Tags
উইন্ডোজ, এন্টিভাইরাস, ডিফেন্ডার, ফিশিং, ভাইরাস, মলওয়্যার, মাইক্রোসফট, সিকিউরিটি, স্পাইওয়্যার
উইন্ডোস ব্যবহারকারীদের ভাইরাস নিয়ে আমাদের একটা যন্ত্রণা রয়েই গ্যাছে। আর সেই যন্ত্রণা আরও বেড়ে যায় যখন নামকরা এন্টিভাইরাসগুলি কাজ করে না।
আমি লেখা নিয়ে এগিয়ে যাবার আগে কয়েকটা কথা বলে রাখতে চাই। আমরা যারা উইন্ডোসকে বিভিন্নভাবে গালিগালাজ করি ভাইরাসের যন্ত্রনায় ত্যাক্ত হয়ে, তাদের একটা কথা মাথায় রাখতে হবে যে আপনারা সবাই কম বেশী উইন্ডোস এক্সপি ব্যবহার করছেন যা কি-না প্রায় ৮-৯ বছর পুরাতন একটি অপারেটিং সিস্টেম এবং এদের বেশীরভাগ ব্যবহারকারীই উইন্ডোস আপডেট ব্যবহার করেননা বিভিন্ন কারণে। একটা কথা মেনে নিন, যে মাইক্রোসফট যখন বোঝে যে তাদের কোনো সমস্যা আছে, তখন সেটা তারা ঠিক করে ফেলে, আমরা যদি সেই সমাধানটা উইন্ডোস আপডেটের মাধ্যমে গ্রহণ না করি, তাহলে গালি দিয়ে লাভ আছে? ৮-৯ বছর আগের অপারেটিং সিস্টেম তো জানেনা এখনকার প্রোগ্রামাররা কত পটু 🙂 এমনকি আপনি যে নতুন “কোর” মার্কা প্রোসেসরগুলি ব্যবহার করছেন, এক্সপি কিন্তু সেটিকেও ঠিকমতন ব্যবহার করতে জানেনা। তাই পরামর্শ দিচ্ছি এখন সময় নতুন অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোস ভিস্তা বা উইন্ডোস সেভেন গ্রহণ করার।
যাই হোক, মূল বিষয়ে ফিরে যাই। উইন্ডোস ভিস্তার সাথে মাইক্রোসফট দিয়েছিলো উইন্ডোস ডিফেন্ডার। যা স্পাইওয়্যার ধরার জন্য ভালো একটি সমাধান ছিলো। এবার এক ধাপ এগিয়ে ভাইরাস ও সেরকম যে-কোনো সমস্যার প্রতিবন্ধক হিসেবে নিয়ে এসেছে মাইক্রোসফট সিকিউরিটি এসেনসিয়ালস্। চমৎকার একটি সফটওয়্যার বানিয়েছে এবার মাইক্রোসফট। একদম হালকা, রিয়েলটাইম প্রটেকশন, প্রতিদিন আপডেট। হালকা বলতে আমি বোঝাচ্ছি অনেক এন্টিভাইরাস আছে যেগুলি মেশিনের সর্বচ্চ মেমরি গ্রহণ করে বসে আছে, স্বাভাবিকভাবে কম্পিউটার চালাতেই ঝামেলা হচ্ছে আপনার। এটা সেরকম না, অনেক ক্ষেত্রে ব্যবহারকারী বুঝতেই পারবেন না যে একটা এন্টিভাইরাস চালো আছে। শুধু তাই না, কোনো কারণে এটা যদি আপনার ভাইরাস ধরতে না পারে বা আপনি একটি ফাইলকে ভাইরাস হিসেবে ধারণা করছেন, তাহলে টেকনেট গ্রুপে জানিয়ে দিন, ওরা দ্রুত আপনার সমস্যার সমাধান করে আপডেটে যুক্ত করে ফেলবে।
অনেকেই জানতে চাইতে পারেন যে এতই যদি ভালো কিছু হবে, তাহলে উইন্ডোসের সাথে বিনামূ্ল্যে আসলোনা কেনো। উইন্ডোসের সাথে বিনামূল্যে জিনাসপত্র দিতে গিয়ে মাইক্রোসফটকে বহু ঝামেলা পোহাতে হয়েছে অতীতে। যেমন উইন্ডোস ডিফেন্ডার ভিস্তার সাথে এসেছিলো বিনামূল্যে আর সেজন্য ইউরোপীয় উইনিয়নের কাছে আইনি সমস্যায় জড়াতে হয়েছে এবং জরিমানা দিতে হয়েছে অনেক টাকা। সেই ঝামেলা এবার আর করেনি মাইক্রোসফট, ছোট্ট ইনস্টলার, চাইলে ডাউনলোড করে নিন। 🙂
Pingback: Micro Reality Bites
jottiL
ভাল। তবে দেখার ব্যাপার আছে এটা কতখানি কাজে দেয়।আর এটা কি ফ্রি দিচ্ছে মাইক্রোসফট? নাকি এটা টাকা দিয়ে কিনতে হবে?
ভাইরাস একটা যন্ত্রনাদায়ক বিষয়।
I highly encourage you to read the article in full then write a comment. I already mentioned that this is a free utility from Microsoft.
Thank you! You often write very interesting articles. You improved my mood.
valoi to mone hoitase.
ওমি ভাই।আপনাকে ধন্যবাদ।ওন্য অ্যান্টি-ভাইরাস গুলো অনেক জালাতন করে।আমার ভাল কম্পিউটারটা অনেক স্লো হয়ে যায়।
বিজ্ঞাপনে দেয় ল্যাবএইড ভাল।আসলেই খারাপ।ডাক্তারটাকে সাইয যদি না করছি!তার বাবার জন্য অনেক খারাপ লাগল।অবস্থা বুঝে ব্যাবস্থা নেয়া উচিত!ওই লাঠিটা দেও!
Ups!
nice post vaia….
ভাইয়া, সালাম নিবেন, আপনার কাছে আমার 3 টা প্রশ্ন
1। Linux বা Ubuntu তে exe ফাইল চলে না ,তাই কোনো অ্যান্টিভাইরাস লাগেনা, তাহলে কেন windows এর জন্য অ্যান্টিভাইরাস ?
2। আমি শুনেছি , windows এর একটি ফুটা আছে সেটা হচ্ছে NSA_Key , এই ফুটা বন্ধ করেন কেন?
3। আর এই অ্যান্টিভাইরাস টি ভাল কাজ করেনা , এবং এটি আমি XP তে install করতে পারিনি। এখনো এটা beta ভার্সন-এ-ই আছে। microsoft তো অনেক program তৈরি করে তাহলে কেন বড় বড় কোম্পানি কে antivirus বিক্রি করতে দেই ?
আপনার জন্য অনেক ধন্যবাদ , আর প্রশ্নের উত্তরের অপেক্ষায় থাকলাম।
১) ৫% এর কম ডেস্কটপ ব্যবহারকারীরা লিনাক্স ব্যবহার করে, তাই কেউ লিনাক্সের জন্য ভাইরাস তৈরী করে সময় নষ্ট করেনা।
২) আপনি মাইক্রোসফটের ক্রিয়েটিভ টিমে যোগ দিয়ে ফুটা বন্ধ করার পরামর্শ দিয়ে দিন। 🙂
৩) হাঃ হাঃ হাঃ
শিয়াল যদি বলে আঙ্গুর ফল টক্ তাতে কাকের কি আসে যায়! হাঃ হাঃ হাঃ চুরি করা উইন্ডোসে ওটা চলবেনা ডাক্তার সাহেব! আর এটা এখনো বেটা আছে এই কথা আর কাউকে বলেন না, পাবলিক বলবে “পাগলে কি-না বলে, ছাগলে কি-না খায়!” ডাক্তারের উপর থেকে পাবলিকের ভরসা উঠে যাবে।
1. কিন্তু ভাইয়া,বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট IDB ভবনের সব laptop তো Linux এর উপরেই আসে ,সেটা আপনিও জানেন।
2। ক্রিয়েটিভ টিম এ যোগ দেয়ার নিয়ম কী ও লিংক কোনটা?
3। হাইসেন না , আমি এখন norton ইউজ করি , আর দেড় মাস আছে , তারপর এটা ইউজ করব, প্রবলেম এ পড়লে আপনাকে ধরবো । রাজি।
ঐ ল্যাপটপ যারা কিনে বের হয়, ওদের জিজ্ঞেস করবেন “লিনাক্স কি” আপনাকে জবাবে বলবে, “ভাই লিনাক্স কি জিনিস, মাখে না খায়?” লিনাক্স দিয়ে কেনো বেচে বুঝেন না?
মাইক্রোসফটের জব ইংরেজিতে লিখে খুঁজতে থাকেন।
আপনি ফাইরেটেড মাল চালাবেন আর আমি সাপোর্ট দেবো ভাবলেন কিভাবে?
আমি মনে করেছিলাম আপনি অনেক কিছু জানেন ,কিন্তু যেভাবে উত্তর দিচ্ছেন!!
sorry ভাই, আপনি আমাকে আশার বদলে নিরাশা করলেন । আমার উইনডোজ 7 genuin । না জেনে কথা বলা ঠিক নয়। শুনলাম আপনে নাকি microsoft এর বড় d……
তর্কের খাতিরে তর্ক করা ছেড়ে দেয়ার চেষ্টা করুন। ভালো থাকবেন। আমাদের স্বভাবই এটা যে কেউ কিছু বললে একটা উত্তর দিতে হবে। একবার নিজে পড়ে দেখুন কতগুলা ফাউল কথা বললেন এই পর্যন্ত…
মাথায় টুপি দেন, নামের সামনে ডাক্তার লিখেন, একটু রয়ে সয়ে কথা বলা উচিৎ না?
আমি ডাক্তার,আপনারা সফ্টওয়্যার নিয়ে কাজ করেন , আর তাই আমি যেটা জানিনা সেটা আপনার কাছ থেকে শুধু জানতে চেয়েছি, আমি কোনও ফাউল কথা বলিনি ,আমি যেগুলো প্রশ্ন করেছিলাম সেগুলো কিভাবে আপনি উত্তর দিয়েছেন টা আপনি একটু ভাল ভাবে পড়ুন আর পারলে অন্যকে পড়িয়ে দেখুন যে মিল-অমিল কোথায়। রোগের চিকিত্সাই রোগীরা একজনের কাছে সমাধান না পেলে কখনো দেখিনি কেউ বসে থেকে টা পুষে বরং আর-ও 2 জন ডাক্তার কে দেখায়। সেটা আমি নিজের বেলাও করি , আপনি তো আমার ছোট কথাতে এমন রেগে গেছেন বুঝলাম না, আপনি কম্পু বিষয়ক অনেক জানেন আর তাই চেয়েছি আপনার কাছে সমাধান পেতে , এর চেয়ে বেশি কিছু নয়। আমি আপনার অনেক ছোট, যদি ছোটভাই হিসেবে দেখেন অনেক ধন্য হবো।
সবাই তো সবার মত হয়না। তাই না!!
অনেক ধন্যবাদ।
আরেকটা প্রবাদ মনে পড়ে গেলো। যে জেগে ঘুমায়, তাকে জাগানো যায়না। আপনার সমস্যার কথা পড়লে যে-কেউ বলবে আপনি জেগে ঘুমাচ্ছেন….
🙂
আপনার কাছে এন্টিভাইরাসটাকে কোনো ভাল লেগেছে জানিনা। তবে আমার সিকিউরিটি এসেনসিয়ালস্ ব্যবহারের অভিজ্ঞতা ভয়াবহ। তিনটা কারণে আমি সিকিউরিটি এসেনসিয়ালস্ ব্যবহারের বিপক্ষে …
১. একসাথে দুইটা স্ক্যান দেওয়া যায় না।
২. ইন্সটল করার পর আপডেট না দেওয়া পর্যন্ত একটিভ হয়না।
৩. টাস্ট ম্যানেজারে গিয়ে যেকোন সময় end process এ ক্লিক করলে বন্ধ হয়া যায়। অন্য এন্টিভাইরাসে যা করতে গেলে অনেকসময় টাস্ট ম্যানেজাররে ব্লকই করে দেয়!
৪. এটা এখনো বেটা পর্যায়ে আছে বলেই মনে করি। প্রচুর বাগ আছে। মাইক্রোসফটকে এটা নিয়ে আরো অনেক কাজ করতে হবে।
অমি আজাদ, আপনি নিজেকে কি মনে করছেন জানিনা। আপনি উপরের বেশ কয়েকজনের মন্তব্যের রিপ্লাই একেবারেই ভাল করে দেননি। নিজে ইন্টারনেটের নানান জায়গায় নিজের ওয়েবপেইজের লিংক দিয়া বিজ্ঞাপন করেন। আর আমরা ঢুকলে আপনার নিজের কাছেই অপমাণিত হতে হয়। হ্যা, আপনি ডাক্তার মইনুলের মন্তব্যের রিপ্লাইয়ে যা লিখেছেন সেটাকে অপমানের পর্যায়েই ফেলা যায়।
ভাল থাকবেন
যেই এন্টিভাইরাসটা আপনার ভালো লাগে আপনি সেটা চালান, কোনো সমস্যা তো নেই, না-কি আছে? আপনার যেটা ভালো লাগেনি, পিসিওর্ল্ডের তথ্যমতে সেটা ২০১০ সালের ১০টি অন্যতম প্রযুক্তির একটি। 🙂
আর আমি কাকে জবাব দেবো আর কাকে দেবোনা এটা নিয়ে আপনার মাথা না ব্যাথা করলেও চলবে। আমার কাছে বুলশিটের জন্য সময় নাই।
ভালো খাকেন আর ফালতু কথা না বলে একটু প্রফেশনাল হবার চেষ্টা করেন!