একটা কোম্পানি কত বাটপার হতে পারে তা সিটিসেলকে দেখলে বোঝা যায়। এই সপ্তাহে ওরা একটা নতুন হ্যান্ডসেট বাজারে ছেড়েছে যার নাম স্যামসং এবসোলিউট। সেটটির বর্তমান মূল্য ১০,৪৫০ টাকা আর ব্লুটুথ হেডফোন সহ এর দাম ১১,৮৫০ টাকা। ফকির মিসকিন ছাড়া ভালো মানুষের কথাও মনেহয় এরা এখন নতুন করে ভাবতে শুরু করেছে! কারণ কিছুদিন আগে আমার বৌকে সিটিসেলের ZTE C332 সেটটা দিতে চাইলে আমাকে বলে, ইবানের স্কুলের সামনে এক মহিলা পুঁথির মালা বিক্রি করতে আসে, সে এই সেট চালায় আমি কিভাবে এটা চালাবো।” এই তো সিটিসেলের অবস্থা!
যে কারণে এই পোস্টটি লিখছি সেটাতে আসি। আমার ধারণা সিটিসেল এই সেটটা তাদের অফিসে বসে বানিয়েছে বা দেশের কোথাও কারখানা ভাড়া করে সেখানে বানাচ্ছে। কারণ সেটটা সম্পর্কে অনেক ধরণের কীওয়ার্ড ব্যবহার করে গুগলে খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোনো লাভ হলো না। গুগল্ এটা চেনে না। ভাবলাম এক্কেবারে নতুন সেট তাই গুগল্ এটা চেনে না। তাই এই সেটের পেছনে দেয়া ইউআরএল samsungmobile.com-এ গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও আমি এই সেটের কোনো হদিস পেলাম না। তার পরেও আমি ভারতের CDMA সেবা প্রদানকারী কোম্পানিদের ওয়েব সাইটে গিয়ে এই ফোন বের করার চেষ্টা করলাম, কোনো লাভ হলো না। সুতরাং আসলেই এই নামে পৃথিবীতে কোনো সেট নাই।
এরপরে লক্ষ্য করলাম এক আজিব জিনিস সেটটার হেডফোনের কন্ট্রোলে মিরর ইমেজে Samsung লেখা এবং হেডফোনের জ্যাকেও Made in China মিরর ইমেজে লেখা। নিজের চোখে দেখার জন্য এখানে ক্লিক্ করুন।
ব্যাস আমার ধারণাই সত্য হয়ে গেলো। প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড স্যামসং এবসোলিউট নামে যে মোবাইলটি বাজারে বিক্রি করছে সেটার সাথে স্যামসং কোম্পানির আদৌ কোনো সম্পর্ক নাই। এরা কোনো চাইনিজ কোম্পানিকে দিয়ে এটা বানিয়ে নিয়ে ঐ নামে গ্রাহকদের কাছে বিক্রি করে প্রতারণা করছে যার সম্পর্কে আমরা অনেকেই অবগত না।
এরকম ব্যবসা আজ থেকে ৫/১০ বছর আগে করলে একটা কথা ছিলো, কিন্তু এখন আমরা অনেক সচেতন। যোগাযোগ আজকে উন্মুক্ত চাইলেই এই বাটপারদের ধাপ্পাবাজী থেকে আমরা অবগত
থাকতে পারি।
সুতরাং আপনার যতই প্রয়োজন থাক, আগে সত্যতা যাচাই করুণ এবং তারপরে এই তৃতীয় শ্রেণীর সেটটি কিনবেন কি-না ভাবুন।
Brother u couldn’t find the model no. But I’ve found it. it is Samsung SCH-F309
I think you can now check the specification
I think quality control is something that we need in all products sold in Bangaldesh.
হালারা আসলেই যোচ্চর……
@muktadir
So far your model number is also not right, I found Tata selling two Samsung set & the models are M309 and M569. So still no clue with your given model.
@Mehfuz
We need consumer law not quality control. কান টানলে মাথা আসবে so we need consumer law here.
আপনার আরও একটা চমৎকার পোস্ট, এমন ধরনের অসংগতি ধরার মত কেউ নেই, শুধু নামকা ওয়াস্তে আমাদরে ভোক্তা কি জানি (CAB) একটা আছে বটে কিন্তু সেটা ভোক্তা না কম্পানীর স্বার্থ দেখে কে জানে !
আপনি কি এই সাইটে গিয়েছিলেন?
http://www.samsungcdma.in/samsung-mpower-309.aspx
এখানে কিন্তু প্রোডাক্ট স্পেসিফিকেশন ডিটেইলে দেয়া আছে।
দেখে খুব খারাপ মনে হচ্ছে না কিন্তু!
[…] Comment! Wrote a post on CityCell (aka shittycell): http://omi.net.bd/415 […]
Good googling performance Mr. Salehein.
তৃতীয় বিশ্বের তৃতীয় শ্রেনীর দেশের নাগরিক আমরা … খোঁজ নিয়ে দেখলে হয়তো খুঁজে পাবেন যে ওইগুলো রিসাইকেল পন্য … অবাক হওয়ার কিছুই নাই। আর কোম্পানিগুলোর সাথে যুক্ত হয়েছে এই দেশীয় কিছু বাটপার!
bokachoda….samsung f309 diye search maro…shob peye jaba…
n in the future…b4 making a comment or giving ur opinion on sumthin…tht too in public…do 2 things….1. make sure u have have all the necessary info….2. make sure ur not a complete chodna.
oh sorry…second ta to change korte parben naa…dammit…
@salehein
Thanks for pointing to the URL. It’s a Indian product may be, but the URL the phone has on the back does not point to any product. But Muktadir said it’s SCH-F309, now it’s really confusing. 🙂
@assistant consultant
Mother fucked next time afford some guts to write your name when you make a comment on someones’ blog. And you better read the post again and again to understand want the fuck I wanted to say. And the final thing, when you are writing something with your mother tongue, afford that language’s script also. Else it feels like you are fucking you mother on the road like a dog.
You are acting as an oxymoron, on one hand you are taking on Citycell for the ages, on another you are writing about buying your wife a citycell set. You should stop using or recommending citycell if you really want to get to them.
বুঝলাম না। মন্তব্য দেখে মনে হচ্ছে আপনার অভিযোগ ভুল। তবে জিন্নাত ভাইয়ের মন্তব্যের সঙ্গে আমি একমত।
@আমিনুল ইসলাম সজীব
I’m not wrong in any way. The model CityCell is selling is SCH-F309 but Samsung’s phone is SCH-M309. That is the point!
@omi azad: মুক্তাদির যে সেটের কথা বলেছেন, সাইটে কিন্তু সেই সেটের কথাই বলা আছে। কনফিউশানের কিছু নেই। সিটিসেল ঐ সেটটাকেই ব্যবহার করেছে।
আর ফকির মিসকিনের কথা যদি সিটিসেল ভেবেই থাকে, তাতে তো আপত্তি কিংবা কটাক্ষ করার কিছু নেই, বরং ব্যপারটা প্রশংসনীয়। তারা নিম্ন আয়ের মানুষকেও মোবাইল নেটওয়ার্কের আওতায় নিয়ে এসেছে।
একটা ব্যাপারে আমি মুক্তাদিরের সাথে একমত। [গালাগালির অংশটুকু বাদে অবশ্যই] কাউকে ঢালাও ভাবে অভিযুক্ত করার আগে নিশ্চিত হওয়া উচিত যে, আমি তার কার্যক্রম সম্পর্কে যথেষ্ট পরিমাণে অবগত। অনুমান ভিত্তিক সমালোচনা অবশ্যই নিন্দনীয়। এই ব্যাপারে আপনার সচেতন থাকা উচিত। আমি আপনার ব্লগের একজন নিয়মিত পাঠক এবং শুভানুধ্যায়ী হিসেবেই কথাটা বললাম।
After a lot of googling i become a little clear to me that SCH-F309 is the sub-continental version of SCH-M309 (So called MPower Series). But The Mirror Logo on the headphone is clear indication that it didn’t pass the QC test. Obviously it can’t be sold anywhere but the third world.
I don’t think it’s any serious issue to fight for.Reality is We people in the third world afford less to get the highest quality and there is ofcousre there is …”দেশীয় কিছু বাটপার”
~~Sabbir
@salehein
আবারও বলছি স্যামসং যেটা বিক্রি করছে সেটা হলো SCH-M309 আর সিটিসেল যেটা দিচ্ছে সেটা SCH-F309 এখানেই গোলমাল।
আর নিম্ন আয়ের মানুষকে সিটিসেল মোবাইল নেটওয়ার্কের আওতায় আনতে পারছেনা। কারণ ভাওতাবাজি করে ১৩০০ টাকায় ওরা যেই মোবাইল বিক্রি করছে তা ৬ মাসের উপরে চলে না। সেটা গরীবের পাছায় বাঁশ হয়ে গেলোনা?
@Sabbir
Ya Bro, you got the point. 🙂
I went Citycell to buy a mobile of taka 1300, there I learn that it is actually 1500 taka with connection and I’ve to recharge 50 takas card to activate this hand sate. So the real price is 1550 taka. they are fooling us all.
@Nafis
Didn’t know about that dark side of the moon. LOL
বাপরে কি পোষ্ট! সবাই গরম। আসলে কাহিনী কি? সিটিসেলের সাইটে দেখলাম সেটের নাম দেয়া এবসুলুট সিডিএমএ। এই নামে কোন সেট পাইলাম না। salehein ভাই যে লিক্ন দিছে সেটার নাম MPOWER 309। কিন্তু সিটিসেল তাহলে কেন নাম বদলাইলো। আর নাম হইলো MPOWER 309 সেই নাম দিছে এবসুলুট! কে? বাংলাদেশের মানুষ কি এখনো মফিজ আছে নাকি। যেখানে ডিজিটাল বাংলাদেশের কথা বলা হচ্ছে সেখানে এই অবস্থা! এখন সবই ইন্টারনেট ভিত্তিক হচ্ছে। সিটিসেলের উচিৎ এর সাথে মূল কোম্পানির লিংক দেয়া। আর তৃতীয় বিশ্বের সবদেশই এখেনো অপদার্থ পাঠানোর স্থান। শুধু তো হেডফোনের উপর লেখা উল্টা কয়দিন পরে দেখবেন সেটের উপরের নামই নাই। 😉
@Omi Azad: আপনি যে গোলমালের কথা বলেছেন, সে ব্যাপারে সাব্বির ইতোমধ্যে অবহিত করেছে যে, এটি সাবকন্টিনেন্টের জন্য M309 এর ভার্সন। সাবকন্টিনেন্টের জন্যে আলাদা লো-কস্ট ভার্সন হওয়ার ব্যবসায়িক কারণ নিয়ে এত গবেষণা করার কারণ আমার কাছে পরিষ্কার নয়। বাজারে অজস্র সেট আছে, তার মাঝে থেকে আপনি আপনার পছন্দ মত সেটটা বেছে নিন না। নাকি মার্কেটের সব সেটই অত্যন্ত নিম্নমানের।
আর “৬ মাসের বেশী না চলা আর গরীবের পাছায় বাঁশ দেয়া” মন্তব্য করে আপনি আবারও প্রমাণ করলেন, “আপনি কথা বলেন যুক্তি নয়, আবেগ দিয়ে।” আমি নিজে সিটিসেলের ব্যবহারকারী নই। কিন্তু আমার একজন ঘনিষ্ঠ আত্মীয় সিটিসেলের ১৩০০/১৫০০ টাকার কমদামী সেট ব্যবহার করেন, যা ৭ মাসের ওপর নিশ্চিন্তে চলছে এবং চট করে নষ্ট হবে এমন কোন আশংকা নেই। শুধু তাই নয়, তাঁর অফিসের প্রত্যেককে অফিস থেকে সিটিসেলের মিসকিনের ১৩০০/১৫০০ টাকার সেট কিনে দেয়া হয়েছে, যার বেশীরভাগই ২ বছরের বেশী সময় চমতকার সার্ভিস দিয়েছে।
একটা কথা দিয়েই শেষ করি, সমালোচনায় বেশী সময় নষ্ট করেন না। আর যদি একান্তই করতে হয়, তাহলে যথাযথ তথ্য নিয়ে করুন। ফালতু আবেগপ্রবণ বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেন না। তার চেয়ে সাম্প্রতিক টেকনোলজি নিয়ে কিছু পোস্ট দিন। দেশের-দশের উপকার হোক।
“ঝড়ে বক পড়ে ফকিরের কেরামতি বড়ে”, ভাইয়া আপনার সেই ঘনিষ্ঠ আত্মীয় কতক্ষন কথা বলেন আমি জানিনা কিন্তু এটুকু জানি আমার মোবাইল সেটটি কেনার ২ মাস পর থেকে এটা নিয়ে বেশ ভেজালে আছি। ১০ মিনিট কথা বলা যায়না। ব্যটারি থাকেনা, কান শিককাবাব হয়ে যায়। ২ বার সার্ভিসে পাঠিযেও লাভ হয়নি।
এরা কি সার্ভিস দেয় ওরাই জানে।
@salehein
মনে হচ্ছে আপনি এদেরকে একটু বেশী পছন্দ করেন। আমিও কিন্তু একসময় এই অপারেটারের গ্রাহক ছিলাম, এখনো আমার বাসায় ২জন সিটিসেল ব্যবহার করে। আমার বৌ যে নোকিয়া চালাচ্ছে সেটাও ৫ বছরের মতন হলো সমস্যা নাই।
আর আবেগ নিয়েই তো মানুষ জাতি, আমরা এমন কিছু পছন্দ করিনা যেটা আবেগে আঘাত করে। হয়তো আপনিও একমত হবেন।
আমি কিন্তু সিটিসেলে’র ব্যবহারকারী। সিটিসেলের সব সেটে ব্যাটারী সমস্যা।জয় ভাইয়ের সাথে আমি একমত। যে সিটিসেল ব্যবহার করেনি সে জানে না। আমি সিটিসেলের মাত্র ৩বছরের ব্যবহারকারী। প্রথমে হুয়াওয়ে ডান্ডিওয়ালা দিয়া শুরু করে মাইয়াগো ফোল্ডিং সেট ব্যবহার করছি। আমি ২টা সেট চালাই জিএসএম (হারামীফোন ও সিট্টিসেল 😀 বর্তমানে সিট্টিসেলের হুয়াওয়ে সি ২৬০৫ ব্যবহার করি। আমার বন্ধু গিফট করছে। মনে হয় কিনেছিল ১৮০০টাকা দিয়ে। টানা ৫দিন সেটে চার্জ থাকে কথা বলা সহ।
অমি ভাই ঠিক আছে। আসলে আপনি আমি কেউ ভুল ধরায় না। আর একজন ভুল ধরলেই…. যত দোষ নন্দ ঘোষ। আমরা বাঙালী ….. হারামী’র জাত। জ্ঞাতী ভাইরে বাশ দিতে একটুও ভুল করি না।
যাই হোক……
সিটিসেল এই আমাদের ৩টাকা কল রেটের দুর্দীনে .৯৮ (ভ্যাট যোগ করুন ১.১৪) সহ সিটি টু সেল .২৫ (ভ্যাট .২৯) পয়সায় কথা বলতে পারছি।
অমি ভাইতো সিটিসেলের মাত্র একটা যোচ্চরি ধরাইছে। আপনারাতো অন্য কারোটা ধরান নাই….. পারলে কিছু করে দেখান।
বুঝলাম না এতো চুলকায় ক্যান আপনাদের!!!!
@Fahim Murshed
আমার বৌ-এর নোকিয়ায় কিন্তু ব্যাটারী সমস্যা নাই। মিসকিন মার্কা সেটে হয়তো সমস্যা আছে।
🙁
আপনার বৌ আছে……
বৌয়ে’র একটা সেটও আছে…..
তার ছোট বাবুও আছে………….
———————————-
আমারতো কিছু নাই… ল্যাপটপ নাই, পিসি নাই, বৌ’তো নাইই…. ছোট বাবুতো স্বপ্ন….
কবে যে হইবে……
—————————————————–
kidding…. 😀
to every one who’s so concerned-
visit this page
http://www.samsungcdma.in/samsung-mpower-309.aspx
apni jodi khuje na pan tahole bujhte parlam apnar net ghataghatir shobhab nei. r set er model number TATA indicom dei na, SAMSUNG dei.
apni cellphone bebohar kora chere den.
O…apni microsoft certified, keno UNIX bhoy lage, na mathai oto mal nai?
o…apnar ekta bou o ache…doakorum jeno apnar gadhamir thelai bhege nai jai.
অমি ভাই
আপনার ব্লগের পাঠকদের দলে তো বোকাচোদাদের ভীড় দেখতেছি। Boss, IT consultant শালারা তো দেখি পুরা বোকাচোদা (পা থেকে মাথা পর্যন্ত)।
শালারা M309 আর F309 এর পার্থক্য বুঝে না? যেটা যেই ভার্সনই হোক, হেডফোনের উল্টা লেখাই প্রমাণ করে যে সেটটা জালি। স্যামসং সেটটা বানালেও তো কোনোদিন উল্টা করে নাম লিখবেনা।
সিট্টিসেল জালি সেট বানায় আনছে দেখেইতো মডেল নম্বর লেখার সৎ সাহস নাই শালাদের। উচিৎ কথা বল্লে সবার লাগে দেখি।
@জামাই
সহমত পোশন করছি। যে কঠিন কথা বলে সবাই তার পিছে!
আসলে ওনাদের পুরানা চুলকানোর স্বভাব। চুলকানী যে এত….. কখন কি বলবে…. বুঝেনা। বোকা**** পাবলিক।
[ BOSS, assistant consultant ]
আপনাদের যদি কুত্তায় **** করে জন্ম না দিয়ে থাকে / রাস্তায় যদি জন্ম না হয়ে থাকে / যদি কোন বাপের সন্তান হয়ে থাকেন…. তাহলে নামটা ও ই-মেইল এড্রেস সঠিক লিখে কমেন্ট করবেন।
আর যদি তা নাইই পারেন… তাহলে….. চুলকানির অভ্যাস আছেতো… বসে বসে চুলকাতে থাকেন….. কিন্তু আউল ফাউল কথা পোষ্ট করবেন না……
এই সেটটিকে মার্কেটে আনা হয়েছে ভাওতাবাজির জন্য তা এর মূল্য দেখলেই বোঝা যায়। এ ধরনের কনফিগারেশনের নোকিয়ার একটি সেটের দাম বর্তমানে ৫৫০০-৬৫০০ টাকা রেঞ্জেই পাওয়া যায় যেমন-নোকিয়া ৩৩১০। এর অর্থ হচ্ছে কিছু্দিন পরই দেখবেন সিটিসেল সবাইকে অংক কষাবে মানে – উদাহরনস্বরূপ ৬০০০ টাকায় সেট কিনে ৩০০০ টাকা ফ্রি টক টাইম = লাভ ৪০০০ টাকা। এই আর কি? গাধা বানানোর কি চমৎকার ফর্মূলা।
আরে ভাই এর থেকে কম দামে মানসম্মত নোকিয়া সেট-ই কিনব। এই ফালতু সিডিএমএ সেট কিনব কোন দুঃখে যার নাকি আবার স্টিকার মারা উল্টো করে। তাও আবার স্যামসাং এর।
উচিৎ কথা বললে চুঁচির মধ্যে হাত পড়ে যায়। এমন একটা প্রবাদ কোথায় যেন শুনেছিলাম। এখন দেখি সত্যই তো তাই! অমি ভাই, আপনি উচিত কথা বলে যান, যে যাই বলুক। আমরা তো জানি…
ভাই আমি আগেই বলে রাখি আমার নাম রাজু, scorpio আমার পছন্দের নাম, প্লিজ মাইন্ড কইরেন না।
BOSS, assistant consultant এদের কথা বাদ দেন, এরা চিটিংসেলের ভেতরের কেউ হতে পারে। অমি ভাইয়ের কথা ঠিক। তবে আমি কিছু কথা যোগ করতে চাই যদিও এটা সবাই জানে। citycell আমাদের দেশে তাদের ব্যবসাটা চিটিং দিয়ে শুরু করলেও, এরাই কিন্তু আমাদের সবচেয়ে কম খরচে কথা বলার সুযোগটা করে দিয়েছে, অতএব এই দিক দিয়ে এরা ধন্যবাদ পেতে পারে। যদিও ১৩০০ টাকার কথা বলে ১৫০০ টাকা নিচ্ছে, তারপরেও আমাদের গরীব লোকেরা একটু কথা তো বলছে। কিন্তু হ্যা, device quality জঘন্য। কিন্তু আমি যখনই ওদের কাছে ভালো device এর জন্য ফোন করেছি, ওরা বলে- “customer চাইলে আমরা ভালো জিনিস অবইশ্যই আনবো”। আমি বুঝলামনা, customer যে চাইতেছে, এটা ওদের বুঝাতে হবে কিভাবে? ওদের ভন্ডামিটা একটু কমানো দরকার। এব্যপারে BOSS এর assistant consultant মন্তব্য কি?
আর একটা কথা, অমি ভাই,ছোট মুখে বড় কথা হয়ে যায়, মাফ করবেন। কিন্তু আমার পাশের একজন স্বল্প আয়ের মানুষ যে সেট ব্যবহার করবে, সেটা আমি ব্যবহার করতে পারবোনা, এধরনের মানসিকতাটা মনেহয় ঠিকনা।
সবশেষে, আপনার পোষ্ট সবসময়ই সুন্দর হয়। এটাও ব্যতিক্রম নয়। ভালো লাগলো, ধন্যবাদ। আরও লিখবেন। বিশেষ করে আমাদের নবাগত wimax নিয়ে আপনার লেখা আমি আশা করছি।
ধন্যবাদ রাজু ভাই….
আপনাকে মুবারকবাদ জানাচ্ছি….
ধন্যবাদ রাজু ভাই সহমত পোষন করছি আপনার সাথে। আর WiMAX নিয়ে পোষ্ট এর আপেক্ষায় রইলাম।
আরে, ওয়াইম্যাক্স কোথায় আইলো? ঐ খানকির পোলা বাংলাচুদির মার পাছা দিয়ে ডান্ডা ভইরা দিমু হারামীর বাচ্চারা ৭/৮ মাস ধরে হুল্লাবিলা করতেছে মাগার চুদির পুতগুলার আর কুনো খবর নাই। মাগীর পোলাগুলার লাদির মইদ্দ্যে ওয়াই-মেক্সীর টাওয়ার ভইরা দেয়া উচিৎ! কুত্তাচুদির ভইনগুলার জন্য ৩জির লাইছেন্সও পাইতেছিনা আমাগো ছিটিচোদা গ্রামীণবেশ্যা আবুলচোদাখায়েরটেল বাংলাল্যাওড়া আর ভোদারিদ দের গরুপ!
Un like GSM, in CDMA, you need to configure the handset to work with CDMA network. Where as for GSM you might reset system OS called IOS/System OS by reinstalling it, which is very usual to us. For each CDMA device, Manufacturar have to pay some money to QUALCOMM for CDMA chiepset firmware. Both in GSM and CDMA most brand companies like to rename the original hand set with their companies. Like Tata Indicom, CityCell, Reliance. Because the extra Application/ Features they want to include in it to get customer. I have searched the websites regarding the battery charge problem. After googling its clear to me that charge problem could be happen not only for battery but also for network. Even some time you will get echo(I had), its not happend always. Then I day i discover it happens when I hold the phone very near to my ear. Its a bad thing I don’t support. But the good thing is the voice clearity that is 60-70% better than GSM. I have tested several sets like huawei, alkatel, samsung. Best set I found is samsung and worst one was alkatel.
Nokia GSM handset that I last used was excellent to me until it dropped from hand. When I go for repair I found that the mother board is not the original one.
So whome you blem?
I agree that GSM local market is big in our county but did u know how many subscriber is there in total market?
Its quite visible if you go down:
every 100 person 45 have only the GP.
every 100 person 55 have GP along with BL/Aktel.
every 100 person 21 have GP along with CityCell.
every 100 person 10 have GP along with TeleTalk.
every 100 person 6 have GP along with Warid.
every 100 person 60 have CityCell along with BL/Aktel/GP/Teletalk.
Think about it…. Set does matter but when you think about the call rate….ITS matter more than that…
Take care and LOL
Vo*****a, আপনি তো ছ্যাড়াব্যাড়া করে দিলেন। আপনার কথা সত্যি, কিন্তু style টা আপত্তিকর রে ভাই।
হ্যা আমিও wimax এর ব্যপারটায় একটু সন্দিহান। আমি শুনেছি wimax এ কম করে হলেও 1 Mbps speed হবে। কিন্তু Banglalion এর website এ দেখলাম 128 kbps speed দেবে। যার মানে দাঁড়ায় 16 KBps. কিন্তু আমিতো EDGE থেকেই 28 KBps পাচ্ছি। তাহলে ওদের পা ধরার দরকার কি?
আমি জানতাম- CDMA এর speed EDGE এর চাইতেও ভালো হয়। কিন্তু এখানে দেখি উল্টা, আমি কিছুদিন ZOOM ব্যবহার করেছি, এর speed ভীষন ওঠা-নামা করে। বুঝলাম না!
আমি GP এর কাছে কদিন আগে জানতে চাইছিলাম যে 3G এর ব্যপারে আপনাদের কোন উদ্যোগ আছে কিনা। ওরা আমাকে আশাবাদী করলো, ওদের সব কিছু তৈরী আছে, শুধু সরকারের অনুমতি হলেই ওরা চালু করবে। কিন্তু citycell কে জিজ্ঞেস করলে ওরা কিছুই বলতে পারলোনা। এদের মনে হয় কোন ভবিষ্যত চিন্তাও নাই। আবার শুন্তেছি c2c ২৫ পয়সা থেকে ৫০ পয়সা করবে। এই ২৫ এর জন্যই ওদের এখন একটু কদর বাড়ছে, ৫০ করলে ওদের অবস্থা কি হবে, তার কোন আন্দাজ আছে ওদের?
তবে আমার ব্যক্তিগত একটা ধারনা বলে রাখি- আমার মনে হয় টেলিটক 3G এর ক্ষমতা না পাওয়া পর্যন্ত কাওকে 3g এর permission দেওয়া হবে না। যদিও এটা আমার তুচ্ছ ধারনা মাত্র। আমি জানি না কি হবে। দেখাই যাক।
অমি ভাই, একটা অনুরোধ, সেন্সর বোর্ড টা একটু কড়া করেন।
রাজু ভাই। ওয়াইম্যাক্স এবং ত্রিজি জাই আসুক এর আসল শুবিধা পেতে পেতে আমরা হয়তো বুড়ো হয়ে যাবো। তার উপর সরকার আছেনা। বাংলাদেশের মানুষ এত ইন্টারনেট নিয়ে কিকরে তার উপর আবার জরিপ শুরু হবে। 😀
The important and duly answer
shitycell kinbona thik ase, tai boli ki tomar windows kinbo? bainchot, tumi microsofter dalal.
আমার তো মনে হয় না এই Article এ কোথাও CITYCELL কিনতে নিষেধ করা হইছে! তাইলে এধরনের মন্তব্যের কি দরকার? এখানে শুধু আমাদের দেশের মোবাইল অপারেটরদের নৈতিক সমস্যা গুলোর কথা আলোচিত হচ্ছে। আর সেটা শুধু CITYCELL না, আপনি অন্য Article দেখেন, সেখানে অন্য অপারেটরদেরও বলা হইছে।
আর আরেকটা কথা হলো, এখনও পর্যন্ত CITYCELL নিয়ে যত কথাই হোক, আমি নতুন কোন connection নিতে গেলে প্রথম CITYCELL এর কথাই ভাববো। কারন এটা আমাদের দেশে সবচেয়ে আধুনিক টেকনোলোজির মোবাইল অপারেটর, এখনো পর্যন্ত কম রেটে কথা বলার জন্য সুন্দর connection, এবং আমার জীবনের প্রথম connection (এখনও পর্যন্ত) CITYCELL। তাই বলে যে আমি এর দোষ-ত্রুটি ধরতে পারবোনা, তা তো হয়না।
@ EL BASTERDO,
আপনি এত সাধু হইলেন কেন? কম্পিউটারে হাতেখড়িতো আপনার উইন্ডোজ দিয়েই…. আর মাইক্রোসফট আপনার কি এমন ক্ষতি করল!!!! গ্যাতি ভাইদের দালাল বলেন….
(অযথা মন্তব্য করবেন না)
ধন্যবাদ..
স্কর্পিও ভাই, কিছু মনে লইয়েন না। ঐ চুদিরপু…. আই মীন গ্রামীণের পি৫/পি৬ মাদারচো… মানে প্যাকেজ চালু করবার পর থেইকাই লাইন স্পীড এমুন নাইমা গেছে যে মেজাজ টং এমন হইছে যে রুবাবা খানক… ইয়ে উনারে পাইলে রাস্তায় ফালাইয়া গোয়া… মানে ইয়ে ঢুকাইয়া দিতাম।
ছিটিচো… মানে সিটিসেল যদি ৫১২ কেবি স্পীড দিতে পারে তাইলে মাংগীর পো… গ্রামীণ কেন ৩০০-৪০০ কেবি স্পীড দিতে পারবেনা?
মাথাতা এক্কেরে আগুণ হইয়া আছে ভাই, তাই একটু মুখ খারাপ কইরা ফেলাইছি। কিচ্ছু মাইন্ডে লইয়েন না। আর লইলেই বা কি, আমি কারো ধার ধারি নাকি?
vai je jai bole ami bolbo “Citycell faltu It’s simple”
প্রথমে কোর বক্তব্য দিয়ে নিই – একটা ব্যাপার অমি সহ সবাই মিস করেছেন। সেটা হল স্যামসাং এর মোবাইলে সিটিসেলের লোগো! অমির দেয়া ছবিটা আবার দেখুন – ডিসপ্লের নিচের অংশ !
এখন কথাটা হল যে মোবাইলটা m 309 ই হোক আর f 309 ই হোক, কোনটাতেই কিন্তু সিটিসেলের লোগো দেয়া নেই।
M 309 এর ছবি – http://www.samsungcdma.in/samsung-mpower-309.aspx
F 309 এর ছবি – http://shopping.rediff.com/product/electronics/samsung-mpower-f09-cdma-tata-reliance-virgin-ready-1yr-warranty/10368930
এ থেকে এটা তো পরিস্কার যে ফোনটা সিটিসেলের জন্য কাস্টোমাইজ করা – যে বানিয়ে থাকুক আর যেখানেই বানিয়ে থাকুক না কেন। সুতরাং অমি যে ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন তা একেবারে উড়িয়ে দেয়া যায়না। লক্ষ্য করুন – রেডিফের ৬৪৯৯ রুপি মানে কিন্তু বাংলাদেশী টাকায় ফোনটার দাম হওয়ার কথা প্রায় ৯৫০০ টাকা (ইয়াহু ফাইন্যান্স, জুন ১১, ২০০৯ অনু্যায়ী)।
প্রাসঙ্গিক আরো কিছু কথা –
মোবাইল ফোন সেটের আলোচনায় ফকির মিসকিনের কথা তুলে আমি তার মূল বক্তব্যকে দুর্বল করে ফেলেছেন। পান দোকানদার থেকে শুরু করে ভার্সিটির টিচার পর্যন্ত অনেকেই নোকিয়া ১১০০ ব্যবহার করে। তার মনে এই না যে “ফকির মিসকিন” লেভেলের কেউ ব্যবহার করে বলেই নোকিয়া ১১০০ ব্যবহার করা যাবেনা। যাইহোক মেয়েরা এসব ব্যাপারে একটু চুজি হয় বলে হয়তো আপনার বউ ZTE C332 নিতে চাননি। কিন্তু সেই ঘটানা এই লেখায় আনাটা অযথার্থ।
assistant consultant আর Boss নামের মন্তব্যকারী খুব সম্ভবত সিটিসেলের কেউ বা অমিকে ব্যক্তিগতভাবে অপছন্দ করে এমন কেউ। তাদের আক্রোশপূর্ণ এরকম ভাষা স্বাভাবিক নয়। assistant consultant নিজের আসল নামে না লিখলেও অমি তো নিজের নামেই লেখেন। অমির উচিত ছিলো নিজের ভাষা সংযত রাখা।
Boss নামের মন্তব্যকারী অমিকে “পিন” দিয়েছেন – “O…apni microsoft certified, keno UNIX bhoy lage, na mathai oto mal nai?”
কি অদ্ভুত মানসিকতা! ঠিক এভাবে যদি বলা যায় যে বাংলা বর্ণমালা ব্যবহার করে বাংলা লিখতে তার ভয় লাগে বা পিসিতে বাংলা ইনপুট মেথড সেটাপ করার মত অতটা মাল তার মাথায় নেই!!!
“নাম জানাতে চাইনা ” কে ধন্যবাদ।
এখানে এত গালাগালি করার মত কিছু হয়েছে বলে মনে হয়না। অমি ভাই নিজেও এতে শামিল হয়ে নিজের মান সম্মান নিজেই ডুবিয়েছেন। ভাষার ব্যাপারে সবাইকে সতর্ক হতে অনুরোধ করছি।
citycell sucks.. i agree.. oder kaaj erokom hote pare..
tobe ei dhoroner manush o sucks jara “Made in China” dekhlei jinishke nokol mone kore..
no offence to anyone..
ভাই, আমি ২০০৪ সালে সর্বপ্রথম একটা GSM সেট কিনি। তারপর তা চুরি হইয়া যায়। আমি এরপর সিটিসেলের একটা মটোরলার প্যকেজ সেট কিনি যার মূল্যমান ৪৪৯৯ টাকা। এরপর কিছুদিন ওই সেট ব্যবহার করার পর ওই সেট টা নস্ট হয়ে যায়। আমার বেশ কয়েকদফায় সার্ভিসিং করাই। এতে আমার অনেক টাকা খরচ হয়ে যায়। এরপর একদিন সেট টি স্থায়ীভাবে নস্ট হয়ে গেলে আমি মোবাইল ব্যবহার করা বাদ দেই। এভাবে অনেকদিন মোবাইল ছাড়া চলেছি। এরপর একসময় সিটিসেলের আরেকটা সেট কিনি যখন তারা রাত ১১ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত ফ্রী কল করার সুবিধা দেয়। শুধু আমি না আমার কলেজ লাইফের এক বান্ধবী ও একটা সিটিসেল কিনে। আমরা কথা বলতাম অনেক অনেক বেশি। কিন্তু অল্প কিছুদিন পরে যথারীতি আমি কানে কম শুনা শুরু করলাম। শুধু আমি না আমার বান্ধবীও। অহ আর একটা কথা এরই মধ্যে আর কয়েকবার সেটটা নষ্ট হয়ে যায়। সার্ভিসিং করাইতাম। শুধু ফ্রী ফ্রী কথা বলার জন্য। দেখা গেল আমার কথা বলার জন্য আমাকে মোবাইলে কার্ড রিচার্জ করার পরিবর্তে ১৫ দিন পরপর মোবাইল সার্ভিসিং করানো লাগত। তাই সেটটা ফেলে আরো একটা সেট কিনে ফেলি মাত্র ১০৭৫ টাকায় ZTE, রিম ছাড়া। অল্প কিছুদিন ব্যবহার করে সেট টা যখন নস্ট হয়ে যায়, তখন আমি রাগ করে সেটটা ফেলে দিয়ে আমি নকিয়ার একটি GSM সেট কিনি। এখনো তাই চলছে। আমার বান্ধবীও GSM সেট অনেক আগেই কিনেছে। এখন বেশ ভালোই চলছে। অহ আরেকটা কথা সিটিসেলের সেটে চার্জ থকেনা, এটা একদম সত্যি। যাইহোক আমি সিটিসেলের একজন ভুক্তভোগী। আমি যে এর থেকে রেহাই পেয়েছি,এ জন্য আমি অনেক খুশি। অনেক কথাই বলা হল না ভুল হলে ক্ষমা করবেন।
Dominion BD Technology said:
ভাই কোথায় ক্লিক করব?