হ্যপি বার্থডে টু ইবান। আজ থেকে চার বছর আগে এই দিনে ইবান এই পৃথিবীতে আসে। গতবছর অবশ্য এটা নিয়ে কিছু কথা বলেছিলাম। তাই আর নতুন করে কিছু বলছিনা। আজও বৃষ্টি হয়েছে, যেমন হয়েছিলো ওর জন্মের দিন।
আশেপাশের প্রতিবেশীদের নিয়ে ছোট্ট একটা অনুষ্ঠান করলাম। খুবই মজা হয়েছে। যারা এসেছে তাদেরকে আসার জন্য ধন্যবাদ আর যাদের অনুষ্ঠানে ডাকতে পারি নাই, তাদের কাছে ক্ষমা চাইছি। আর যারা আসতে পারেন নাই, তারা দূর থেকেই আমার ইবানের জন্য দোয়া করবেন।
অনুষ্ঠানের ছবিগুলি দেখা যাবে এখান থেকে। 🙂
ইবান এখন বেশ বড় হয়েছে। ভালো লাগা মন্দ লাগা প্রকাশ করতে পারে। ওর জন্য পৃথিবীর সবচাইতে কষ্টকর বিষয় হলো খেতে বসা। সব বাচ্চারা যা পছন্দ করে, ও তা করে না, সবাই যেটা করতে বলে, সেটা ও করেনা। নিজে যেটা ভালো বলবে সেটা ভালো, যেটা ভালো বলবে না, সেটা শত চেষ্টা করলেও ভালো করা যাবেনা ওর কাছে।
শুভ জন্মদিন ইবান। অমি ভাই আমাদের জানালেই হতো আগে আগে। তাহলে চলে যেতাম …
হ্যপি বার্থডে টু ইবান 😉
Happy Birthday… 🙂
Happy Birth Day To Evan .
every time i met him, i felt like he’s smart kid. good thing about him is, he listens to you. he makes fun and play with you but when you ask him to do anything, he just obey ! ….really a nice kid.
Happy birthday Ebaan !
শুভ জন্মদিন ইবান চাচ্চু…..বাবা হওয়ার কি যে সুখ ২১ শে মে 2008 সেটা বুঝতে পারলাম….
Happy Birthday… 🙂
শুভ জন্মদিন ইবান।
দেরীতে হলেও ইবানের জন্মদিন উপলক্ষ্যে আমার হাজার গোলাপ শুভেচ্ছা।
তুমি অনেক বড় হও। বাবার থেকেও অনেক অনে….ক বড় এবং ভালো একজন প্রোগ্রামার হও । বিশ্ব দরবারে দেশের মুখ উজ্জ্বল করো। হাসিতে খুশিতে ভরিয়ে দাও বাবা-মায়ের মন। বাবা-মাকে খুশী রাখতে পারলে সারা বিশ্ব তোমাকে ভালোবাসবে।
অনেক অনেক আদর রইল তোমার জন্য। 🙂
happy late Birthday to Eban
হ্যাপি বার্থডে ইভান
Iban! Though it is late but wish you very happy long life. Enjoy your life.
S. Mallik
Executve Director, United Enterprises & Co. Ltd (Broadcasting Equipments and Transmitter Supplier)
Ex-Addl. Chief Engineer,
Bangladesh Betar.
শুভ জন্মদিন ইবান বাবু। অনেক বড় হও
Happy birthday to evan. You are such a wonderful & sweet boy. I wise your sucess on your going life.
Happy birthday!
happy birthday evan, wish your WoWSome life.
being tiger be proud and feel proud.
Its a nice and happy family. And late happy birthday to Iban. Be healthy, wealthy and wise in life.
Happy Birthday Iban!
Sorry, spelt his name wrong. Lets try again:
Happy Birthday Ebaan!
😉
Hi Omi
This is a great website – pity I don’t understand it lol. And a lovely pic of you and your family.
Best wishes…John