আমরা সস্তা কম্পিউটার কিনতে পছন্দ করি! কথাটা গত বিসিএস কম্পিউটার মেলায় এক প্রতিষ্ঠানের কর্মকর্তা বলেছিলেন। উনার প্রতিষ্ঠান মাত্র প্রায় ৳১২,০০০/- তে একটা সিপিউ বিক্রি করছে। ভেতরে কি আছে দেখতে পারি নাই ব্যাস্ততার কারণে। তবে প্রচুর দর্শকদের আগ্রহ ছিলো সেই কম্পিউটার সিপিউটির প্রতি।
যখন মাত্র ৳১২,০০০/- তে একটি সম্পুর্ণ সিপিউ কিনতে পারা যায়, তার অর্থ এই না যে পৃথিবীতে সিলিকনের দাম কমে গিয়েছে আর আমরা সেজন্য কমদামে জিনিস পাচ্ছি। কমদামে জিনিস কেনার অর্থ এই যে আমরা একটি নিম্নমানের পণ্য কিনছি।
কিভাবে একটু বিশ্লেষণ করি। আমি সাধারণত আমার ব্যবহারের জন্য কম্পিউটারের মালামাল বিদেশ থেকে আমদানী করি (এর জন্য আমি আমার মাইক্রোসফটের বন্ধুরা এবং আমার বন্ধুদের আত্মীয় স্বজনদের কাছে কৃতজ্ঞ)।পাশের ছবিতে যেই রেমগুলি দেখা যাচ্ছে সেগুলি আমার বাসার কম্পিউটারগুলিতে ব্যবহৃত হয়। উপরেরটা OCZ Reaper HPC Edition যার একজোড়ার দাম $১৭৫ (আমেরিকান), বাংলাদেশী টাকায় প্রায় ৳১২,০০০/- এক প্যাকেটে একজোড়া থাকে এবং একজোড়াতে ৪ গিগা মেমরি হয়।
২য়টি নাম US Modular Coldfusion, যার একজোড়ার দাম $১৯৮ (আমেরিকান), অর্থাৎ বাংলাদেশী টাকায় প্রায় ৳১৩,০০০/- এক প্যাকেটে একজোড়া থাকে এবং একজোড়ায় ৪ গিগা মেমরি হয়।
তার পরেরটা সবচাইতে দামী Crucial Ballistix, এক জোড়ার দাম $৪৫৬ (আমেরিকান), অর্থাৎ বাংলাদেশী টাকায় প্রায় ৳৩১,০০০/- এবং এর এক প্যাকেটে এক জোড়া থাকে এবং এক জোড়ায় ২ গিগা মেমরি হয়।
আমাদের দেশে মাত্র ৳৩,০০০/- দিয়ে চার গিগা মেমরি কেনা সম্ভব এবং সেটা লাগিয়ে উইন্ডোস ভিস্তার মত অপারেটিং সিস্টেম ইসন্টল করে আমরা মন্তব্য করি, “শালা কি অপারেটিং সিস্টেম বানাইছে, চরম স্লো!” আসলেই কি তাই? আপনি কি কিনেছেন আর কি চালাচ্ছেন সেটা একটু বিবেচনা করবেন না?
বেশ কিছুদিন আগে আমার এক কলিগ মন্তব্য করেছিলো যে বাংলাদেশে কম্পিউটারের যা মাল পাওয়া যায় সেগুলার শুধু অঙ্কই বেড়েছে, পারফরমেন্স বাড়েনি। উনার বক্তব্য হচ্ছে আমাদের এখানে বর্তমান বাজারের ২ গিগা মেমরি, উনার ৫১২ মেগার সমান পারফরমেন্স দিতে পারে না। কথাটা কিছুটা হলেও সত্যি।
তবে আমাদের বাজারে যে ভালো জিনিস পাওয়া যায়না তা কিন্তু না। কিন্তু যারা বিক্রি করে এরা কুড়াল দিয়ে কোপ দেয়ার মত দাম চায়। যেটা $৪০০ দাম সেটা চায় $১৪০০, যাতে একবারের সব লগ্নি ফেরৎ আসে। একটু সততার সাথে ব্যবসা করলেই কিন্তু আমরা ভালো জিনিস কিনতে পারি।
একদম মনের কথাগুলো লিখেছেন! ধন্যবাদ অমি ভাই, সবার এসব জানা উচিৎ।
khub tumi jitso
মাইক্রোসফটে কিংবা বিদেশে যাদের বন্ধু বান্ধব নেই কিংবা খরচ করার মতো টাকা পয়সা নেই তারা কী করবে ভাই? শুধু টাকার হিসেব না করে ভাল হতো যদি আপনি আপনার ব্যবহৃত মেমরি মড্যুলের সাথে বাংলাদেশের ৩০০০ টাকার মেমরির পারফরম্যান্স যাচাই করে কোনো তথ্য দিতেন।
বাঙালিকে গাল পাড়া বেশ সোজা, বিশেষ করে আরেক বাঙালির পক্ষে!
$৪০০ ডলারের জিনিশ $১৪০০ বেচলে অসততা হবে কেন? তোমার কাজ হবে ১০১টা দোকান ঘুরে যে খানে কম পাও সেখান থেকে কেনা।
না পারলে নিজে দোকান শুরু কর।
আমিও একমত। আসলেই চিন্তা করার মত বিষয় ।
আপনার েলখা পেড়ই ভল রাগল, আিম িলখেত েগেল িকছু অক্ষর েভেেঙ্হ যায়
@Mizan
Please follow: http://ekushey.org/?page/phonetic_bangla_typing and that will solve your problem.
পড়ে দু:খ পেলাম। কিন্তু কি করা যাবে, অল্প পয়সায় ফুটো বেগুন ছাড়া তো আর কিছু কেনা সম্ভব নয়। তবুও তো কম্পিউটার, ইন্টারনেট পাচ্ছি। আমাদের মত দরিদ্র দেশের পক্ষে এটাই অনেক। টাকা থাকলে কি কেউ আর ভেজাল জিনিস খায়?
গরীব!!!!
ঐ মিঞা টাকার বিছানায় ঘুমানোর পরেও যদি বলেন আমরা গরীব তাহলে তো বালতির পানিতে ডুবে মরতে হবে আমাদের।
If your analysis is true then how come we purchase a brand apple pc @ 90,000 BDT ?
Do you think than apple vendor is cheating with us?
Well, what makes you think Apple won’t make cheap things? To good apple comes with good price. A good iMac comes with at least 1.5 to 2 lac. 🙂
@Omi vai your last paragraph.i agree with it totally.because when i try to buy a good graphics(tbh a decent one if not very fast)i saw that a model which costs in other countries like 100$ in america or malaysia here sellers ask for 12000-14000 for the same model AGP.mone hoi vendorra voi pay jodi tader stock sell nw hoi something like that or they are just too greedy.
অমি ভাই,
প্রথমেই ধন্যবাদ এমন একটা অতীব প্রয়োজনীয় লেখার জন্য। আসলে আপনার লেখার meaning সকল কম্পিউটার এর ব্যবহারকারীর পক্ষে বোঝা সম্ভব নয়। বিশেষ করে যারা এই লাইনে একদম নতুন। (যদি কোন পাঠক আমার এই লেখা পড়ে বিন্দু মাত্র কষ্ট পেয়ে থাকেন তবে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি) আমি প্রায় ১২বছর হতে চলল কম্পিউটার ব্যবহার করছি। আমার ১৯৯৯ সালে কেনা পেন্টিয়াম থ্রি মানের কম্পিউটারটি যেভাবে ব্যবহার করেছি আমি বাজি ধরে বলতে পারি এখনকার কোন কম্পিউটার সে ধরণের দক্ষতা দেখাতে পারবেনা। আমি কম্পিউটার ব্যবসায়ী নই। হয়ত অমি ভাইয়ের কথাই ঠিক। আমরা বলি কম্পিউটার এর দাম কমেছে। কিন্তু দামের সাথে যে মান কমেছে সে ব্যাপারে আমরা ভাবছি না। আপনি ইচ্ছা করলেই মান সম্মত এক্সেসরিজ বাংলাদেশের কম্পিউটার বাজার থেকে কিনতে পারবেন না। কারণ ব্যবসায়ীরা বেশী মুনাফার আশায় মান সম্মত এক্সেসরিজ এর পরির্বতে মান হীন চায়না প্রোডাক্ট আনতেই অভ্যস্ত। ২৫৬মেগা বাইট যে এস.ডি রেমের দাম এক সময় প্রায় ২০০০ টাকা ছিল এখন সেটা ৩০০-৪০০ টাকাতেই কেনা যায়। ভাবা যায়!! কি ভাবে এটা সম্ভব! আসলে অমি ভাই, আমরা যারা নিজেদের সচেতন ব্যবহারকারী বলে মনে করি তারাও ব্যবসায়ীদের বিজনেস পলিটিক্স এর কাছে জিম্মি। ফলে যারা বহু কষ্ট করে টাকা জমিয়ে নতুন কম্পিউটার কিনতে যাচ্ছে তারা যে কিভাবে প্রতারিত হচ্ছে তা সাধারণ মানুষদের পক্ষে বোঝা কঠিন।
উপরের মতামতের সাথে আরো একটু যোগ করতে চাই, যারা আমার লেখার সত্যতা যাচাই করতে চান তাঁদের কে বলছি, আপনারা বাংলাদেশে পিসি ওয়াল্ড নামে যে ম্যাগাজিনটি পাওয়া যায় তাতে উল্লেখিত পিসি ওয়াল্ডের রেটিংকৃত যে কোন কম্পিউটার পণ্য আমাদের দেশের মাকেট এ গিয়ে খোজঁ নিন। আশা করি এতেই বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে।
Omi vai apnar site ta amar khub valo legeche.Kaorn ami je problem gulu face korchi seta apnar blog e pacchi.Asole amader aei jhamela gupur bepare socheton houya uchit.Ami apnar sathe ekmot je soshtat tin obostha.Amar ek friend keya cosmetics e job koren.Ekdin onar basay tv te ekta add dekhlam.Seta chilo ekta Washing powder er.Oi powder kinley 3 taka discount.I mean otar dam 33 taka.Kintu ekhon kinley 30 taka.Tokhon Onake bollam ete amader+Company er moddhe ke basy lavoban hocche?Uni bollo vai company lavoban hocche.Jobabe uni bollo amra discount dicchi,tai customer ra basy basy ponno kinche.Kintu amra company theke jodi 1kg powder e amra 200 gram kom dei tahole public bujhte parbena.kintu amra company lavoban hocchi.So Ami er por theke soshta jinis kini na.Abar onek company add dey deshi ponno,,kiney hou dhonno.Kintu amar kotha bocche deshi ponno kiney jodi hoga mara khete hoy,tahole amra ki korbo?koi jabo?
Kintu aei dhoka khabar jonno ami amar Sob jinis bahir theke ani.tnx to all.
Digonto Sumon
http://www.sumon.tk
plz open a free rate chart of computer parts for our bangladeshi public.
and teel there u comand and price and try to update to all.
thanks u.
chorom hoise..
ei kaj ta ami FLORA PC gulo te beshi dekhi.. FLORA er PC gulo etto baje.. bolar moto na.. ora emonki beshi damer PC teo kono bhalo hardware dey na.. shudhu processor tai bhalo rakhe.. jemon Core i7 920 er shathe 1GB RAM dey.. tao bhalo je RAM ta DDR3.. jodio amar bhalo moto specification jana nai.. tobe oderke ami C2Q Q6600 er shathe 667Mhz er 1GB dite dekhsi.. aar kono PC tei ora ekta bhalo GPU dey na.. shob built-in gulo diye chalay..
erokom baje pc 70,000tk diye kenar kono mane ase?
vai asolai ai kota guli jodi shobai janto tahola koto ja valo hoto……