পৃথিবীর সমস্থ ছোট বড় কোম্পানীর নিজস্ব লোগো বা চিহ্ন রয়েছে। এই লোগো দেখে কোম্পানীকে সনাক্ত করা হয়ে থাকে। প্রতিষ্টিত হবার পর থেকে আজ পর্যন্ত অনেকটা সময় পাড়ি দিয়েছে বিশ্বনন্দিত সফটওয়্যার কোম্পানি মাইক্রসফট। কিন্তু এতদিন সময় পার হয়ে গেলেও মাইক্রসফট তাঁদের জন্য একটা লোগো নির্ধারণ করতে পারেনি। ব্যবহার করে এসেছে লাতিন অক্ষরে মুদ্রিত নিজেদের নামট লোগো হিসেবে। কিন্তু শেষ পর্যন্ত অক্টোবর মাসের শেষ দিকে মাইক্রসফট তাঁদের লোগো চুড়ান্ত করেছে। তবে এখন থেকেই মাইক্রোসফট বানিজ্যিকভাবে এই লোগো ব্যবহার করবে কি-না সে বিষয়ে মাইক্রসফট প্রেসে কোনো মন্তব্য করেনি মাইক্রসফটের প্রতিনিধিরা কিন্তু মাইক্রসফটের ওয়েব সাইটে লোগোটির ব্যবহার করতে দেখা গ্যাছে। ইন্টারনেট এক্সপ্লোরার ৭ বা মোজিলা ফায়ারফক্স দিয়ে মাইক্রসফটের ওয়েব http://www.microsoft.com-এ বেড়াতে গেলে ঠিকানার পাশে লোগোটিকে দেখা যায়।

আশা করা যাচ্ছে উইন্ডোজ ভিস্তা বা অফিস ২০০৭ বাজারজাত করার সময় মাইক্রসফট এই লোগোটি ব্যবহার করতে পারে।