ফ্লপি, জিপ ডিস্ককে আমরা অনেক আগেই টাটা দিয়ে দিয়েছি, তাহলে কি আমরা সিডি/ডিভিডিকেও বিদায় জানাবো? আসলে বিষয়টা সেরকমই। গত ১৮ তারিখ ভারতের কেরেলায় অবস্থিত রেইনবো টেকনলোজি’র বিজ্ঞানী সাইনুল আবেদীন যখন ব্যাঙ্গালোরে একটি কনফারেন্সে কাগজের মধ্যে ডিজিটাল তথ্য সংরক্ষণের বিষয়টি প্রদর্শন করছিলেন, তখন সবার মনেই এই প্রশ্ন জেগেছিলো।

মুসলিম এডুকেশনাল সোসাইটি প্রযুক্তি কলেজে অধ্যয়নরত আবেদীন এক নতুন প্রযুক্তি আবিষ্কার করেছেন যা দিয়ে সাধারণ কাগজে তথ্য সংরক্ষণ করা যাবে। আর এর মধ্যে স্বাভাবিক ডেটা ছাড়াও থাকতে পারবে কম্পিউটারকে চালু করার মতো জটিল তথ্য। এতদিন তথ্য সংরক্ষিত হতো 0101 বায়নারি দিয়েম আর আবেদিনের প্রযুক্তিতে তথ্য থাকবে বিভিন্ন ধরণের চিত্র, যেমন ত্রিভুজ, চতুর্ভুজ ইত্যাদী, তাই তথ্য লেখার সময় অনেক অব্যবহৃত স্থান ব্যবহার করে অনেক বেশী তথ্য রাখা সম্ভব। উপস্থিত দর্শকদের অনেকেরই প্রশ্ন ছিলো যে কাগজে তথ্য থাকতেই পারে, কিন্তু সেটা লেখা হবে কিভাবে আর পড়াই হবে কিভাবে। আবেদীনের উত্তরে মনে হয়েছে বিষয়টি সিডি/ফ্লপি থেকে তথ্য গ্রহণ করার চাইতেও অনেক সহজ একটি বিষয়। কাগজ বা প্লাস্টিকে রাখা তথ্য একটি বিশেষ স্কেনার দিয়ে পড়া যাবে, প্রাথমিকভাবে এটার নাম দেয়া হয়েছে “রেইনবো টেকনলোজি” এবং কাগজ বা প্লাস্টিকের তৈরী একটি ডিস্ককে তারা বলছেন রেইনবো ভার্সেটাইল ডিস্ক (RVD) এবং RVD-তে রাখা তথ্যের নাম দেয়া হবে রেইনবো ফরম্যাট। একটি ডিভিডিতে যেখানে ৪.৭ গিগাবাইটের বেশী ধারণ করা সম্ভব না সেখানে একটি RVD-তে অনেয়াসে ৯০ থেকে ৪৫০ গিগাবাইট তথ্য রাখা সম্ভব এবং একটি ব্ল্যাঙ্ক সিডির দাম ১৫ টাকা হলে একটি RVD-এর দাম হবে মাত্র ৩ টাকা। এই প্রযুক্তি অত্যন্ত সস্তা এবং সেজন্য ব্যপকহারে এর ব্যবহার করা সম্ভব।