অনেকদিন আগে আমি ইত্তেফাকের আইটি কর্নারে লিখেছিলাম য়াহু ম্যাসেঞ্জার য়াহু মেইলের ভেতরে! কিন্তু আমি নিজেই অনেকদিন মনে মনে চিন্তা করছি এই সেবা পাচ্ছি না কেনো। কিছুটা বিব্রত বোধও করছিলাম। আমি কি তাহলে পাঠকদের ভুল তথ্য দিয়েছি!
আমি নিজে য়াহু মেইল তেমন একটা ব্যবহার করিনা। আর য়াহু’র বেটা মেইল তো করিই না। কিন্তু আজকে হঠাৎ মনে হলো একটু দিয়ে দেখা দরকার নতুন কি কি সুবিধা দিয়েছে। তাই সুইচ করলাম বেটা ইন্টারফেসে।
সুইচ করতেই আমাকে তথ্য দেখালো যে আমি এখন এই একই উইন্ডোর ভেতরে ম্যাসেঞ্জার ব্যবহার করতে পারবো আর সেজন্য আমার ডেস্কটপের ম্যাসেঞ্জার সফটওয়্যার বন্ধ করে রাখতে হবে।
খুব খুশি হয়েছি ম্যাসেঞ্জার দেখে। যাই হোক আমার লেখা তো আর বিফলে গেলো না। তবে আমার মনেহয় এরা বেছে বেছে ব্যবহারকারীদের এই সুবিধা প্রদান করছে। পুরাতন ব্যবহারকারীরাই এই সুবিধা উপভোগ করছে বলে আমার মনে হয়…
দারুন । ক্যাম্পাস এর ল্যাবে ম্যাসেন্জার ব্যবহার করা যায়না । এখন আর সমস্যা হবে না । মজা করেই চ্যাট করতে পারব । ধন্যবাদ আপনাকে ।