শাকিলা জাফর আর তপন চৌধুরী কে নিয়ে গানের অনুরোধের আসর চলছে, বিজ্ঞাপণ বিরতির পরে অনুষ্ঠানের ফিরে আসার সাথে সাথে পরিচালক উপস্থাপিকার চুলের নীচে লুকানো এয়ারফোনের মধ্যে ৬ বছর পুর্তির ঘোষণা দেবার নির্দেশ দিলেন। ঘোষণা শেষ হলো, শাকিলা জাফর আর তপন চৌধুরী Happy Birth Day গান করলেন এবং তার পরে একটা এনিমেশন এলো ৬ বছর পুর্তি উপলক্ষ্যে।

ঐ এনিমেশনে দেখানো হলো যে এক ব্যক্তি এন্টিনা হাতে নিয়ে একটা গাধার পিঠে বসে গাধার সামনে একটা টেলিভিশন ধরে আছে (গাধার সামনে মূলা ধরার মতন করে) আর সেটা অনুসরণ করে গাধা এগিয়ে যাচ্ছে।

এর অর্থ এই যে আমরা সবাই সেই গাধা আর পিঠের সেই বাহক হলো এনটিভি’র কলাকুশলীরা। এনিমেশনের সাথে কি সুন্দর সব মিলে যায় এই চ্যানেল এবং দর্শকের সম্পর্ক। গাধার সামনে মূলা ঝুলানোর মতন করে যেমন এনটিভি প্রদর্শিত হচ্ছে, ঠিক তেমনি আমাদের সামনে ভালো অনুষ্ঠান দেখাবার নাম করে (বা অনুষ্ঠানের সৌজন্যে বলা যেতে পারে) বিজ্ঞাপণ প্রচার করে যাচ্ছে। তারা যে আমাদের গাধা বানাতে সার্থক হয়েছে সেটা ঐ এনিমেশন দিয়ে প্রমাণ করলো!

হায় এনটিভি’র দর্শক, আমরা সবাই গাধা!