তরুণ ব্যবহাকারীদের কাছ থেকে সরাসরি ডিজিটাল স্টোরেজের নিত্যনতুন ধারণা নেবার জন্য সিগেট টিনএজারদের কাছে প্রতিযোগীতার মধ্যমে আহ্বান করেছে নতুন ডিজিটাল স্টোরেজ এর ধারণা। সিগেইট এই প্রতিযোগিতা আয়োজন করেছে http://www.myspace.com সাইটে। সিগেইট মুখপাত্র বলেছেন “http://www.myspace.com এ প্রতিযোগিতা আয়োজন করার কারণ হচ্ছে তাদের বাজারজাতকৃত পয়সা তারা http://www.myspace.com থেকে উঠে নিয়ে আসতে পারবে বলে তাদের ধারণা।“ আয়োজকদের বিশ্বাস মাইস্পেস ব্যবহারকারীরাই পারে নিত্যনতুন আইডিয়া নিয়ে আসতে।
প্রতিযোগিতার লক্ষ্য থাকবে সিগেইট এর ভবিষ্যত প্রযুক্তি ২০ গিগাবাইট রিমুভেবল হার্ড ড্রাইভের আর্কিটেকচার গঠন। প্রতিযোগীতায় প্রথম পুরস্কার হিসাবে থাকছে ৫ হাজার মার্কিন ডলার, পরবর্তী পাঁচ জন পাবেন ১ হাজার মার্কিন ডলার করে প্রতিজন।
অংশগ্রহণকারীরা ডিজাইনকৃত ডিভাইস অংকিত ছবি, বিষদ বর্ণনা (রচনা অথবা ছোট প্যারা), কিংবা ফিল্ম আকারে সাবমিট করতে পারবেন। প্রতিযোগিতাটি উন্মুক্ত থাকবে সারা বিশ্বের ব্যবহারকারীদের জন্য।
বিস্তারিত: www.myspace.com/_Seagate