Tags
অফিস, উইন্ডোজ, এক্সেল, ওয়েব এপ, ওয়েবএপস্, গুগল্, ডক্স, পাওয়ারপয়েন্ট, প্রেজেন্টেশন, মাইক্রোসফট, লাইভ, স্প্রেডশিট
একটা সময় ছিলো যখন ধুমধাম ওয়েব ভিত্তিক এপ্লিকেশন বের করে গুগল্ ইন্টারনের ব্যবহারকারীদের মাধা খারাপ করে রেখেছিলো। এখনো সেই ক্রেজ যায়নি, তবে সেই সাথে কোয়ালিটির বিষয়টা যোগ হয়েছে। গুগল্ আর রাইটলি দু’টি এপ্লিকেশন ছিলো শুরুতে, পরের কয়েক হাত ঘোরার পরে গুগল্ রাইটলিকে নিয়ে নেয়। আমি গুগল্ ডকস্-এর তখন যে ফিচারগুলি দেখতাম, এখনো তাই দেখছি। কারণ অনুসন্ধান করতে অনেক ঘাঁটা ঘাঁটি করে দেখলাম গুগল্ ডকস্ যারা কিনে ব্যবহার করে, তাদেরকে বেশ কিছু সুবিধা দিয়ে থাকে গুগল্। কিন্তু যারা মাগনা চালাচ্ছে তারা সেই পুরাতন জিনিসই ব্যবহার করছে।
কিছুদিন আগে মাইক্রোসফট আমাদের উপহার দিলো অফিস ওয়েব এপ। ডেস্কটপ অফিসের মতন এত সুবিধা না থাকলেও গুগল্ ডকস্-এর চাইতে অনেক বেশী ফিচার সমৃদ্ধ। আমি কয়েকটা ডকুমেন্ট আপলোড করে দু’টি সেবাই পর্যবেক্ষণ করার চেষ্টা করি, যেটা পেলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি:
পার্থক্যটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন।
আমি বেশী কথায় গেলামনা ফিচার তুলনার জন্য। আশাকরি আপনারাই পার্থক্যটা বুঝতে পারবেন।
আমি দেখেছি গুগল্ যখন টাকার কথা মাথায় আনে, তখন ফিচারও কমিয়ে দেয়। আমি যখন ekushey.org ডোমেইনটা গুগল্ এপস্-এ নিবন্ধন করি, তখন আমাকে বলেছিলো আমি ৫০০টি মেইল্বক্স একাউন্ট ব্যবহার করতে পারবে এ ডোমেইনে। গতবছর একজনকে পরামর্শ দিয়েছিলাম গুগল্ এপস্-এ নিবন্ধন করার জন্য, সে বেশ হতাশ হয়ে জানালো যে এখন না-কি ৫০টার বেশী ব্যবহারকারী তৈরী করা যায়না। পরে সে উইন্ডোস লাইভ এডমিন সেন্টার ব্যবহার করছে। এখন গুগল্ এপস্-এর ওয়েব সাইটে গিয়ে দেখলাম বিনামূল্যের বিষয়টা যেনো লুকিয়ে ফেলেছে, যাতে কেউ সরাসরি সেটা খুঁজে না পায়। আমি মনে করি যেটা বিনা মূল্যে দেয়া হচ্ছিলো, সেটা কমানোর দরকার কি!
ওয়েবে অফিস ব্যবহারের জন্য আপনার ফেইসবুক একাউন্টে লগ-ইন অবস্থায় যেতে পারেন http://docs.com ঠিকানায়।
Pingback: Micro Reality Bites
আমার মনে হয় গুগল এপস এর ব্যবহারকারী এতই বেশি হয়ে গেছে তারা আর সামাল দিতে পারছে না। ফ্রি দিতেও তো তাদের খরচ করতে হয়। বিজ্ঞাপন থেকে আয়ে সম্ভবত আর খরচ পোষাচ্ছে না। তাই টাকা দিয়ে গুগল এপসটা বেশি হাইলাইট করে রেখেছে। আর ফ্রি ভার্সন টা আড়ালে রেখেছে।
মাইক্রোসফট-এর অফিস ওয়েব এপ আসলেই চমৎকার ফিচার সমৃদ্ধ।
আমি আমার সব ডোমেইনেই G apps ব্যবহার করি । কিন্তু এখন আসলেই গুগল ফিচার কমিয়ে দিচ্ছে । লাইভটা ট্রাই দেই…
Neutron Ict said:
আপনার কথাটি সঠিক.