বিশ্বখ্যাত সার্চইঞ্জিন গুগল্ সম্প্রতি একটি থ্রি-ডি মডেলিং সফটওয়্যার রিলিজ করেছে। না গুগল্-এর অন্যান্য পণ্যের মতন এটা আর বেটা নয়। এটা সম্পুর্ন থ্রিডি মডেলিং সফটওয়্যার। নতুন এই সফটওয়্যারেটি থ্রিডি মডেলিংএর ধারণাই বদলে দেবে বলে গুগল্ ডেভলপারদের ধারণা। উল্লেখযোগ্য কিছু সুবিধা হলো: একটি সেপ-এর উপরে ক্লিক্ করে মাউস দিয়ে টানাটানি করেই তৈরী করা যাবে পছন্দের আকার। সেপের উপরে সরাসরি রঙ, টেক্সচার বসিয়ে কাজ করার সুবিধা। রিয়্যালটাইম শ্যাডো ফিচারটি ব্যবহারকারীকে কাজ করার সময়ই আউটপুট সম্পর্কে ধারণা দেবে। এছাড়াও রয়েছে ইন্টারএ্যকটিভ সিলেকশন, স্ক্যাচি রেন্ডারিং, শতশত ডায়মেনশন ও এ্যনোটেশন জাতীয় লোভনীয় ফিচার। গুগল্ স্ক্যাচ্আপ দু’টি সংস্করণে উপলব্ধ আছে। একটি “গুগল্ স্ক্যাচ্আপ ফ্রি” লার্নিং সংস্করণ, যেটি শিক্ষার্থীরা বিনা মূল্যে সংগ্রহ করতে পারবেন এবং অন্যটি “স্ক্যাচ্আপ প্রো”। প্রো সংস্করনে থাকছে ক্যাড থেকে ইম্পোর্ট, থার্ড পার্টি সফটওয়্যারে মডেল বা ছবি এক্সপোর্ট, বিভিন্ন এক্সটেনশন জাতীয় বাড়তি সুবিধা। তবে সংস্করন সম্পর্কে গুগল্ ডেভলপাররা বলেছেন, “একজন চাইলে আমাদের ফ্রী সংস্করনটি দিয়েই গুগল্ আর্থ-এর মত ডিজাইন করতে পারবে।”
বাজারে আগে থেকেই বেশ কিছু জনপ্রিয় থ্রিডি মডেলিং সফটওয়্যার (থ্রিডি স্টুডিও ম্যাক্স, ব্লেন্ডার, মায়া ইত্যাদী) থাকার স্বত্তেও গুগল্-এর এই পদক্ষেপ কে অবশ্যাই সাহসী বলতে হবে। সফটওয়্যারটি পাওয়া যাবে http://sketchup.google.com/ বা http://www.sketchup.com/ ঠিকানা থেকে। থ্রিডি মডেলিং শেখার প্রচুর উপকরণ রেখেছে গুগল্ উক্ত সাইটে।
গুগল্-এর নতুন পণ্য স্ক্যাচ্আপ
11 সোমবার সেপ্টে. 2006
Posted আইটি বিশ্ব
in
লেখাগুলোর সাথে সাথে ছবি দিলে ভালো হতো। 🙂
A good site on ICT news in Bangla is: http://www.ictbarometer.com Visit that sometimes…
Pingback: DesiPundit » Archives » গুগল্ নিয়ে এল - স্কেচ্আপ