Tags

, , , , ,

এইতো কিছুদিন হলো মোজিলা ফায়ারফক্স ৩.৫ সংস্করণ বের হয়েছে। আমাদের মধ্যে অনেকে ব্যবহারও শুরু করে দিয়েছে আবার যারা অনেক এড-অন ব্যবহার করে, তারা ৩.৫-এ উন্নিত করেনি, কারণ এখনো বহু এড-অন ৩.৫ সমর্থন করছেনা।

যাই হোক ৩.৫ সংস্করণ বের করেই কিন্তু মোজিলার ডেভলপাররা বসে নাই। তারা কাজ করেই যাচ্ছে এবং তাদের পরবর্তী সংস্করণ হলো ৩.৭। এই ৩.৭ নিয়ে ইতিমধ্যে অনেক গুণকীর্তন শুরু হয়ে গিয়েছে ফায়ারফক্স ব্যবহারকারীদের মধ্যে, আমারও মনে হলো একটু দেখি হাতিয়ে কি এমন জিনিস বানাচ্ছে! উইন্ডোসে ইনস্টল করে তো চোখ ধাঁধা লেগে গেলো। ইন্টারফেইস অনেক ঝাকানাকা করেছে উইন্ডোসের এরো এপিআই ব্যবহার করে।

  • এমব্রাসিং গ্লাস (Embracing Glass) ইফেক্টের বদৌলতে টুলবার আর ট্যাবগুলি কাঁচের ইফেক্ট দিচ্ছে। বাটনগুলি চক্‌চকা এবং ঝিলিক্ দিচ্ছে, যেটা দেখে একটা থ্রিডি ইফেক্ট পাওয়া যায়।
  • সেই পুরাতন মেন্যুবার আর থাকছেনা।
  • পেইজ বোতাম যোগ করা হয়েছে ট্যাবের বাম দিকে, যা সরাসরি পেইজের সাথে সম্পৃক্ত।
  • কিছুটা গুগল্ ক্রোমের মতন টুলস্/বুকমার্ক বার যোগ করা হয়েছে ডান দিকে।

গুগল্ ক্রোমে অবশ্য এরকম ইন্টারফেইস শুরু থেকেই ছিলো, তবে ফায়ারফক্সের এরকম চেহারা সত্যই আমাকে চমকে দিয়েছে। তবে এই ইফেক্টগুলি এরো ইফেক্ট সম্বলিত উইন্ডোস ভিস্তা আর সেভেনে দেখা যাবে। এরো বন্ধ করে দিলে দেখা যাবে এরকম:

আর উইন্ডোস এক্সপিতে এর চেহারা হবে এরকম:

Click to see larger size

ম্যাক ওএস আর লিনাক্সে কি হবে তা আপাতত আমি জানিনা।