‘ইন্টারনেটের মাধ্যমে অনেক ভুল তথ্য বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। অনেক অশুভ কাজে ইন্টারনেটের ব্যবহার হচ্ছে। তাই আমি ইন্টারনেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত।’ বলেছেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক স্যার টিম বার্নার্স লি।
গত মাসে এক সাংবাদিক সন্মেলনে তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে গবেষণা, পড়াশোনা সবই হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। এখন অনেক মানুষই তাদের কাজের মাধ্যম হিসেবে ইন্টারনেটকে বেছে নিয়েছে আর সেজন্যই এর মধ্যে দিয়ে চলছে অশুভ সব তৎপরতা।
তবে এসব অশুভ তৎপরতা রোধে লি একটি গবেষণা প্রকল্প স্থাপন করতে চান। এই প্রকল্পের কাজ হবে ওয়েবের উন্নয়ন কীভাবে সমাজের ওপর প্রভাব ফেলছে তা জরিপ করা। লি বলেন, ইন্টারনেট গোটা সমাজে ব্যাপক পরিবর্তন এনেছে। কিন্তু এটার অপব্যবহার অচিরেই ধ্বংস ডেকে তে পারে।
উল্লেখ্য, স্যার টিম বার্নার্স লি আশির দশকের শেষ নাগাদ ওয়েবের উদ্ভাবন করেন। তিনি তার উদ্ভাবন সম্পর্কে বলেন, সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক উদ্ভাবন।
জনকের www আবিষ্কারের সময় পর্নোগ্রাফি ব্যাপারটা মাথায় ছিলোনা
শুধু পর্ণ,
আরে পর্ণ তো তাও ভালো। এর চাইতে কত জটিল অপরাধ হচ্ছে WWW-তে…