যখন Mp3-এর যুগ শুরু হয়, তখন উইনএম্প এর পাশাপাশি অনেক মিডিয়া প্লেয়ার বাজারে আসে। এরমধ্যে জনপ্রিয় হয় সরিতং এবং সনিক। আমার মনে আছে আমি প্রথম Mp3 গান শুনতাম উইন্ডোজ ৯৫-এর এক্টিভ মুভি প্লেয়ার দিয়ে। এর পর একে একে পরিচিত হই অন্যগুলোর সাথে। যার মধ্যে সবচাইতে প্রিয় হয়ে উঠেছিলো উইনএম্প।

প্রথমে কোনো প্লেয়ারই ফ্রি ছিলোনা, অনেকের অনেক রকম কায়দা ছিলো, কিন্তু সনিক সবসময়ই ফ্রি ছিলো। উইনএম্প-এর কোম্পানী নালসফট-কে এ.ও.এল. কিনে নিয়ে ব্যবহারের জন্য ফ্রি করে দেয় এবং ওদিকে লাইকস কিনে নেয় সনিককে।

দুটোই আমেরিকার বাঘা কোম্পানী। শুরু হয় যুদ্ধ, সাথে আরও অনেকে বাজারে নামে, যার মধ্যে মাইক্রোসফটের উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, রিয়্যাল মিডিয়া প্লেয়ার , জিঙ মিডিয়া প্লেয়ার (এখন অবশ্য জিঙ রিয়্যাল নেটওয়ার্কের সাথে মার্জ হয়ে গিয়েছে) ইত্যাদী। মিডিয়া প্লেয়ারের একটা যুদ্ধ চলে সেই সময়, কে কতরকমের টোপ দিয়ে কত ব্যবসা করতে পারে। কে কত বেশী ফিচার দিতে পারে। এরকম একটা তালিকা তৈরী করলে দেখা যাবে সবচাইতে এগিয়েছিলো সনিক, তারপরে উইনএম্প, জিঙ, রিয়্যাল প্লেয়ার এবং সব শেষে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার।

বাংলাদেশে অবশ্য সবসময়ই উইনএম্প জনপ্রিয় ছিলো। কিন্তু আমি এই প্লেয়ারটা ভিষণ পছন্দ করতাম। অনেকদিন এটা আপডেট করা হয়না দেখে আমি সেদিন এর ওয়েব সাইটে গেলাম এটার নুতন সংস্করণ ডাউনলোড করতে। গিয়ে দেখি তারা এটার সবরকম উন্নয়ন এবং বিতরণ বন্ধ করে দিয়েছে। মনটা একটু খারাপই হলো।

উইকিপিডিয়াতে একটু ইতিহাস খুঁজে পেলাম: Sonique was originally developed by Media Science, but was later sold to Lycos for $38.8 million USD (as reported by The New York Times). When Lycos was acquired by Terra Networks, S.A. in October 2000, the original Sonique team was laid off and replaced with a smaller team based out of the Lycos corporate headquarters. Because of an internal shift in priorities, the updated version of Sonique was never completed. An alpha – later a beta version of Sonique 2 was eventually released, however, development later appeared to have stopped. Both of these versions were very unstable.

As of September 30th, 2005, Lycos (now owned by Daum) has removed the Sonique website and appears to have ceased further development of the project.

আমার কাছে সনিকের সর্বশেষ সংস্করণ ছিলো ১.৩০। আপনাদের সাথে সেটা শেয়ার করতে চাই, আপনারা ইচ্ছা করলে সেটা ডাউনলোড করতে পারবেন এখান থেকে। আশাকরি মিডিয়া প্লেয়ারটি আপনাদেরও ভালো লাগবে।