সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠানরত লিনাক্স ওয়ার্ল্ড ২০০৬ এর আসরে গতমাসের ১৬ তারিখে নোভেল এবং লেনোভো পৃথিবীর প্রথম লিনাক্স চালিত থিঙ্কপ্যাড এর ঘোষনা দিলো এর মডেল হচ্ছে T60p, যা চলবে সুসি লিনাক্স এন্টারপ্রাইজ ডেস্কটপ ১০ অপারেটিং সিস্টেমে। নোভেল লিনাক্স ওয়ার্ল্ডে ঘোষণাটি দেবার জন্য বহুদিন থেকে অপেক্ষায় ছিলো।