বিশ্বের অন্যতম বড় মোবাইল ফোন প্রতিষ্ঠান ভোডাফোন বাংলাদেশের একটেলের ৩০ শতাংশ শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া মোবাইল ফোন খাতে বিনিয়োগের প্রস্তাবও দিয়েছে তারা।
ভোডাফোনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মনজুরুল আলম বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান।
ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীসহ ভোডাফোনের প্রতিনিধি দল মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এমএ মালেকের সঙ্গে দেখা করে বিনিয়োগের আগ্রহের কথা জানায়। তখন এমএ মালেক বিষয়টি নিয়ে বিটিআরসির সঙ্গে আলোচনার পরামর্শ দেন।
মনজুরুল আলম বলেন, “ভোডাফোন দুটি প্রস্তাব দিয়েছে। একটি হচ্ছে মোবাইল খাতে বিনিয়োগ। অপরটি হচ্ছে, দেশের ছয়টি মোবাইল ফোন কোম্পানির কোনও একটির শেয়ার কিনতে পারবে কিনা। তারা একটেলের ৩০ ভাগ শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছে।”
ভোডাফোনের প্রস্তাব অনুযায়ী শেয়ার হস্তান্তরে আইনগত কোনও বাধা নেই জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, “লাইসেন্স পরিবর্তন করা যায় না; কিন্তু শেয়ার কেনা যায়। অবশ্য শেয়ার লেনদেনের জন্য নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হবে।”
মনজুরুল আলম বলেন, আমরা দেশের টেলিযোগাযোগ খাতের সার্বিক চিত্র ভোডাফোনের প্রতিনিধিদের কাছে তুলে ধরেছি। আন্তর্জাতিক মান রক্ষার বিষয়ে অগ্রাধিকার দিয়েছি। তাদের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। চূড়ান্ত প্রস্তাব নিয়ে এলে বিস্তারিত আলোচনা হবে।
তিনি জানান, মোবাইল ফোন বাংলাদেশে বিকাশমান একটি খাত। বর্তমানে দেশে ৩ কোটি ৬৩ লাখ গ্রাহক রয়েছে। ২০০৯ সাল নাগাদ এ খাত থেকে ৫০ হাজার কোটি টাকা আয় হবে।
বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে ভোডাফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (আমেরিকা/আফ্রিকা/চীন/ভারত) গ্যাভিন ডার্বি ও ঢাকার যুক্তরাজ্য দূতাবাসের পরিচালক (ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট) কেভিন রিংহ্যাম অংশ নেন।
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
এই কোম্পানী ৩০% না পুরাটাই বিক্রি হয়ে যাওয়া উটিৎ। একে গ্রুপের পলেসি এত থারাপ যে এরা চায় শুধু টাকা কামাবে কিন্তু লগ্লি করবে না। মামা, চাচা, ভাইয়া, বন্ধু সহ যত আত্মীয় স্বজন আছে সবাইকে চাকুরী দিয়ে রেখেছে। কাজের কাজ কি হয় আল্লাই জানে। আমার মোবাইলের ফোন বুকে অনেক একেটেলের নাম্বার ছিলো। সবাই পাল্টাতে পাল্টাতে এমন হয়েছে যে হয়তো ফোনবুকে ২৫০+ টা নম্বরের মধ্যে ২ টা নম্বর একেটেল পাওয়া যাবে। আমার ধারণা এখন একেটেল আর ওয়ারিদের গ্রাহক সংখ্যা এক। 🙂
বিক্রি না, এরা বন্ধ করে দিক।
থিমটা কিন্তু দারুন হইসে ইমপ্রেসড
বাংলাদেশে ভোদাফোন আসলে কিছু নতুন কথা শুনা যাবে, সেগুলির একটা নমুনা দিলাম:
পৃখিবীর সর্ববৃহৎ ভোদায় আপনাদের স্বাগতম।
তোমার ভোদাটা অন করো তো!
ধুর! ভোদায় ঢুকতেছে না!
ভোদা বিজি
রাত ১২টার পরে ভোদার রেট কম।
ভোদার এক্সক্লুসিভ অফার, রাতে ভোদা ইউজ করুন একদম ফ্রি।
ভোদা নিয়ে এলো জেন্টস ফার্সট।
এই তোর ভোদাটা কি বিজি ছিলো?
আপনার ভোদা রেজিস্ট্রেশন করুন…
এরকম আরও কিছু…
;o
সত্যি মজার 🙂
Darun hoise
পৃখিবীর সর্ববৃহৎ ভোদায় আপনাদের স্বাগতম।
GREAT….