Tags
অনেকেই শিরোনাম দেখে বলবে, “অমি আজাদ কি আবোল তাবোল বলে, ঠিক নাই। আলো আবার কি আসবে।” আর গ্রামীণফোন যখন বলে তখন কিন্তু কিছু হয়না। 🙂
বেশ কিছুদিন থেকেই ভাবছিলাম এই পোস্ট লেখার ব্যাপারে। আমাদের দেশে এখন চলছে বিদ্যুৎ ক্রাইসিস। টেলিভিশনে বলে দিলো সর্বনিম্ন ৪ ঘন্টা থেকে সর্বোচ্চ ১০ ঘন্টা লোড শেডিং হবে। নানা জনে নানা মত দিচ্ছে এই কথা শুনে। সরকারকে দোষারোপ করছে। সম্পুর্ণ গ্রীষ্মকাল ঠিকমতন না আসতেই এই অবস্থা, দুই মাস পারে যে কি হবে! অনেকেই বলছে সরকার বিদেশ থেকে বিদ্যুৎ আনার নামে টাকা চুরি করবে দেখে কৃত্তিমভাবে এই অবস্থা তৈরী করে রেখেছে। সাধারণ মানুষ কিন্তু সত্যই কিছু জানে না, শুধুই অপেক্ষা করতে জানে আর ভুলতে জানে। কাল সব ঠিক হয়ে গেলে সবাই ভুলে যাবে যে সরকার টাকা চুরি করলো, না সব ঠিক হয়ে গেলো।
তবে সব সমস্যার সমাধান নিয়ে এসেছে গ্রামীণফোন, তাদের নতুন ইন্টারনেট পণ্য “আলো আসবেই” নাম নিয়ে। পত্রপত্রিকায় বা রাস্তার বিলবোর্ডে এরই মধ্যে সবাই দেখেছেন যে জানালা ভেদ করে আলো চলে আসছে। গ্রামীণফোন ইন্টারনেট থাকতে কিন্তু আমাদের আর কোনো টেনশন নাই। ডেসা/ডেসকো/পিডিবি/পল্লী বিদ্যুৎ কাউকেই আর লাগবে না আমাদের। রাতে বিদ্যুৎ না থাকলে আমাদের পাশে থাকবে গ্রামীণফোন ইন্টারনেট, আলো আনবেই,
শালার আলো যাবে কোথায়!
সুতরাং আমরা বিদ্যুৎহীন অন্ধকার অবস্থা কাটানোর জন্য জেনারেটর বা আইপিএস-এর পেছনে অযৌক্তিক টাকা নষ্ট না করে গ্রামীণফোন ইন্টারনেট নিয়ে নেই! আর কিভাবে কি করতে হবে সেটা জানার জন্য যে কোনো গ্রামীণফোন থেকে ১২১ নম্বরে ফোন করলেই হবে।
আলোতে থাকুন, আমি এখনো পারি নাই, হয়তো আপনারা পারবেন। পারলে অনুগ্রহ করে মন্তব্যে জানান।
হাহাহাহাহা… হাসতে হাসতে শেষ! 😀 :D:D
ভাইজান মনে হয় কোনো কারণে ক্ষেপে আছেন। কারণটা একটু খোলাসা করেন। কিছুটা ইঙ্গিত পাওয়া গেল।
অমি ভাই জটিল লিখছেন। we need only grameen phone internet then light and light everywhere. LOL
@Simon
Your frank comment appreciated. 🙂
@Arafat Rahman
না রে ভাই, কোনো ঝামেলা নাই। আমার যা মনে হলো তাই লিখলাম। আমরা অনেক কিছুই লক্ষ্য করি না। এরাই একবার বলে “কাছে থাকুন” আর এরাই বলে “হারিয়ে যাও” 🙂 আমরা কোনটা শুনবো?
“রাতে বিদ্যুৎ না থাকলে আমাদের পাশে থাকবে গ্রামীণফোন ইন্টারনেট, আলো আনবেই, শালার আলো যাবে কোথায়!”
– হে হে, জটিল বলছেন । শালার আলো আনবেই । সরকার বদলের ২-৩ দিনের মধ্যেই আইএসপি লাইসেন্স নিসে, আলো না আইনা যাইবো কই ।
ভাইয়া সাধারণ মানুষের জন্য সান্ত্বনা এই টুকু যে, গ্রামীন ফোন কিংবা তথাকথিত সরকার আমাদের আলো না দিয়ে আলেয়াতে বন্ধি করলেও সূর্যের আলো কিন্তু আশীর্বাদ হয়ে ধনী গরীব প্রধান মন্ত্রি কিংবা প্রধান চোর সবার ঘরেরই জানালার ফাঁক দিয়ে ঠিক ঢুকে পড়ে।
আমি কিন্তু ভাইয়া আশাবাদী… চুরি হোক ডাকাতি হোক পাশের বাড়ি, পাশের গ্রাম চুরি করতে করতে যেদিন দেখবে নিজের বাড়িতেই চুরি হয়ে গেছে সেদিন ঠিকই আলো আসবে। তবে গ্রাফীন ফোন ইন্টারনেট কিন্তু সত্যি সত্যিই গ্রামাঞ্চলের আলো এনেছে…অন্তত ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিয়েছে।
ki r kora, sob company te marketing dept er to kaj e aita, bechara der jonno afsos lage
আলো আসবেই!!!!… 😀
আমারও ভালো লাগেনি।
বড়ই আশা নিয়ে এসেছিলাম, কিন্তু ঝাল-মশলা ছাড়া চিকেম কারির মতো লাগলো
ভাইয়া,
ভালই লাগছে। আসলে আমিও গ্রামীনের ইউজার। কিন্তু এই কিছু দিন হল একটেল পোষ্টপেইড নিছি। কিন্তু একটেল ও ভোগাস…. বিল জানতে টাকাকাটে। আবার হেল্প লাইনে ফোন করলে ২.৩০ কাটে। কিন্তু একটেল কলরেট কমানোটা ভালরাগছে। কি আজব দেশ আমার, আজব দেশেরমানুষ।
bhalo laglo na post ta….bogus hoise….(sorry moner kotha bole fellam)
কারেন্ট না থাকলে পিসি চালানোর জন্য কি গ্রামিনফোন আইপিএস দিবে? সবার তো ল্যাপটপ নাই,না হলে সবাইকে ইন্টারনেট কানেকশনের সাথে ল্যাপটপ ফ্রি দেক,দোখি শালাদের দোউর কত? পিসি না চললে ওদের নেট কানেকশন ধুইয়া পানি খাইবো?
ওদের এ্যাডগুলো সবসময় বিষ ফোড়ার মত। এমনিতেই কারেন্ট খাকেনা, আর এইগুলো নিয়া শালারা ফাইজলামো করে।
ভাই,গ্রামীন বর্জনের ডাক দেন, আমরা আছি সাখে,ওদোর ফাইজলামোর ১টা মজা দেখানো উচিত
আমি বিদ্যু্ৎ সংকটের কারনেই কিন্তু গ্রামীনফোন-এর ইন্টারনেট ব্যবহার শুরু করেছিলাম। আমার যতই আইপিএস, ইউপিএস, জেনারেটর থাকুক, আমার ব্রডব্যান্ড আলাদের তো কিছুই নাই। ইন্টারনেট, নোটস, মেসেন্জার, ডকুমেন্টস সবকিছু মোবাইল ফোন দিয়েই চালাচ্ছি। গেমস, মুভি আর গানের জন্য তো পিএসপি আছেই।
আমি গত ৩ মাসে বাসার কম্পিউটার ব্যবহার করিনি, আর ল্যাপটপটা পড়ে আছে দেখে অফিসে নিয়ে এসেছি।
আমি গ্রামীনফোনকে ধন্যবাদ জানাবো। তবে ইন্টারনেট স্পীডের ব্যাপারে কথা উঠলে গালি একটাও নিচে …
omi vai apnar web site e ami regular visitor der moddhe ekjon. apnar post gulu onek valo lage.onek kichu sikhte pari. But aei post ta valo laglo na.coz ami majhe majhe bd asle amar gramer barite somoy katai. coz okhaner poribesh amar khub valo lage. ami ekjon web designer. so ami gramer barite gele amar net er problem hoto. kintu gp er net thakar karone amar jonno onek valo hoyeche. karon ami amar onek stuff upload korte pari.ete amar problem hoyna. GP er net speed onno operator der cheye valo.oder speed motamuti valoi. ekta jinis bujhlam na je manus gp ke net er speed er jonno gali dibe keno?eta kon type er bebohar? apnar web site e visitor asbe kichu sikhte/share korte. but ekhon dekhchi apnar website e ese slang word sikhbe. eta ki vai? apni oder sala bolen kivabe? apni na ekjon sikhito manus? apni courtesy janen na? vodro ghorer sontan der kach theke to esob kichu asa kora jayna. Gp oder add ki dibe seta diye apnar ki lav?nijeke ki money koren? parle emon kichu kore dekhan jeno tader vabmurti change hoy. poitali ektu kom koratai valo. Tnx. Ans me plz
সবাই হয়তো খোঁচাটা বুঝতে পারেনি। এরশাদের নয় বছরের শাসনকে অনেকে স্বর্ণযুগ মনে করে। তারা হয়তো মন্দের ভালো খুঁজে পায়। আমরা নিসন্দেহে গ্রামীণের কারণে যে নেট পাচ্ছি তা অন্যদের তুলনায় কিছুটা ভালো। কিন্তু আরো ভালো হতে পারতো। ওরা দামও কমাচ্ছে না। কমালে আবার এতো গ্রাহককে নাকি সেবা দিতে পারবে না।
আর বিদ্যুৎ নিয়েই যখন খোঁচা, সেটা আমাদের স্বীকার করতে দ্বিধা নেই গত অন্তত দুটি বছর আমাদের বিদ্যুতের তেমন ঝামেলা পোহাতে হয়নি। আমার এলাকা সবচেয়ে কম লোডশেডিং এলাকার অন্যতম(নন-ভিআইপি!)। কিন্তু ক্ষমতায় এসেই এ সরকার ঘোষণা দিলো বিদ্যুৎ উৎপাদন না করলে ম্যালা সমস্যা হবে। আগে কেউ উৎপাদন করেনি। ভাবলাম এবার ভালো কিছু দেখা যাবে। কিন্তু এই উটকো লোডশেডিং যা এর আগের নিকট অতীতে দেখিনি তা তো চাইনি। গোল্ডফিশ মেমরী আমাদের। কি করা 🙂
তবে অমি ভাই আরো সূক্ষ্ম খোঁচা দিন। বেশি মোটা দাগের খোঁচা হয়ে গেছে। 🙂
রনি ভাই,
আগের সরকার ২ বছর ভাল রাখছে কারন তারা রাজনৈতিক সরকার ছিলো না। তাই তারা ঢাকা কে ঠিক রেখে অন্য যায়গায় লোডশেডিং করছিল। এখনকার সরকার বোরো চাষীদের প্রাধান্য দিয়ে লোডশেডিং করতেছে।
আলো আসবেই প্রসঙ্গেঃ
গ্রামীনফোন হয়ত বলতে পারে যে বিদ্যুত না থাকলে তো আর মোবাইল বন্ধ থাকে না।
আমার খুব একটা টিভি দেখার সৌভাগ্য হয় না, তাই গ্রামীনফোনের এই নতুন ভন্ডামিটা সম্পর্কে খুব একটা জানিনা। তবে অমি ভাই এবং অন্যান্যদের মন্তব্য শুনে যা বুঝলাম তাতে করে আমার দীর্ঘদিন ধরে গ্রামীনফোন ব্যবহারের দু:খজনক ইতিহাসটা মনে পড়ে গেল। হায়রে গ্রামীনফোনের আলো…(!?)
অমি ভাই, গ্রামীণফোনকে আমি ব্যক্তিগতভাবে অপছন্দ করলেও ওদের বিজ্ঞাপনগুলো ভালই লাগে। কিন্তু এটার মত এত জগন্য কনসেপ্ট আমি আগে দেখি নাই। এটা নিয়ে পোস্ট করার ইচ্ছা ছিল। ভাল যে আপনিই করেছেন।
Omi vai amar answer kintu pelam na.
@Digonto Sumon & All other who did not like the post.
Perhaps you got the whole concept wrong. And all of the people who said they did not like the post, did not get what I said above.
I DID NOT say anything about GP’s service in this post, did I? I just focused a lame TV promotion which is making us feel we are stupid.
Got the point?
বিজ্ঞাপন এর এই ভন্ডামি সারা বিশ্ব জুড়ে লক্ষ্য করা যায়। হরলিকসের কয়েকটি বিজ্ঞাপন তো রীতিমত ইউরোপে নিষিদ্ধ ঘোষিত যেটির একটি আমাদের দেশে দেখানো হয়ে থাকে- হরলিকস বানাবে টলার, স্ট্রংগার, শারপার- কি বাহারি বিজ্ঞাপন। ফেয়ার এন্ড লাভলি এর বিজ্ঞাপন বা মেনজ এ্যাকটিভ এর কথা ও আর কি বলব- এক সপ্তাহে ফরসা ধবধবে – সাথে নায়ক/নায়িক হওয়ার অফুরন্ত সুযোগ। ছাগল বানিয়ে রেখেছে আমাদের সাবকন্টিনেন্টের মানুষগুলোকে এরা। আমরা কি এসব কিছুই বুঝি না?
গ্রামীন ফোন তো এদের লাইনকে একটু দীঘায়িত করছে মাত্র- এর বেশী কিছু না। তাই চলতেই থাকুক এই বাহারি, রং বেরংয়ের ভন্ডামি….
আলো আসবেই! দেশে ওয়াইম্যাক্স চালু হলে গ্রামীনের এজ পাত্তা পাবে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এখন পর্যন্ত ওয়াইম্যাক্সের লাইসেন্স পাওয়া তিনটি কোম্পানী মার্কেটে প্রোডাক্ট নিয়ে আসেনি। অথচ লাইসেন্সের বিডিংকালে শর্তাবলীর মধ্যে ছিল ৬ মাসের মধ্যে মার্কেটে আসতে হবে, ১ বছরের মধ্যে ১০ হাজার গ্রাহক বানাতে হবে, ২ বছরের মধ্যে সকল উপজেলায় কভারেজ দিতে হবে… ইত্যাদি কত কি! বাংলাদেশে সবই ফাউল। আল্লা জানে, বিটিসিএল ছাড়া বাকি দুই ওয়াইম্যাক্স পাওয়া কোম্পানী জিপি থেকে ঘুষ খেয়ে বসে আছে কিনা। আর এই সুযোগে নামকাওয়াস্তে জনগণকে আলো খাইয়ে জিপি টাকা কামাচ্ছে।
লোল! খেকজ্!! আরে আলো তো আসবেই!! খালি আইপিওস চালাইত অইব এর লগে। এক্কারী খারাপ কিসু না।
কারেন্টের ব্যপারে আর কি কমু?
“সক্কাল বেলা ঘুমথেকে উইঠা পিসির সামনে বসছিলাম। ওইসময় টিউটোরিয়াল লেখা শুরু করলাম। তারপর কারেন্ট সাহেব সমীপেষু প্রস্থান করলেন।
একটা ছোট গাইল দিয়া শুইয়া পড়লাম। [আবার কপি 😀 ] শুইয়া আবার ঘুম। এর মাঝে কারেন্ট আইলো, ফ্যানের বাতাশে, শয়তানের পাংখায় ভর করিয়া ঘুম আরো কড়া হইলো। একসময় আবার উঠলাম, মুখ ধুলাম, পিসির সামনে বসলাম, পিসি চল্ল। আবার কারেন্টের প্রস্থান।”
আরেকটা জিনিষ ভুইলা গেসেন আপ্নারা। ডিজুস VOICE CHAT। ফালতু তামীর চুড়ান্ত!
“অালো অাসবেই অালো অাসবেই” চিল্লাচিল্লি শুনে ভাবলাম যাই একটু অালো নিয়ে অাসি, ঢাকার বাইরে গেলে ব্যবহার করা যাবে, মোবিলিটি বাড়বে। কিন্তু তাদের সেল্স সেন্টার এ গিয়ে শুনি অালো নাকি শেষ, মানে মডেম নাকি শেষ হয়ে গেছে। কবে অাসবে জানতে চাইলে একজন জানালেন- অারো দুই সপ্তাহ পড়ে অাসবে । তো ভগ্ন মনোরথে ফিরে এলাম অালো ছাড়াই ।
অাপাতত সিটিসেল জুম দিয়ে অালো অানার চেষ্টা করছি । বি.দ্র. “অালো অাসবেই অালো অাসবেই” চিল্লাচিল্লি এখন একটু কমেছে বলে ধারণা করি 🙂
ভাইজানেরা এই আলো তো সেই আলো না। এখানে আলো বলতে বোঝানো হয়েছে জ্ঞানের আলোকে (রূপক অর্থে), যেটা পনেরো কোটি মানুষের দিনবদলের হাতিয়ার। বোঝা গেছে ব্যাপারটা?
কামাল ভাইয়ের কথাটা আমিও বলতে চাই।
এই আলো মানে হচ্ছে জ্ঞানের আলো। গ্রামীনফোন ইন্টারনেট আমাদের মাঝে জ্ঞানের আলো আনবেই।
আমাদের দেশের মানুষের মধ্যে একটা রীতি প্রচলন আছে যেটা হচ্ছে আমরা নিজে মানলেও অন্যকে নিতি বোঝাই, জ্ঞান দেই তাও আবার একদম ফ্রী। গ্রামীনফোনও ঠিক আমাদের মতো একই কাজ করছে-সবার মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে, কিন্তু পার্থক্যটা এক যায়গায়্…আমরা ফ্রী দেই আর এরা টাকা চায়! আর এদের মুল টার্গেট হলো স্কুল-কলেজের ইয়ং পোলাপাইনেরা যারা মোটামোটি ২-৩ ঘন্টা মোবাইল থেকেই চ্যাট করে।
p1 এ মাত্র ৩০-৩৫ টাকায় ১-১.৫ ঘন্টা চ্যাট করা যায়। অন্যদিকে p4 এ মাত্র ৬৯ টাকায় ২৪ ঘন্টা যত ইচ্ছা ততো চ্যাট করা যায়। এরা মাসে যদি ১২ দিন p4 লাইন ইউজ করে তবে বিল আসবে p4 মুল্য ৬৯*১২ দিন = ৮২৮+১২ বার*২.৩০ পয়সা এক্টিভেট চার্জ =৮৫৫.৬০ পয়সা মাত্র ।
অথবা
p2 এ মাত্র ৯৭৭.৫০+২.৩০(এক্টিভেশন চার্জ) = ৯৭৯.৫০ পয়সা মাত্র যদি খরচ করে তাইলে তো কথাই নাই, ১ মাস 5-8KBps স্পীডে যত ইচ্ছা যারে ইচ্ছা আমার মতো জ্ঞান দিতে পারবেন। আর এভাবেই গ্রামীনফোন সকলের মাঝে জ্ঞানের আলো পৌছায় দিবে।
বিঃদ্রঃ সকল মুল্যের সাথে ভ্যাট সংযোজিত রয়েছে।
আমরা জানি, আলো কত প্রকার এবং কি কি? এ আলো সেই আলো না
@মোহাম্মদ আলী
আপনি তো ১০০% শিক্ষিত মানুষের দেশে থাকেন, আপনি তো জানবেনই!
Kamal, Shajib and Mohammad Ali bhai er comments gula bhalo legeche I found this blog post kind of misdirected and stupid. But this is only my thought .. Some of the blogs are very good of Omi bhai and some are not.. Anyway, GP is not bound to provide you electricty .. they r giving u the “Alo” which here means “the way” “the oppotunity” to know the world using internet.. where you use Google, wikipedia and such site .. Amar school er slogan “Aalo aaro Aalo” but amar school to amake elctricity provide kore nai jokhon exam er agea amar study korte koshto hoise.. but ami to bhul a aita chinta kori nai j teacher der ask kori, “biddut den bashay nahoy school er slogan shoran!” I guess you people got it by now what I’m trying to say here …
by the way, my school was Govt. Lab High School. I believe my school taught me well to understand the use of same word in difference sentence means different way.
NB: I’m No way related to GP or any other mobile operator and neither i’m promoting their service. but thanks to these operator atleast some of the rural people getting help using internet even the speed is not optimum.
`Cheers All
সুন্দর হয়েছে লেখাটা। অনেক ভাল লাগল, ১২১ এ ফোন করে দেখবো কি আলোটা কি ধরনের, চাঁদের আলো নাকি সূর্যের???
না রে ভাই, কোনো ঝামেলা নাই। আমার যা মনে হলো তাই লিখলাম। আমরা অনেক কিছুই লক্ষ্য করি না। এরাই একবার বলে “কাছে থাকুন” আর এরাই বলে “হারিয়ে যাও” 🙂 আমরা কোনটা শুনবো?
– বেশ মজা পাইছিরে ভাই . . . 🙂
Before selling “ALO” they told me i can use any GSM sim card with their Modem. But!!!! they are fraud. They lock their modem and i can not use other sim with gp modem…. so??? They are blackmaling with us…
আলো আসুক আর নাই আসুক ওয়াইম্যাক্স আর ৩জি আসবেনা। বিটিআরসি এর বেস্ট চেয়ারম্যান যখন চলে গেল তখনি বুঝা গেছিল। বাংলালায়ন বলে আমাদের এলাকায় সেপ্টেম্বরের আগে আসবেনা। তাদের জন্য আর বসে কে। ব্রডব্যান্ড নিয়ে তাই ব্যারাম রকম আরামে আসি।
Banglalion users at Banani/Gulshan are very disappointed. 😀
vai banglalion kon elakai asche….. ami to oder website e kono update dekhi nai ….. magazine e deoa add e phone koreo pai na …. kobe asbe keo ki janen..
@Saiket
The people who subscribed on their website are getting called when Banglalion installs BTS at their place. Banglalion did a soft launch in Banani, Baridhara, Gulshan.
5 to 7 KB/s dea alo asha na kono din o………. Bangladesh akhon o Bujhana Kbps and KB/s ar hisab………
Alo asbaeeeeeeeee…………..
Electricity problem solve korar jonnoooooo ac Banned kora dan tile sob ok…………………
Alo astasayyyyyyyyyyyyyyyyyyyy……..
Montri der Basha te and office a 10 to 16 hour load shedding korla alo asbaeeeeeeeeeeeeeee………
Public jokhon ondher moto…… rajniti kora Bondho korbe………
Alo tokhon e asbeeeeeeeeeeeeeee…………
Jokhon gp k 3g ar lisence daya hobe tokhon hoito alo na aslao valo speed pao jaite para……………….
Banglalion…………………ha ha ha ha ha ha ha ha…………………….. what a company………………………………………………………………… only 12killo byte per sec…………………………….. 310milion dea……………..ki 12KB/s ar lisence nise use zoom ultra………. 150KB/s 1500tk only………..
@Digonto Sumon
“GP er net speed onno operator der cheye valo”
All bd te jokhon electricity thakbe and sobai jokhon 1sathe internet use korbe and sobai jokhon same time a download korbe tokhon jodi apni 0.99KB/s ar chaaite 1tu o bashi pan tahola akhane 1ta Comment korben please……………
Bcoz Bangladesh hoilo amon 1ta desh jaikhane kew shomoy ar mullo bujha na………………..
@লেনিন
charge tokhon e kombe jokhon Btrc chaibe………. 1tu kosto kora http://www.btrc.gov.bd te jaiya dakhen…….. Only 512kbps that means 64killo byte per sec Bandwidth kinta upto 30000tk dita hoi………… so gp ar pokhe charge komano possible na jotodin na 3g network ar lisence daya hoitase……….. Sobai boltasa khub taratari dibe………. ai taratari ta may be amra mara jabar pora 2090year ar dika hota pare……………
রনি ভাই,
“আগের সরকার ২ বছর ভাল রাখছে কারন তারা রাজনৈতিক সরকার ছিলো না। তাই তারা ঢাকা কে ঠিক রেখে অন্য যায়গায় লোডশেডিং করছিল। এখনকার সরকার বোরো চাষীদের প্রাধান্য দিয়ে লোডশেডিং করতেছে।”
ata bola apnar bhul……… jodi ai sorkar ato valo hobe tahola 1tu kosto kora ja kono gram a jaiya dakhen………….
2-3din to electricity e thake na………… 1tu bristi hola 3din off…………. dhaka te apnara huge electricity misuse koren…….. so ata hotai paren………….. mona hosche ai sorkar k sudhu dhaka ar public e vote disa other area ar public vote dainai???????………..
Dhaka te ja poriman electricity misuse hoi ta dea full Bangladesh a only 1hour Load Shedding kora Batter electricity service daya possible……………
And gp ar moto alo nea asha possible……………
@ARIF
blackmail kora nai…………
Gp modem dea other company ar sim use kora jai………
aktel sim lagan kono setting change na kora use korun……….
Blink sim use korta chaile gpmodem ar software open kora tootls>profile management>select new>apn>static>now write any apn in this box and clicke ok and now connect…….
Tushar vai kaaj hoy na. ami shob vabe try marsi. Bar bar bole “Unlock ur Data Card” and aktel sim incert korle net work a kono signal e show kore na. apni jodi nije use korte paren then ama k kosto kore ekta mail korbe.
Bhai, apnara sudho hotasar kotha bolen. Ekta prottonto oncholer kotha vabun. Dhaka cityr kotha vaablei hobe na. Dhoron apni kono grame gesen. Kono karone apnar NET use jorori dorkar hoye porlo. Tokhon kinto apnar MPBILE NETi ekmatro vorosha. Taina?
কুত্তার বাচ্চারা আল পাইল কই। সালারা তো ডারুন বিয়াদব