Tags
মাইক্রোসফট কমিউনিটি আগামী ২৩ অক্টোবর ২০০৯ থেকে শুরু করে ৩০ অক্টোবর ২০০৯ তারিখ পর্যন্ত উইন্ডোস সেভেনের শুভমুক্তি উপলক্ষে বিভিন্ন বিষয়ের উপরে ওয়েবকাস্টের আয়োজন করেছে।
উইন্ডোস সেভেন ব্যবহারকারীরা এই ওয়েবকাস্টে অংশগ্রহন করতে পারবেন। মাইক্রোসফট কমিউনিটির সদস্যরা বিভিন্ন বিষয়ের উপরে ভিন্ন ভিন্ন সময়ে ওয়েবকাস্ট পরিচালনা করবেন। আলেচ্য বিষয়গুলি ও কিভাবে অংশগ্রহণ করতে হবে, তা জানতে চলে যান এই লিঙ্কে। এই ওয়েবকাস্টগুলিতে অংশগ্রহণ করে যেমন অনেক অজানা বিষয় জানা যাবে, তেমনি অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে এক্সপার্টদের কাছ থেকে।
তাহলে দেখা হবে ওয়েবকাস্টে 🙂
Pingback: Micro Reality Bites
আমি উইন্ডোজ সেভেন ডাউনলোড করে সেটার কী ও সংগ্রহ করেছিলাম। এখন আমার কাছে আমার কী টা রয়েগেছে কিন্তু ডিভিডি টা হারায়ে ফেলেছি। আমি যদি অন্য কারো ডিভিডি নিয়ে আমার কী ব্যবহার করি তাহলে কি বৈধ হবে।
সেটা বৈধ হবে।
আমার জানামতে একই কী যতখুশী ব্যবহার করা যায়। এবং এটা বৈধ।
Pingback: Pianos