অ্যাপলের সেক্সি ডিজাইন পছন্দ করেনা এরকম কেউ আছে বলে আমার মনে হয়না। তাদের এই সেক্সি লুকের জন্যই বাজারে ফিরে আসতে পেরেছে তারা। ডেস্কটপ কম্পিউটার G4 থেকে শুরু হয় নজর কাড়া সব ডিজাইন উপহার দেয়া আর একে একে উপহার দিতে থাকে সব চমক।

এই চমক সিরিজের পরবর্তি সেক্সি প্রেজেন্টেশন অ্যাপল আই ওয়াচ। শুরুতে থাকছে আট গিগাবাইট মেমরী সম্পন্ন আইপডের সমস্থ ফিচার থাকছে এতে। তবে হেডফোনে তারের বদলে ব্যবহৃত হবে ব্লুটুথ A2DP প্রযুক্তির তারহীন হেডফোন।

এই ঘড়িতে সময় দেখার পাশাপাশি ব্যবহারকারীরা আইপডের মতো গান শুনতে পারছেন এবং সেই সাথে সমর্থিত ভিডিও ফাইল দেখতে পারবেন। সাথে ভয়েস রেকোর্ডিং-এর সুবিধাও থাকছে এই ঘড়িটিতে। তবে আপাতত না-কি তার দিয়ে কম্পিউটারের সাথে ফাইল লেন-দেনের কোনো সুবিধা দেবার কথা ভাবছেনা অ্যাপল। সুতরাং এই কাজটিও করতে হবে তারহীন ব্লুটুথ প্রযুক্তির উপরে নির্ভর করে।

মজার না!
হবারই কথা। অ্যাপল বলে কথা! এই খবর প্রকাশ হবার সাথে সাথে ইন্টারনেটে সবাই হামলা করেছে অনলাইন দোকানগুলিতে, অগ্রীম বুকিং দেবার জন্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। কিন্তু এখনো কেউ অগ্রীম বুকিং নিচ্ছে না। দেখা যাক, এই পণ্য কিরকম সফল হয়!

বিঃদ্রঃ এই ছবিটি অ্যাপলের আইওয়াচের না। অ্যাপল এখনো আইওয়াচের নমুনা প্রকাশ করে নাই। ছবিটি গ্রাফিক্স ডিজাইনাররা ধারণা করে তৈরী করেছেন।