গুগল্-এর জনপ্রিয় ওয়েবমেইল সার্ভিস জিমেইলের জন্ম লগ্ন থেকেই মুঠোফোন দিয়ে জিমেইল ব্যবহারের একটা সুযোগ ছিলো। জিমেইল ব্যবহারকারীরা মুঠোফোন দিয়ে http://m.gmail.com ঠিকানা থেকে স্বাভাবিকভাবে ইমেইল আদান-প্রদান করতে পারে। কিন্তু গুগল্-এর স্বভাব অনুযায়ী গুগল্ চায় ব্যবহারকারীদের সর্বশীর্ষ সুবিধা দিতে আর তাই গুগল্ সফটওয়্যার আর্কিটেক্ট কোনোভাবেই শান্তি পাচ্ছিলেননা আগের এই বৈশিষ্ঠ্যটি নিয়ে আর তাই গুগল্ মুঠোফোন থেকে জিমেইল ব্যবহারকারীদের জন্য জাভাভিত্তিক নতুন এ্যপ্লিকেশন উন্নয়ন করেছে এবং বিনামূল্যে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিয়েছে।
জাভা সুবিধা সম্বলিত যে-কোনো মুঠোফোন ব্যবহারকারী এই এ্যপ্লিকেশনটি ডাউনলোড করে নিজের মুঠোফোনকে জিমেইলের ক্লায়েন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। ইমেইল আদান-প্রদানের সুবিধা তো থাকছেই সেই সাথে এই এ্যপ্লিকেশনে নতুন যে সুবিধাগুলি যোগ করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: মেইলবক্সের মধ্যে অনুসন্ধান, ড্রাফ্ট হিসেবে মেইল সংরক্ষণ এবং অবাঞ্চিত মেইল বা স্প্যাম রিপোর্টিং।
গুগল্-এর কর্মকর্তারা বলেছেন, “এই নতুন এ্যপ্লিকেশনটি ব্যবহারকারীদের মুঠোফোন থেকে জিমেইল ব্যবহারের জন্য অনেকটাই স্বাধীনতা দেবে। মেইল লেখা আর পাঠানোর পাশাপাশি ব্যবহারকারীরা চাইলে মোবাইল থেকে ফাইল সংযুক্ত করে পাঠাতে পারবেন।”
ব্রাউজার থেকে জিমেইল ব্যবহারের মতই মুঠোফোনের সংষ্করণটিত থাকছে একেবারেই বিজ্ঞাপন মুক্ত। তবে মুঠোফোন দিয়ে জিমেইল ব্যবহারের সময় গুগল্ টক্ ব্যবহারের কোনো ব্যবস্থা থাকছে না। মুঠোফোন ব্যবহারকারীরা http://www.gmail.com/app ঠিকানা থেকে এ্যপ্লিকেশনটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।গুগল্-এর স্বভাব অনুযায়ী গুগল্ চায় ব্যবহারকারীদের সর্বশীর্ষ সুবিধা দিতে আর তাই গুগল্ সফটওয়্যার আর্কিটেক্ট কোনোভাবেই শান্তি পাচ্ছিলেননা আগের এই বৈশিষ্ঠ্যটি নিয়ে আর তাই গুগল্ মুঠোফোন থেকে জিমেইল ব্যবহারকারীদের জন্য জাভাভিত্তিক নতুন এ্যপ্লিকেশন উন্নয়ন করেছে এবং বিনামূল্যে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিয়েছে।
জাভা সুবিধা সম্বলিত যে-কোনো মুঠোফোন ব্যবহারকারী এই এ্যপ্লিকেশনটি ডাউনলোড করে নিজের মুঠোফোনকে জিমেইলের ক্লায়েন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। ইমেইল আদান-প্রদানের সুবিধা তো থাকছেই সেই সাথে এই এ্যপ্লিকেশনে নতুন যে সুবিধাগুলি যোগ করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: মেইলবক্সের মধ্যে অনুসন্ধান, ড্রাফ্ট হিসেবে মেইল সংরক্ষণ এবং অবাঞ্চিত মেইল বা স্প্যাম রিপোর্টিং।
গুগল্-এর কর্মকর্তারা বলেছেন, “এই নতুন এ্যপ্লিকেশনটি ব্যবহারকারীদের মুঠোফোন থেকে জিমেইল ব্যবহারের জন্য অনেকটাই স্বাধীনতা দেবে। মেইল লেখা আর পাঠানোর পাশাপাশি ব্যবহারকারীরা চাইলে মোবাইল থেকে ফাইল সংযুক্ত করে পাঠাতে পারবেন।”
ব্রাউজার থেকে জিমেইল ব্যবহারের মতই মুঠোফোনের সংষ্করণটিত থাকছে একেবারেই বিজ্ঞাপন মুক্ত। তবে মুঠোফোন দিয়ে জিমেইল ব্যবহারের সময় গুগল্ টক্ ব্যবহারের কোনো ব্যবস্থা থাকছে না। মুঠোফোন ব্যবহারকারীরা http://www.gmail.com/app ঠিকানা থেকে এ্যপ্লিকেশনটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।
Really good site thank you so very much for your time in publishing the posts for everyone to learn about.
Howdy I am so excited I found your website, I really found you by accident, while I was searching on Digg for something else, Anyways I am here now and would just like to say cheers for a remarkable post and a all round interesting blog (I also love the theme/design), I donit have time to read through it all at the moment but I have saved it and also added your RSS feeds, so when I have time I will be back to read a lot more, Please do keep up the excellent work.