শুধুমাত্র অসুস্থ রুগীরাই যে ইন্টারনেটে বসবে চিকিৎসা পরামর্শ অনুসন্ধানের জন্য এরকম ভাবা ঠিক না। ইন্টারনেটের সার্চ ইঞ্জিন হতে পারে চিকিৎসকদের জন্য বিশাল তথ্য ভান্ডার। সার্চ ইঞ্জিন থেকে চিকিৎসক বা চিকিৎসা সেবার সাথে জড়িত যে-কেউ পেতে পারে চিকিৎসা বিজ্ঞানের অফুরন্ত তথ্য। প্রিন্সেস এলেকজেন্ড্রা হাসপাতাল, ব্রিসবেন, অস্ট্রেলিয়ার গবেষক হ্যাঙ্গউই টাং গত শুক্রবারে ঠিক এরকমই মত দেন সার্চ ইঞ্জিন গুগল্ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সময়। টাং বলেন, “মাঝে মাঝে কঠিন কিছু সমস্যা পরীক্ষার জন্য গুগল্ অনুসন্ধান ভালো ফলাফল দিতে পারে।”

গুগল্-এর কার্যকারিতা পরীক্ষা করার জন্য টাং এবং তার সহকর্মীরা মেডিকেল জার্নাল উল্লেখিত “পরীক্ষা করা কঠিন” এরকম ২৬টি রোগের লক্ষন নিয়ে গুগল্-এ অনুসন্ধান চালান। শীর্ষ ফলাফলগুলিকে নিয়ে দেখা যায় গুগল ৫৮ শতাংশ সঠিক ফলাফল দিয়েছে। যে রোগ নির্ণয় করা কঠিন, সেই রোগের যদি ৫৮ শতাংশ সঠিক ফলাফল গুগল্ দিয়ে পাওয়া যায়, তাহলে নিঃসন্দেহে গুগল্ শিঘ্রই সর্বসাধারণের চিকিৎসা পরামর্শের জন্য জনপ্রিয় হয়ে উঠবে।