Tags
Android, Bangla, Bengali, Blog, Browser, iPad, iPhone, iPod, Mobile, Opera, Platform, Plugin, WordPress, আইপড, আইপ্যাড, আইফোন, এন্ড্রোয়েড, ওপেরা, ওয়ার্ডপ্রেস, প্লাগইন, প্লাটফর্ম, বাংলা, ব্রাউজার, ব্লগ, মোবাইল
আইফোন, আইপ্যাড, এন্ড্রোয়েড ফোন, আইপড দিয়ে কিছু সাইটে গেলে মুগ্ধ হয়ে যাই, সাইটগুলি এত সুন্দর আসে মোবাইল প্লাটফর্মে! আমার ব্লগের ক্ষেত্রে মোবাইল থেকে সমস্যা হলো, আমার ব্লগের মূল ভাষা বাংলা আর বাংলা মোবাইল প্লাটফর্মের সেভাবে এখনো উপলব্ধ না।
এক বছরের বেশী হলো আইফোন, আইপড, আইপ্যাড-এ বাংলা সমর্থন এসেছে এবং প্রায় সমস্থ ব্যবহারকারীর (আই) ডিভাইসেই এখন বাংলা সমর্থন আছে। এছাড়া বাংলা সমর্থন আছে ওপেরা মিনি ব্রাউজারে, যেটা বেশীরভাগ মোবাইলের জন্য উপলব্ধ + বেশীরভাগ ব্যবহারকারী সেটা ব্যবহার করে দৈনন্দিন ওয়েব ব্রাউজের জন্য।
সেদিন একটু ঘাঁটা ঘাঁটি করে দেখলাম অনেক সলিউশন আছে যা ব্লগকে মোবাইল প্লাটফর্মের জন্য উপলব্ধ করবে। এর মধ্যে আমার কাছে সবচাইতে সহজ মনে হয়েছে ইমতিয়াযের তৈরী প্লাগইন। অসাধারণ কাজ করেছে ইমতিয়ায, শুধু প্লাগইন টা ওয়ার্ডপ্রেসে যোগ করে এনেবল করে নিলেই নিলেই হলো, বাকী কাজ সে নিজে নিজে করে নেবে। পাতা বদল বা অন্যান্য নেভিগেশনের ক্ষেত্রে সুন্দর এনিমেশনও হয় 🙂
আপনিও যদি আপনার সাইট মোবাইল ব্রাউজারের জন্য উপলব্ধ করতে চান, তাহলে WordPress PDA & iPhone প্লাগইনটা ব্যবহার করে দেখতে পারেন। প্লাগইনটি ওয়ার্ডপ্রেসের সাইটেও রয়েছে।
দেখলাম। ভালই লাগলো। প্লাগইনটা ভালই। অনেকের উপকারে আসবে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
New Kitkat said:
http://www.theweeklypay.com/index.php?share=179921