Tags
CD, DVD, Free, Hardy Heron, Kubuntu, Ubuntu, Xubuntu, উবুন্টু, উবুন্তু, কুবুন্তু, ডিভিডি, বিনামূল্য, যুবুন্তু, হার্ডি হেরণ
আমি মাইক্রোসফটের এমভিপি হলেও লিনাক্স ব্যবহার করার জন্য আমি সকলকে উৎসাহিত করি এবং নিজেও লিনাক্সে কাজ করি। অন্যরা যাতে নিত্যদিনের কম্পিউটিং এ লিনাক্স ব্যবহার করতে পারে সেজন্য আমি আমার ব্লগে এবং বিভিন্ন ফোরামে অনেক রকম সাহায্যও করে থাকি।
আমি উবুন্তুর সর্বশেষ সংষ্করণ ৮.০৪ (যা হার্ডি হেরণ নামে পরিচিত) ডাউনলোড করেছি এবং বন্ধু বান্ধবের কাছে ইতিমধ্যে সেটা বিতরণ করেছি। আমি চাই সকলেই হার্ডি ব্যবহার করুক নিত্যদিনের কম্পিউটিং এ এবং অন্যকে ব্যবহার করতে উৎসাহিত করুক।
তাই আমি বিনামূল্যে উবুন্তু ডিভিডি বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। সহজ শর্ত সাপেক্ষে আমি ডিভিডিগুলি বিতরণ করবো এবং যে কেউ আমার কাছ থেকে এই ডিভিডি সংগ্রহ করতে পারবেন।
শর্তগুলি এরকম-
- ডিভিডি গ্রহণে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই একটি ফাঁকা (Blank) ডিভিডির বিনিময়ে উবুন্তু হার্ডি হেরণ ডিভিডি সংগ্রহ করতে হবে।
- বিনিময়কৃত ডিভিডিতে কোনো অবস্থাতেই কোনো দাগ থাকা চলবে না, সুতরাং কেনার সময় পর্যবেক্ষণ করে ক্রয় করুন।
- আমার কাছ থেকে ডিভিডি নেয়ার পরে যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই সেটার অনুলিপি বা কপি করে বিতরণ করতে হবে।
- গ্রাহককে ডিভিডি বাংলাদেশের ভেতরে যে-কোনো ঠিকানায় ডাক বা কুরিয়ার যোগে পাঠানো যাবে, সেই ক্ষেত্রে গ্রাহককে আগে ফাঁকা ডিভিডি আমার ঠিকানায় পাঠাতে হবে এবং ডাক বা কুরিয়ার মাসুল গ্রাহককেই বহন করতে হবে। এই ক্ষেত্রও দ্বিতীয় শর্তটি প্রযোজ্য হবে।
- বাংলাদেশের বাহিরের কোনো গাহকের অনুরোধ গ্রহণ করা হবে না। তাদের ইন্টারনেটের গতি যথেষ্ট ভালো, তাই তাদেরকে ডাউনলোড করে নিজ এলাকায় বিলি করার জন্য অনুরোধ করা হলো।
- গ্রাহক শুধু ফাঁকা ডিভিডির বদলেই হার্ডি হেরণ ডিভিডি সংগ্রহ করতে পারবেন, এই লেনদেনে কোনো প্রকার টাকা-পয়সা অন্তর্ভুক্ত থাকবে না।
- একজন গ্রাহক শুধু একটি ডিভিডি গ্রহণ করতে পারবেন, বন্ধ বা স্বজনের জন্য অনুরোধ গ্রহণযোগ্য না। সেই ক্ষেত্রে ডিভিডি গ্রহণের জন্য বন্ধু বা স্বজনকে আসার জন্য উৎসাহিত করা হলো।
- ডিভিডি বিনিময়ের সময় সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, এর পরে কোনো রকম সাক্ষাত বা ফোন কল না করার জন্য অনুরোধ করা হলো
উক্ত শর্তগুলি গ্রহণ করতে পারলে অনুগ্রহ করে ০১১ ৯৯ ৩৮১ ০০৫ নম্বরে ফোন করে “রুশো” এর সাথে যোগাযোগ করে স্থান এবং সময় নির্ধারণ করে ডিভিডি সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য যে আমার কাছে উবুন্তু ৮.০৪ এর ডিভিডি ছাড়াও উবুন্তু ৮.০৪, কুবুন্তু ৮.০৪ এবং যুবুন্তু ৮.০৪ এর সিডি আছে। এইগুলি সংগ্রহ করতে হলে “রুশো” এর সাথে যোগাযোগ করে প্রথমদিন ফাঁকা সিডি দিয়ে যেতে হবে এবং পরেরদিন সেই সিডি (বিষয়বস্তু সম্বলিত) ফেরৎ নিতে হবে। তবে সিডির ক্ষেত্রে্ও উপরোক্ত শর্তগুলি পাত্র হিসেবে প্রযোজ্য হবে।
Great job, Omi bhai! Keep up the good work! 🙂
Bad luck for me that I can not read Bangla on your site, however. I have ordered few copies on Ubuntu’s official site together with Cap and T-Shirts.
WOW, Mr Azad; your site really looks gorgeous now. I appreciate your initiative. Keep up the good work.
ধন্যবাদ এই অসাধারন উদ্যোগ নেওয়ার জন্য।
আমাদের প্রযুক্তি টিম
You forgot to mention the source of these DVDs and CDs to you, LOL. Man, At least I deserve a little thanks for downloading and supplying all of these to you – khik khik
By the way, come to home and take Hardy 64 bit CD ISO too along with 32 bit server edition. I want you to distribute them as well.
And thanks to you for helping me migrating from windows at the beginning of this year.
খুব ভালো উদ্যোগ ।
এমন উদ্যোগের জন্য ধন্যবাদ দিয়ে খাটো করবো না।
ঢাকার কোন ঠিকানা হলে নিজে গিয়ে নিয়ে আসতাম। কুরিয়ার/পোস্ট অফিসটাকে ঝামেলার মনে হয়। আর আমার এখানেও আমি ডিভিডি আই.এস.ও বার্ণ করতে পারি … সুতরাং কেউ চাইলে করে নিয়েও দিতে পারতাম। তবে যে হারে বিদ্যূৎ যাচ্ছে …. ইউ.পি.এস. আর কত টানবে!
৭.১০ লাইভ সিডি নামিয়ে ইনস্টল করতে পারি নাই Busybox …. intramf … এই ধরণের এরর মেসেজ দিয়েছে।
মেশিন: ইন্টেল সেলেরন ডি, ৩.০৬ গি.হা. ৫১২ মে.বা. ড়্যাম।
তাই একটু চিন্তিত … সংগ্রহ করে আবার সেটা কোন কাজে না লাগে।
আমি উবুন্টুতে একেবারে নতুন না। আগের কম্পিউটারে ৭.০৪ পর্যন্ত ব্যবহার করতাম নিয়মিত – এবং ওটাই একমাত্র অপারেটিং সিস্টেম ছিল। লাইসেন্স করা উইন্ডোজ ছিল ল্যাপটপে।
আপনার সুন্দর প্রচেষ্টার জন্য অসংখ্য ধন্যবাদ।
Good idea. Really.
অমি ভাই আমার এক কপি ডিভিডি দরকার ছিল…
খবুই ভাল উদ্যোগ। এই রকম কিছু আমিও মিরপুর এলাকার জন্য করব ভাবছিলাম। আমি অবশ্য ডিভিডি-র যায়গায় সিডির কথা ভাবছিলাম। যাইহোক, আপনার উদ্যোগের জন্য অনেক অনেক ধন্যবাদ।
@ Ahmed
Fuck you!
Don’t visit my blog next time, at least if you don’t have guts to write your own email address while submitting comment.
A subscriber of Smile Broadband is saying he is from US military, fuck you.
@হাসিন
আমার বন্ধু, রাগ করো না :p
@ শামিম,
আপনি কিভাবে বুঝলের যে এটা ঢাকায় দেয়া হচ্ছে না? আপনি কি আমার দেয়া নম্বরে ফোন করেছিলেন? আগে ফোন করে জানুন তারপরে মন্তব্য করুন। এমনো তো হতে পারে আমরা আপনার পাড়াতেই আছি…
@জুয়েল
আমাকে আপনার ঠিকানাটা ইমেইল করুন। আমি অবশ্যই আপনাকে ডিভিডি পাঠিয়ে দেবো। 🙂
ধন্যবাদ ভাইয়া। কিন্তু আমরা ঢাকার বাইরে থাকি। আপনাকে ডিভিডি কুরিয়ার বা ডাক যোগে পাঠালে দাগ পরে যেতে পারে। এক্ষেত্রে কি করবো?
ভাইয়া আপনার ঠিকানাটা ইমেইল করেন দয়া করে।
Cool! I need one copy too. I’ll contact.
আসলে এর আগের বার যখন মন্তব্য লিখি তখন ফোনটা মডেম হিসেবে লাগানো ছিল পি.সিতে, তাই আসল কাজটাই (ফোন) করা হয়ে উঠেনি।
যা হোক। এবার ফোন করে নিশ্চিন্ত হলাম। আশা করি দেখা হবে আগামীকাল।
Omi rocks…. Kudos!!!
অসাধারণ।
আমি নিজে ও চিন্তা করছি চট্টগ্রামে এইরকম কিছু করা যায় কিনা। (এখন পর্যন্ত শুধুমাএ বন্ধুদেরকে রাইট করে দিই)
This is wonderful. Very good initiative. It is initiatives like these that will take us forward. Keep up the good work, it will inspire others.
Good luck with everything.
Syeed Milky
0181-9998323
ur commitment is nice. ur blogs are also nice and infomative. hope u will continue ur good work.
if u distribute downloaded softwares for ubuntu 8.04, it will be better. bcoz most of the people dont have internet connection.
thanks
আমি একটা কপি পাবো তো! আপনার উদ্যোগ প্রশংসনীয়।
Thanks brother for your such contribution. It was really awesome. Recently I have downloaded Oppen Office 2.4 from internet this application was also awesome and you can do all the MS office thing with that software. I want to distribute it. But it is tough for me to burn and distribute cause it takes a lot of time. If you have any problem if I give you a DVD contain open office in exchange you will give me UBUNTU.
Please reply me in my email.
অমি ভাইয়ের কাছ থেকে ডিভিটা পেয়ে গেলে..চট্ট্রগ্রামের লোকজন আমার কাছ থেকে নিতে পারবেন…মেহেদীবাগে আমার ব্যক্তিগত প্রতিষ্ঠান আছে…
আমি সিডিটা পেয়েছি। ইনস্টল ও করেছি। এবারেরটা আগেরগুলোর চেয়ে বেশ ভালো।
আমার ল্যাপটপে ৬.১০ খুব স্লো ছিল। ৭.১০ ঠিকমতো চলতো কিন্তু বুট করতে টাইম বেশি নিত।
এটাতে এই সমস্যাগুলা নাই।
তবে কতগুলা নতুন প্রব আছে।
আরেকটা কথা, ডিভিডিতে সিডির চেয়ে বেশি কি আছে?
অসংখ্য ধন্যবাদ এই সুন্দর উদ্যোগর জন্য। ভাই আমি দেশের বাইরে আছি, আর আপনি বলেছে বাইরে কাউকে ডিভিডি দিবেন না। তাই আপনার কাছে আমার অনুরোধ, ইন্টারনেট থেকে ডাউনলোড করার জন্য লিংক্সটা আমায় ইমেল করবেন। আমার ইমেল ঠিকানা : mamunmck@yahoo.com
Onekdin age Blank Disc Pathiase , Kinthu ekhono Ubuntu er Disc Paini, Mone hoi apni bhule giechen disc er kotha,
Shihab From
Khulna
@Shihab
Please contact with your Currier service, because I did not get any DVD from you. May be they missed that, so I’m not responsable here. If I get your DVD, I’d definitely send you Ubuntu DVD.
Hi Omi bro,
I am just back from your Ubuntu Release Party.
As I told you, we from S@ifur’s willing to provide support for Ubuntu Distribution and Troubleshooting. Thanks for arranging such a great party. Keep the rythm continued.
So as for now we can support your mission by freely distributing Ubuntu Hardy Herron 8.04 from our S@ifur’s Corporate Office. If you like you can publish our contacts among the volunteers list. We also gladly offering Over-the-Phone Troubleshooting support for the Ubuntu Enthusiasts.
All the best
from
Lenin: 8801912024699 & Ferdous: 8801197118277
Omi Vai
is a DVD needed for copying Ubuntu 8.04? a CD (700MB) is not enough? plz let me know if there is any problem writing the ISO file (<700MB) in a CD(700MB).
thanks in advance
CD is enough for installing the OS. But additional stuffs like server (PHP, MySQL) comes with the DVD one. The DVD has more applications built-in, so you can install lot more application without any internet connection.
Who wants to download Ubuntu DVD can get it from HERE.
Hi,
Huge work!It’s better to see any one doing something for our beloved Bangladesh,Bangla………..
Carry one bro….Our inspiration is always with u.
Mushfiq-E Mahabub
nstu_osn
হ্যালো অমি ভাই,
আমি মূলত উইেন্ডাজ এক্সপি ব্যবহারকারী। লিনাক্সে সুইচ করতে চাচ্ছি। ঠিক বুঝতে পারছিনা কোন ভার্সন ব্যবহার করব। সুসে,রেডহ্যাট,ম্যানড্রেক নাকি উবুন্টু? কোনটার কি সুবিধা জানালে উপকৃত হব। আমি মূলত নেটোয়াক এডমিনিষ্টেটটর হিসেবে ক্যারিয়ার গড়তে চাইছি।
Pingback: বিনামà§à¦²à§à¦¯à§ à¦à¦¬à§à¦¨à§à¦à§à¦° সিডি « »»» à¦à¦¤à¦¿à¦° সাথৠপথ à¦à¦²à¦¾ » » Â
অমি ভাই আমি ৪মাস যাবৎ হার্ডি ব্যবহার করছি।আমার মেইলে আপনাকে কুরিয়ার করার ঠিকানা দিন। আমার একটা হার্ডির ডিভিডি লাগবে।
অসংখ্য ধন্যবাদ।
আসলেই আপনার উদ্দ্যোগ প্রশংসার যোগ্য। আচ্ছা ভাইয়া, ঠাকুরগাও,দিনাজপুর,রংপুর -এ লিনাক্স ছড়িয়ে কিভাবে দেওয়া যায়?
Linux chhoriye dite hole ekti sechhashebok dol er uchit sob school o college gulote Dvd/cd niye giye present kore asha. student jara ekhono computer use kora suru koreni kono OS e obhosto hoini… tara linux(Ubuntu) onek pochhondo korbe. kono sponsor niye oder maajhe binamulye CD/DVD deya jete pare. school college porua der ke utshahito kora gele. borora oder dekhe shikhbe.
apni akjon sondar moner adikari
ভাইয়া আমি আপনার সিটিসেল নাম্বারে রিং দিয়েছিলাম। নাম্বার বন্ধ। আপনি দয়া করে আমার এই নাম্বাের একটা মিস কল দিবেন। আমি আপনার নাম্বার সেভ করে রাখছি।
০১৭৩০০৬৩৮১৩
Please call the alternate number 017 17 523 052
Thanks
ভাইয়া,
download করার লিন্কটা দিবেন? সরাসরি ঢাকার কোথাথেকে নেয়াযাবে?
নতুন সংস্করণ ইন্ট্রেপিড আইবেক্স পাবার জন্য দেখুন এখানে।
Pingback: বিনামূল্যে উবুন্টুর সিডি | সমকাল দর্পণ