Tags
বানিজ্য মেলাতে অনেক পায়তাড়া করছে বাংলালায়ন প্যাভেলিয়ানের মেয়েগুলি। শুধু হাসি আর চেহারা ছাড়া আর কিছু নাই, ফার্মের মুরগীর মতন। এবার আমি আর কিছু জিজ্ঞেস করলাম না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামশা দেখছি। একজন গত কয়েকদিন আগে লাইন নিয়েছে, অসম্ভব বিরক্ত, মোহাম্মদপুর বা শ্যামলী এলাকায় ব্যবহার করেন, কিন্তু সেবার বেহাল অবস্থা দেথে আবার মেলায় এসেছেন এই বিষয়ে কথা বলতে। উনার কথা বার্তা থেকে জানলাম যে বাংলালায়নের কাস্টমার কেয়ার বলতে গেলে নেই, কতগুলা নাম্বার দেয়া আছে ইচ্ছা হলে ধরে না হলে ধরেনা। তবে যেই মেয়েটার সাথে কথা বলছিলো, সেই মেয়েটা আবার কিছু জানে বলে মনে হলোনা, পাশ থেকে মেয়েটার বন্ধু এসে বললো বিগত কিছুদিন থেকে ওয়েদার খারাপ থাকার জন্য গতি ওঠা নামা করছে। আমি হাসবো না কাঁদবো বুঝতে পারলাম না। শুধু বললাম ঠান্ডায় লায়ন বেড়াল হয়ে গ্যাছে, তাই স্পিড ওঠা নামা করছে। 🙂
আমার কথা শুনে মেয়েটা ক্ষেপে গেলো, তাড়াহুড়ো করে একটা ব্রশিওর নিয়ে এসে দেখিয়ে একদম ঝগড়া করার মত করে বলতে লাগলো, “এই দেখেন, এতো কম সময়ে এতো কাভারেজ দিয়েছে এটাই অনেক বেশী না! আমাদের জন্য তো এটা ভাগ্যের ব্যাপার!”
আমি সত্যই অবাক হলাম। বাংলালায়নের সংযোগ যারা নিচ্ছে তাদের কি কপাল খুলছে না পুড়েছে!
আমি ৪/৫ দিন হল কিউবি ব্যবহার করছি এবং আমি তাদের সার্ভিসে বেশ খুশি। স্পীড ৫০ থেকে ৬৪ কিলোবাইট এর মধ্যেই থাকে। লাইন নেওয়ার পরদিন আমাকে কাস্টমার কেয়ার থেকে ফোন করে বলল কোন সমস্যা হচ্ছে কিনা, যদি হয় তাহলে যেন ওদের জানায়।
“ওয়েদার খারাপ থাকার জন্য গতি ওঠা নামা করছে” জীবনে প্রথম শুনলাম। 😀
আমি তো ওদের স্টলে গিয়ে কথা বলার মতো কাউকে পাই নাই, যে মেয়ে গুলা আছে ওদের চেহারা বলে দেয় ওরা সুদু চেহারা দেখাতে আসছে। তাই………।
অািম এখনো েনই িন … অােরা িকছু িদন পর িনব …
আমি নিব কিছু দিন পর আপাতত ব্রড ব্যান্ডই ইউজ করছি … নেট ঘেটে যা পেয়েছি তা হল ব্রড ব্যান্ড এর উপর কিছু নাই। আমার ইউকে সার্ভারে ৫ এম বি ৫০/৫০ আপলোপ ডাইনলোড ২০০ ইউ এস ডলার আর বাংলাদেশে কি যে অবসথা। আমি আমার রিমুট ডেষ্কটপে কানেক্ট হলে হল …
হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা
মজার ব্যপার। ধন্যবাদ শেয়ার করার জন্য।
“ফার্মের মুরগীর মতন” এভাবে comment করাটা ঠিক হয় নি । আশাকরি এরপর থেকে এভাবে comment করবেন না ।
“শুধু বললাম ঠান্ডায় লায়ন বেড়াল হয়ে গ্যাছে, তাই স্পিড ওঠা নামা করছে।” তবে এ জায়গাটা দারুন হয়েছে ।
ঢাকাতে যারা পোলাপান মানুষ হচ্ছে তাদের ““ফার্মের মুরগী” নামে আখ্যা দেওয়া হয় মাঝে মাঝেই। মানে বলতে চাইছি এই শব্দমালা সুশীল সমাজ ব্যবহার করে।
“এই দেখেন, এতো কম সময়ে এতো কাভারেজ দিয়েছে এটাই অনেক বেশী না! আমাদের জন্য তো এটা ভাগ্যের ব্যাপার!”
এর মানে হলো যাদের বসিয়ে রেখেছে তাদের চেহারা দেখানোর জন্য আনছে, টেকনিক্যাল লোক এইভাবে বলবে না। মনে হচ্ছে, লাইন ফ্রি দিচ্ছে তাই কাভারেজ দিয়েই ‘মাথা্র’ বাল(সুশীল সমাজ এটাকে চুল বলে) ছিড়ে ফেলছে। সার্ভিস ইস সার্ভিস। আর এটা আমাদের জন্য ভাগ্য নয়, বরং দূর্ভাগ্য যে, এখনো মানুষকে একটা ইন্টারনেট সার্ভিস এর জন্য হাপিত্যেশ করতে হয়।
শীতের শুরুতে আমার ব্রড ব্যান্ডের লাইন এর নেটওয়ার্ক খারাপ ছিলো।আই এস পি আমাকে সুন্দর করে বুঝালো ভাই, ঠান্ডায় তার এ সমস্যা হচ্ছে, তাই ব্যান্ড উইড আসছে না…। ধমক দেওয়ার পর কিছুদিনের ভেতর নেটওয়ার্ক ঠিক করে ফেলেছে। এরপর শেষ কিছুদিন মারাত্মক ঠান্ডা, কিন্তু স্পিড ভালো, মানে কি দাড়ালো তাইলে।
মানচু ভাই
আমার মনে হয় “sonic” নিজেই ফার্মের মুরগী 😉
ভাই ফার্মের মুরগী বলাতে এত রাগ করলেন কেন? পারসনাল মুরগি ছিল নাকি ?
হায়রে……………………
ওদের এক্সপরিমেন্স পিসিগুলোতে দেখলাম ভালই স্পীড।
WiMAX has a range of around 50 km in a circle. Terrain, weather and buildings affect this range and this often results in many people not receiving signals good enough for a proper connection. Orientation is also an issue, and some people have to choose to place their WiMAX modems near windows and turned in certain specific directions for good reception.
Source: http://voip.about.com/od/mobilevoip/a/UsingWiMAXTechnology.htm
হাসান ভাই আমার জানামতে খুব ঝড় বৃষ্টি হলে সেইখানে ওয়েদার কিছুটা এফেক্ট ফেলতে পারে।কিন্তু মেলাতে যেটা বলেছে সেটা শীতের কথা বলেছে।যা হাসিকর।আর বাকিগুলো ঠিকআছে ।বড় বড় দালান সবসময়ই রেডিও সিগনালে বাধা দেয় তবে ৩জি আর ৪জিতে এইগুলো কাটানোর যথেষ্ট চেষ্টা করা হয়েছে।
Wireless nam kore bebsha kortise company gula… Link3 onek onek cheap. Post ta pore dekhen tarpor bujben…
Link3 provides fiber to home broadband… Read the review here:
http://www.bdtechie.com/2010/01/link3-fiber-to-home-broadband-review.html
বাংলা Lion সম্পর্কে যা বলা হযেছে আমি তাতে ২০০% একমত, আমি একমাস তাদের সাথে কন্টাক্ট করে হতাশ , ফোনে কাউকে ধরা যায় না, অথবা ফোনে তুলে রাখে , বাজে customer ডেস্ক , লাস্ট 1 month আমাকে সুদু বলা হইসে, আমরা update করব আসলে ভুলেই যায় । কারণ কোনো লগ maintain করে বলে, আমার কাছে মনে হই নি , এরকম support দিয়ে business করা যায় কিনা আমার সন্দেহ আসে , আর ২/১ বার ফোনে নাম ঠিকানা রেকেছে কিন্তু কেউ ফোনে কিম্বা কন্টাক্ট করার দরকার মনে করে নাই , এরপর office থেকে বলল আমার এখানে তাদের কভারেজ আসে কিন্তু বাস্তবে দেখা গেল নাই , আর ইমেল করলে কেউ reply দেই না , অবশ্য তাদের দোষ নেই , ফোনেই যেখানে সব সময় busy থাকে ইমেল আর ফ্রী থাকবে কিভাবে ।
they should shutdown the web & any contact number as well email, i think its not a customer support number it just a hassle for the customer or may be they are kidding with Interested net user.
I dont know how they campaign with this type of bullshit support.
Thank you all (Not Bangla Lion)
🙂
মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ
🙂
ভাই, লায়ন এখন বিড়াল । জটিল মন্তব্য।
আমার ব্রড-ব্যান্ড লাইন দিয়ে উবুন্টু লিনাক্সে বা লিনাক্স মিন্ট কোনটাতেই কনফিগার করতে পারছিলাম না। তাই ভাবলাম ওয়াই ম্যাক্স ব্যবহার করি। বাংলালায়নের প্যাভেলিয়নে গিয়ে শুনি সিঙ্গেল পিসির জন্য যে মডেম সেটা লিনাক্স এ কাজ করবে না। তারা কোন প্রকার সাপোর্ট ও দিতে পারবে না।
শুধু এটুকু জানাতেই প্রায় ঘন্টা খানেক সময় নেয়।
অপর দিকে কিউবি ওয়ালারা বলে “অবশ্য লিনাক্স সাপোর্টেড”। সত্য বললো নাকি বুঝলাম না। তাই কিনি নাই.. 😉
কিউবি ১০০% লিনাক্স সমর্থন করবে। কিউবির মোডেমগুলিতে আসলে রাউটার বিল্ট-ইন। আপনি মডেম থেকে হাব/সুইট আর হাব/সুইচ থেকে যত খুশি তত কম্পিউটার লাগাতে পারবেন। যেহেতু কিউবির মডেমগুলি কম্পিউটারের সাথে সম্পৃক্ত না, তাই ঝামেলাও নাই।
কম খরচে লাইন লাগলে আমাকে পিএম করুন।
“কম খরচে লাইন লাগলে আমাকে পিএম করুন । ”
এইবার বুজলাম কিউবি এত ভালো কেন?!!
Ha Ha Ha
My network is quite big.
I didn’t mean that.
আমি ও বুজতে পারছি
“ঠান্ডায় লায়ন বেড়াল হয়ে গ্যাছে।”
কিন্তু বিলাইয়েরতো সর্দিতো খুবই রেয়ার জিনিস। 😀
hahaha…. chorom likhsen vaia….
Pingback: Why blogging matters for BanglaLion and Qubee? | Youth Thinkers!
বাংলালায়ন রংপুরে আসার পর আমি মহা শান্তিতে আছি। জিপি কে তালাক দাছি।