অনেকেই অভিযোগ করে যে ইউনিকোডে লিখতে গেলে পুরনো বিজয় বাদ দিয়ে নতুন কিছু শিখতে হয়। সেই সীমাবদ্ধতা আমরা কাটিয়ে উঠতে পেরেছি। বাংলাদেশে লক্ষ লক্ষ কম্পিউটার ব্যবহারকারী আছেন যারা বিজয় লে-আউট ব্যবহার করেন এবং এতদিন ধরে ব্যবহার করেন যে নতুন একটা লে-আউটে দক্ষতা আনা সম্ভব হয়না। তাঁদের জন্যই আমাদের এই সমাধান।
প্রথমে শাব্দিকের সর্বশেষ সংকলনটি ডাউনলোড করতে হবে এখান থেকে সাথে দরকার হবে বিজয় লে-আউটের প্লাগ-ইন টি। এর জন্য আমরা ব্যবহার করেছি প্রশিকা বিজয় লে-আউট, আর এটার নাম দিয়েছি নববিজয়। 🙂
এখন বলি কিভাবে কার্যকর করতে হবে। শাব্দিক ইনস্টলের সর্বকলা সম্পৃর্ন করার পরে নববিজয় লে-আউটটি ডাউনলোড করতে হবে এখান থেকে। শাব্দিক যদি চালু থাকে তাহলে সেটা বন্ধ করে নিন। ডাউনলোড করা nobobijoy_shabdik.zip ফাইলটি আপনার হার্ডডিস্কে এক্সট্রাক্ট করে নিন। এক্সট্রাক্ট করার পরে NoboBijoy.xml এবং shabdik-NoboBijoy.png নামের দু’টি ফাইল পাবেন। সেই ফাইল দু’টিকে C:\Program Files\Shabdik\KeyboardLayouts ফোল্ডারে কপি করে দিন।
এবার শাব্দিক চালু করুন। স্বাভাবিক অবস্থায় Ctrl+Alt+B অথবা F11 চাপ দিলে বাংলা হয়ে যাবে কিন্তু আপনার ইনস্টলকৃত নববিজয় লে-আউটটি সক্রিয় নাও খাকতে পারে, তাই শাব্দিকের ইন্টারফেসে প্রশ্নবধক চিহ্নের পাশে একটি তীর চিহ্ন আছে। সেটাতে ক্লিক্ করে Keyboard Layouts -> NoboBijoy নির্বাচন করে নিতে হবে।
ব্যাস, এখন আপনি অনায়াসে শাব্দিক দিয়ে বিজয়ের মতো করেই ইউনিকোডে টাইপ করতে পারবেন। আর কোনো সমস্যা মনে হলে জানাবেন এখানে।
Wow, That’s cool. I wonder Mr. MJ will catch you soon. You can forward this to MJ for free evaluation.
প্রশিকা বিজয় লে-আউট(nobobijoy_shabdik.zip )কিছুতেই ডাউনলোড করতে পারছি না। ই-মেইলে পাঠানো সম্ভব হবে কি???
এখন আর ওটার দরকার হয়না। শাব্দিকের মধ্যেই ফাংশন দেয়া আছে, যা দিয়ে বিজয়ের মত লিখা যায়। আর সেটা ব্যবহার করতে না চাইলে http://poorhackerz.com/ থেকে বিজয় বায়ান্ন নামিয়ে ব্যবহার করুন।
আপনার এ বক্তব্য কি শাব্দিকের মাগনা সংস্করণের জন্য প্রযোজ্য?
আর ফাংশনটা কি একটু ব্যাখা করা যায়? মানে কোথায় যেয়ে কি করব এ সব আর কি? যে কোনো কারণে হক বিজয় বায়ান্নর ওয়েব সাইট খুলতে পারছি না।
ধন্যবাদ।
আমার মনে হয় হ্যাকারস নাম থাকায় বিজয় বায়ান্নর ওয়েব সাইট খুলছে না। ইস্নিপস জাতীয় কোথাও কি বিজয় বায়ান্নকে আপলোড করা যায়? তা হলে নামাতে পারব। ধন্যবাদ আবারো।
@সুন্দর সমর
শাব্দিক এখন ফ্রি। আর টাকা লাগে না।
আর আমার তো ভাই ঠেকা পড়ে নাই বিজয় বিলি করার। আপনার প্রয়োজন হলে কিনে ব্যবহার করুন না, মাত্র ৫০ টাকা দাম।
বাহ এটা একটা ভাল খবর যে শাব্দিক মাগনা হয়ে গেছে। আর আমার তো ভাই ঠেকা পড়ে নাই বিজয় বিলি করার। আপনার প্রয়োজন হলে কিনে ব্যবহার করুন না, মাত্র ৫০ টাকা দাম। এই মন্তব্য একটু বাজে ধরণের হয়ে গেল। কারণ বিজয় ব্যবহারের পরামর্শ দেয়ার ঠেকা কিন্তু আপনারই ছিল। আমার হাতের কাছে বিজয়ের নানা সংস্করণ আছে। ব্যবহার করিনা। দামের ব্যাপারটা গৌণ। আমি সাধারণ ভাবে অভ্র ব্যবহার করি। গৌণ কথাটা বলার সাথে সাথে পুরান একটা কবিতা,
‘কে কোথায় ঘুমান সেটা একেবারে গৌণ
দেখব তিনি কেথায় জাগেন কোথায় নন মৌন।
ধন্যবাদ।
শাব্দিকের সর্বশেষ সংস্করণ ডাউনলোড করার যে লিংক উপরে দিয়েছেন সেটা কাজ করছে না।
@সুন্দর সমর
I didn’t understand one thing. If you are using Avro then Bijoy style typing feature is present there too. And why you are trying to prove yourself as a lame person, can’t you just Google about Shabdik and find the download link?
Hope you get my point Brother. If you are using Avro, please stay with that. If you don’t know how to make that work, Avro has a very good forum to help you on that.
গোগল সাহেব শাব্দিকের যে সব লিংক দিচ্ছেন তার একটাও ঠিক ভাবে কাজ করছে না। এটা না বোঝার কি আছে বুঝতে পারলাম না, আপনার ওই উপরেরটা সহ। মনে হয় এদিকে আপনি নজর দিতে পারেন, যদি চান। আর অভ্র ব্যবহার করছি বলেই শাব্দিক চেখে দেখতে পারব না, সে রকম কোনও শর্ত নেই। তবে দ্রুত আপনার জবাব দানের জন্য ধন্যবাদ।
@সুন্দর সমর
চোখে না দেখতে কে বললো ভাই আপনাকে। আপনি তো দেখছি সব হিংস্র ভাবে নিচ্ছেন। নিন এখান থেকে ডাউনলোড করুন।
Not Found
The requested URL /shabdik/Shabdik_6_0_1.exe was not found on this server.
Additionally, a 404 Not Found error was encountered while trying to use an ErrorDocument to handle the request.
Apache/1.3.41 Server at iecbd.com Port 80 গোগল দিয়ে প্রবেশের চেষ্ট করে এর আগে পেয়েছি আজও পেলাম এই বিজ্ঞপ্তি? অত:কিম???? আর ভাইরে আমি কিছুই হিংস্র ভাবে নেইনি। আপনার সিসটেমে কোথাও গন্ডগোল আছে সেটাই নজরে আনার চেষ্টা করছি। কোন চিকিৎসা এর আছে কি???? বিরক্ত হবেন না, ধন্যবাদ, ভাই।
ওদের সাইটে যোগাযোগ করার কোনো উপায় নাই? আপনি মনে হয় ভুল করছেন একটা জিনিস ভেবে যে আমার দেয়া লিঙ্কগুলি আমার সম্পত্তি। আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করেছি। কিছুটা সাহায্য নিজেকে নিজেই করতে হয় মাঝে মাঝে।
গত কয়েক দিন প্রচন্ড অকাজে সময় গেছে। তাই জবাব দিতে দেরি হল। ‘ওদের সাইটে যোগাযোগ করার কোনো উপায় নাই? আপনি মনে হয় ভুল করছেন একটা জিনিস ভেবে যে আমার দেয়া লিঙ্কগুলি আমার সম্পত্তি। আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করেছি। কিছুটা সাহায্য নিজেকে নিজেই করতে হয় মাঝে মাঝে।’ এই যে কথাগুলো বলেছেন তা কি আমার প্রশ্নের উত্ত হল? আমি বলেছি, শাব্দিক আপনার দেয়া লিংক থেকে ডাউনলোড হচ্ছে না। সেখানে একটা নোটিশ পাচ্ছি, সেটাও তুলে দিয়েছি। সে ক্ষেত্রে আপনার জবাব কতোটা প্রাসংগিক হলো ভাই?
এই সাইটটিতে এখন পর্যন্ত ২০৪ টা পোস্ট আছে, একটা পোস্টে একটা করে লিঙ্ক থাকলেও ২০৪টা লিঙ্ক আছে। আপনার কেনো মনে হলো যে আমি সেই লিঙ্কগুলি পর্যবেক্ষণ করবো এবং আপডেট করে রাখবো? কোনো লিঙ্ক যদি কাজ না করে, একটু খুটিয়ে দেখুন। আপনি কেনো ধরে নিচ্ছেন যে কোনো লিঙ্ক মারা গিয়ে থাকলে আমি ভ্রমনে আগ্রহীর হাত ধরে বা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবার দায়িত্ব নিয়ে রেখেছি।
আপনি কি আসলেই ওদের সাইটে শাব্দিক ডাউনলোড করার লিঙ্ক খুঁজে পাচ্ছেন না? ওদের সাইটে দেখলাম ফোন নম্বর আছে, সেখানে ফোন করে সাহায্য নিন, প্রয়োজন হলে।
Don’t be so lame brother. কেনো বার বার একই কথা বলে প্রমাণ করতে চাইছেন যে আসলেই আমরা একটা মেরুদন্ডহীন জাতি?
আশাকরি আপনি “আমি হারতে চাইনা” ভেবে এই প্রসঙ্গে আর অবাঞ্চিত মন্তব্য করবেন না। যথেষ্ট হয়েছে…
মুঢ় সে ঘাটায় সখে হেনো বাঘিনীরে- আপনার জবাব পড়ে মাইকেলের এই পংক্তি মনে এলো। তবে মাইকেল বাঘের কথা বলেনি বলেছে বাঘিনীর কথা নয় নিশ্চয়ই খেয়াল করেছেন।
আমার জ্বর হয়েছে, এর মধ্যে চরম মন ভালো করে দেবার জন্য ধন্যবাদ।
হাঃ হাঃ হাঃ হাঃ
একজন মেরুদন্ডহীন স্বীকার করলো শেষ পর্যন্ত যে সে মুঢ়। আমি জানতাম যে আপনি চুপ করে থাকার বান্দা নন, তাই ইচ্ছা করেই লিছেছিলাম যে, “আশাকরি আপনি “আমি হারতে চাইনা” ভেবে এই প্রসঙ্গে আর অবাঞ্চিত মন্তব্য করবেন না। যথেষ্ট হয়েছে…” আর সেটাও আপনি মানতে পারলেন না।
তবে ভাই আমি কবির ভাষার অর্থ বুঝি নাই। তবে নিজের পশ্চাদে কিছুটা বাঁশ নিজেই দিলেন এতটুকু বুঝলাম। যে নিজের পরিচয়ে বাবা/মা’র আকিকা দেয়া নাম ব্যবহার করেনা, তার পক্ষে সবই সম্ভব।
ভাইজান মন্তব্যখানা মুছে দিলেন কেনো? একটাও গালাগালি দেইনি বা বাশের কথা বলেনি? নিজের প্রতিবিম্ব নিজের সহ্য হলো না যখন তা প্রতিফলিত হলো আমার আয়না। হা হা হা।
সুন্দর সমর
ফাউল কথা বলার আর জায়গা পাননা? আমার ব্লগের ইতিহাস নাই যে আমি কারও মন্তব্য মুছে দিয়েছি। এর পরে এরকম মনে হলে স্ক্রিন সট নিয়ে প্রমান দিয়ে দিবেন। আমার পাঠকদের কনফিউজ করবেন না। আর প্রতিবিম্ব!!! আগে আমার মতন বাবা-মা’র দেয়া নাম ব্যবহার করতে শিখুন, তাহলে আপনার মধ্যে অন্যরা প্রতিবিম্ব দেখবে। আপনার তো নিজেরই খুটি নাই রে ভাই।
@সুন্দর সমর
ভাই এটা কি আপনার নাম, নাকি আপনার ব্লগের নাম?
মনে হচ্ছে দুটার একটাও না। আসল নাম না থাকলেও(আছে নাকি?) অন্ততপক্ষে ব্লগের লিংক থাকলে ভাল হয়।
@ Omi Azad
এই রকম বেনামে সমলোচকের কি আপনার ব্লগে দরকার আছে? আমার মতে এদের কমেন্ট ব্লগে approve না করাই ভাল, অযথা সবারই সময় নষ্ট।
আর একটা কথা, আমার মতে যারা গুগলে সার্চ করে কাঙ্থিত ফলাফল বের করতে পারে না তারা ব্লগে কমেন্ট করার যোগ্য নয়।
আপনার মন্তব্য প্রমাণ করছে সমস্যা আপনার। Omi Azad 2008-11-5, 1:58 am এখানে যে লিংক দিয়েছেন তা কাজ করছে না। এবং এ জাতীয় কোনো লিংকই কাজ করছে না। কেনো কাজ করছে না সেদিকে আপনার নজর টানার চেষ্টা করেছি। একটা অভদ্র শব্দ ব্যবহার না করেই। বরং দেখা গেল আপনার মুখ বার বার ছুটে যাচ্ছে, ডায়রিয়ার রোগীর মত। হয়ত একে চিকিৎসকরা মুখ-ডায়রিয়া বলবেন। গোগল সাহেব আপনার শাব্দিক নিয়ে যে কয়টা লিংক দিয়েছ তাও অকাজের। এটাও আপনাকে মনে করিয়ে দিতে চাই। ধন্যবাদ।
Well, I found a big discussion here on nothing. Interesting that Mr. সুন্দর সমর gets time to comment but could not manage any time to seek the source of it. How lame!
The link Omi Bhai gave above is working 100% for me. Which proves you are actually a lame guy. http://iecbd.com/index.php?module=product&view=vcnt&cntid=1647
And what makes you think that all the links on Omi bhai’s blog is manage by him? You are what man?
matha nosto…
shabdik ekhane :