ইন্টারনেটে টিভি দেখার চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আর সব বড় বড় অনলাইন কন্টেন্ট প্রোভাইডাররা ঝুঁকে যাচ্ছে অনলাইন ব্যবসা করার জন্য। সেই লক্ষ্যকে সামনে রেখে চালু হয়েছে ইয়াহু নাইন। ঠিকই ধরেছেন, ইয়াহু অনলাইন টেলিভিশনেরই নাম ইয়াহু নাইন। সাম্প্রতিক সময়ের তথ্য প্রযুক্তির খবর নিয়ে যাত্রা শুরু করেছে ইয়াহু নাইন। তবে ভবিষ্যতে আরও অনেক সুবিধা দেয়া হবে।

বেশীদিন হয়নি ইয়াহু নাইনের জন্ম হওয়ার, এরই মধ্যে বেশ চালু হয়ে গিয়েছে ইয়াহু নাই। ইয়াহু নাইন এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে যে খুব সামান্য ইন্টারনেটের গতিতেও ছবি দেখা যায়। তবে ইউটিউবের মতো এটি প্লাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট না। এই চ্যানেল দেখতে হলে উইন্ডোজ ব্যবহার করতে হবে।

ইয়াহু’র ঘোষণা অনুযায়ী আগামী বছরের মধ্যে ইয়াহু সাম্প্রতিক ঘটনা সম্বলিত আরও কিছু চ্যানেল শুরু করে ফেলবে। ইয়াহু নাইনের ঠিকানা: http://9.yahoo.com