই বিষয়ে অনুসন্ধান করলে কত ফলাফল পাওয়া যাবে সেটা একবার গিয়েই দেখুন

তাহলে কি বলতে পারিনা, যে ওপেনসোর্স ডেভলপাররা ইদানিং মাইক্রসফটের চাইতে অনেক বেশী সুবিধার কথা চিন্তা করছে!