সিডিএমএ এবং জিএসএম দু’টি দুই ধরণের প্রযুক্তি মোবাইল প্রযুক্তি এবং দুই প্রযুক্তির রয়েছে দুই মধুরতা। জিএসএম প্রযুক্তিতে রয়েছে আন্তর্জাতিক রেমিং এর সুবিধা আর সিডিএমএ প্রযুক্তিতে রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ডাটা কানেকটিভিটির সুবিধা। উন্নত বিশ্ব দুই প্রযুক্তিকে নিয়ে টানাটানি বন্ধ করে দিয়ে চলে গিয়েছে ডাব্লিউ সিডিএমএ থ্রিজি প্রযুক্তিতে। ডাব্লিউ সিডিএমএ প্রযুক্তি প্রচন্ড ব্যয়বহুল হওয়ায় বিশ্বের অনুন্নত দেশগুলি বিশেষ করে এশিয়া, আফ্রিকার দেশগুলি এখনি ডাব্লিউ সিডিএমএ থ্রিজি প্রযুক্তিতে যেতে পারছেনা। তবুও প্রযুক্তির মাধুরতা’র স্বাদ নিতে চায়না কে! তাই তারা উদ্ভাবন করেছে নতুন হাইব্রিড প্রযুক্তি’র হ্যান্ডসেট।
ব্যবহারকারীদের সুবিধার্থে সিডিএমএ এবং জিএসএম একসাথে একই হ্যান্ড সেটে নিয়ে আসা হয়েছে। মূলত চীন গবেষনা করে এই হ্যান্ডসেটগুলির প্রযুক্তি উদ্ভাবন করেছে এবং সমাদৃত হয়েছে মোটোরোলা, স্যামসং, এলজি’র মতো কোম্পানীর কাছে। মোটোরোলা, স্যামসং, এলজি এখন পুরোদমে এরকম হ্যান্ডসেট তৈরী করছে যা দিয়ে সিডিএমএ এবং জিএসএম একই সাথে চলবে এবং একই সাথে দুই প্রযুক্তি কাজ করবে। জিএসএম দিয়ে কথা বলার সময় সিডিএমএ দিয়ে ডাটা আদান প্রদান করা যাবে।
কোরিয়া, চীনে ব্যপক সফলতার পরে এই সেটগুলি এখন বাংলাদেশের মার্কেটে ঢোকার অপেক্ষায় আছে। আশা করা যাচ্ছে উক্ত বৈশিষ্ঠ্যের সেটগুলি আগামী মোবাইল মেলাতেই বাংলাদেশের বাজারে পাওয়া যাবে।