এইতো কিছুদিন হলো মোজিলা ফায়ারফক্স ৩.৫ সংস্করণ বের হয়েছে। আমাদের মধ্যে অনেকে ব্যবহারও শুরু করে দিয়েছে আবার যারা অনেক এড-অন ব্যবহার করে, তারা ৩.৫-এ উন্নিত করেনি, কারণ এখনো বহু এড-অন ৩.৫ সমর্থন করছেনা।
যাই হোক ৩.৫ সংস্করণ বের করেই কিন্তু মোজিলার ডেভলপাররা বসে নাই। তারা কাজ করেই যাচ্ছে এবং তাদের পরবর্তী সংস্করণ হলো ৩.৭। এই ৩.৭ নিয়ে ইতিমধ্যে অনেক গুণকীর্তন শুরু হয়ে গিয়েছে ফায়ারফক্স ব্যবহারকারীদের মধ্যে, আমারও মনে হলো একটু দেখি হাতিয়ে কি এমন জিনিস বানাচ্ছে! উইন্ডোসে ইনস্টল করে তো চোখ ধাঁধা লেগে গেলো। ইন্টারফেইস অনেক ঝাকানাকা করেছে উইন্ডোসের এরো এপিআই ব্যবহার করে।
- এমব্রাসিং গ্লাস (Embracing Glass) ইফেক্টের বদৌলতে টুলবার আর ট্যাবগুলি কাঁচের ইফেক্ট দিচ্ছে। বাটনগুলি চক্চকা এবং ঝিলিক্ দিচ্ছে, যেটা দেখে একটা থ্রিডি ইফেক্ট পাওয়া যায়।
- সেই পুরাতন মেন্যুবার আর থাকছেনা।
- পেইজ বোতাম যোগ করা হয়েছে ট্যাবের বাম দিকে, যা সরাসরি পেইজের সাথে সম্পৃক্ত।
- কিছুটা গুগল্ ক্রোমের মতন টুলস্/বুকমার্ক বার যোগ করা হয়েছে ডান দিকে।
গুগল্ ক্রোমে অবশ্য এরকম ইন্টারফেইস শুরু থেকেই ছিলো, তবে ফায়ারফক্সের এরকম চেহারা সত্যই আমাকে চমকে দিয়েছে। তবে এই ইফেক্টগুলি এরো ইফেক্ট সম্বলিত উইন্ডোস ভিস্তা আর সেভেনে দেখা যাবে। এরো বন্ধ করে দিলে দেখা যাবে এরকম:
আর উইন্ডোস এক্সপিতে এর চেহারা হবে এরকম:
ম্যাক ওএস আর লিনাক্সে কি হবে তা আপাতত আমি জানিনা।
Pingback: Micro Reality Bites
আমার ভিস্তা, সেভেন কিছুই নাই, টেনশনও নাই 🙂
“ম্যাক ওএস আর লিনাক্সে কি হবে তা আপাতত আমি জানিনা।….”
ম্যাকে কেমন হবে সেটা বাংলাদেশের আবহাওয়ার সংবাদের মতো করে বলা যায়। যেমন …এটার ম্যাক ভার্সনের চেহার ভিস্তার মতো কিংবা এক্সপির মতো হতে পারে। এমনকি পুরাপুরি ভিন্ন হতে পারে বলেও ধারনা করা হচ্ছে।
😀
দারুন খবর, তবে ৩.৭ এর টেষ্ট লিংকটা পেলে একটু ঘেঁটে দেখতাম এই আর কি
@সুমিত
আর কত ঘাঁটা ঘাঁটি করবে?
http://ftp.mozilla.org দেখে খুঁড়ে বের করো। 🙂
চেহারা তো ভালই লাগলো। কিন্তু পারফরমেন্স কেমন হবে?
looks very cool but all that glitters is not gold.
anyway Firefox is the best and fastest browser no doubt:)
ভালইতো….
আমার উইন ৭ (অমি ভাই নিজ হাতে প্রদত্ত), উইন এক্সপি (চোরাই), উবুন্টু (উবুন্টু.কম থেকে ডাউনলোডকৃত) সবটাই আছে…..
সবটাই ঘাটতে পারবো ইনশাল্লাহ…. আর http://ftp.mozilla.org একটু ঘেটে দেখি.. কেচোঁ খুড়তে অজগড় পাই কিনা….
ধন্যবাদ অমি ভাইয়া…..
ওমি ভাই আমি আমার ্বেব সাইড এ একটা পরোবলেম ফেস করছি।
মোজিলাটে আমার হেডার ইমেজ টি আসে কিনতু ইনটেরনেট এক্সপলোরার এ আসে না তাছারা আমার মাইল লিংক ও ইনটারনেট এক্সপলোরার ঠেকে এক্সেস কোরটে পারছিনা। একটু দেখবেন দয়া করে?
http//clothmartbd.com
অনেক ঘাটাঘাটি করেও পেলাম না, যা পেলাম তা হল minefield or firefox 3.6 pre alpha version,তবে এই থিমটা এখন মজিলার বর্তমান সংস্করনের জন্য কিছু কিছু জায়গাতে পাওয়া যাচ্ছে। অমি ভাই,আপনি কিভাবে পেলেন, সম্ভব হলে ডাউনলোড লিঙ্কটা দেন, তবে
As of today’s build you can download that from: http://tr.im/firefox3_7a1pre Use your head man!
পেলাম না।আপনি শেয়ার করেন।
Already shared the link. Read well. 🙂
firefox 3.7 still don’t have the interface you mentioned…. it will be version 4.0 projected on 2010 q2… thank you.
Try this addon: https://addons.mozilla.org/en-US/firefox/addon/12951 Hope you got a new look now 🙂
থিম ব্যবহারে পারফরমেন্স কমবেই।