মাইক্রসফটের ভিজ্যুয়াল বেসিক সবসময় প্রোগ্রামারদের কাছে একটি লোভনীয় প্রোগ্রাম লেখার টুল। অনেক সুবিধা নিয়ে অনেক সফটওয়্যার বাজারে এসেছে, তারপরেও উইন্ডোজ ভিত্তিক প্রোগ্রাম লেখার জন্য ভিজ্যুয়াল বেসিক এখনো শীর্ষ স্থানে রয়েছে। গত জানুয়ারী মাসে ভিজ্যুয়াল বেসিকের সর্বশেষ সংষ্করণ বের হয়েছিলো। যেটাকে মাইক্রসফট কমিউনিটি টেকনলজি প্রিভিউ নামে ছেড়েছিলো এবং বিনামূল্যে বিশ্বজুড়ে ডেভলপার বা প্রোগ্রামারদের কাছে বিতরণ করছে। সফটওয়্যার উন্নয়ন বিতরণ বা শিক্ষার কাজে ব্যবহারের জন্য কোনো নিষেধাজ্ঞা রাখেনি এই সংস্করণটিতে মাইক্রসফট। ভিজ্যুয়াল বেসিক ৯-এর অনেকগুলি নতুন বৈশিষ্ঠ্যের মধ্যে যেগুলি ডেভলপারদের কাছে লোভনীয় হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, LINQ (ল্যাংগুয়েজ ইন্ট্রিগেটেড কোয়েরি), আগের সব ভেরিয়েবলের সমর্থন, অবজেক্ট ইনিশিয়ালাইজার, ডিপ XML সমর্থন ইত্যাদী। আর এগুলির জন্যই ভিজ্যুয়াল বেসিক ৯ এখনো প্রোগ্রামরদের সবচাইতে প্রিয় প্রোগ্রামিং টুল।
ভিজ্যুয়াল বেসিক ৯ শীর্ষে
28 মঙ্গলবার নভে. 2006
Posted আইটি বিশ্ব
in
WOW!!!! I love VB since version 5 🙂