এডোবি ডেভলাপার মাইক মেলাসন গত ১৫ তারিখে লিনাক্সের জন্য ফ্ল্যাশ প্লেয়ারের সর্বশেষ সংস্করণ ৯-কে সর্বসাধারণের ব্যবহারের জন্য এডোবি ল্যাব থেকে উন্মুক্ত করে দেন। ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ ছিলো ওয়েব সাইটের পটভূমি অলংকৃত করার জন্য একটি ডিজাইনিং টুল। পরে ম্যাক্রোমিডিয়াকে এডোবি কিনে ফেললে ফ্ল্যাশ উন্নয়নের সমস্থ দায়ভার নিয়ে নেয় এডোবি ইঙ্ক।

লিনাক্স ব্যবহারকারীদের জন্য এডোবি ফ্ল্যাশ প্লেয়ার এবার দু’টি ভার্সনে উপস্থত হয়েছে। একটি মোজিলা’র গ্যাকো ইঞ্জিন ভিত্তিক ব্রাউজারগুলি (যেমন: ফায়ারফক্স, এপিফেনি, কনকরার ইত্যাদী)-তে চলবে, যা ফ্ল্যাশ ভিত্তিক ওয়েব সাইটগুলি প্রদর্শন করবে এবং অন্যটি GTK 2 ভিত্তিক স্বাবলম্বী প্লেয়ার।

লিনাক্স ব্যবহারকারীদের অনেকদিনের প্রতিক্ষা ছিলো ফ্ল্যাশ প্লেয়ারের জন্য। লিনাক্সের জন্য ফ্ল্যাশ প্লেয়ার ৭ এর প্রায় তিন বছর পরে আলো এই আপডেটটি। এডোবি এই প্রজেক্টিকে Penguin.SWF নাম দিয়েছে।