বাংলা সিনেমার গান ভালো হয়। আব্বার আমলের সিনেমার গানগুলি খুবই ভালো ছিলো, যেটা ওরা সবসময় শুনতো। আমাদের সময় বাংলা সিনেমার গান ভালো হবে এটা ভাবলেই গায়ের লোম খাড়া হয়ে যায়। যে দেশের সিনেমারই কোনো জাত নাই তার আবার গান। তবে গত ৩/৪ বছর ধরে এই ধারা পরিবর্তন হচ্ছে। আমরা এখন দেখার মতন অনেক ভালো সিনেমা উপহার পাচ্ছি, যেটা সত্যই ভাগ্যের ব্যাপার।
সেদিন এনটিভিতে দেখি “মনপুরা” নামের একটি সিনেমার গানের বিজ্ঞাপণ দেখাচ্ছে। ঐ বিজ্ঞাপণের আবহ সঙ্গীত শুনেই মনে হচ্ছিলো কোনো একটা ঘটনা আছে, এটা আর দশটা সিনেমার মতন না। আর সাথে সাথে পর্দায় ভেসে উঠে “সঙ্গীত: অর্ণব।” ব্যাস, আর কে পায়। এই সুযোগ তো ছাড়া যাবে না।
তখন থেকেই মনে মনে এলবামটা কিনবো কিনবো করছি কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। গতকালকে আবার এফএম-এ একটা গান শোনালো। আর তো সহ্য হয়না। আজকে গিয়ে কিনে আনলাম।
সত্যি বলছি, অদ্ভুত করেছে গানগুলি। বাংলাদেশের গান, বাংলার গান। এগুলি আমাদের গান। ভারতের এ.আর. রহমানের থেকেও ভালো সঙ্গীত আমাদের দেশে হয়।
আপনাদের জন্য এলবামের ৮টি ট্র্যাক শোনার ব্যবস্থা করে দিলাম। নিচে থেকে গানগুলি শুনতে পারবেন।
১. নিধুয়া পাথারে – ফজলুর রহমান বাবু
২. যাও পাখি বলো তারে ১ – চন্দনা মজুমদার ও কৃষ্ণকলি
৩. সোনার ময়না – অর্ণব
৪. নিধুয়া পাথারে ২ – চঞ্চল ও কৃষ্ণকলি
৫. সোনাই হায় হায় রে – ফজলুর রহমান বাবু
৬. যাও পাখি বলো তারে ২ – কৃষ্ণকলি
৭. নিধুয়া পাথারে ৩ – ফজলুর রহমান বাবু
৮. আগে যদি – মমতাজ
৯. প্যাশন অফ মনপুরা – মনপুরা আবহ সঙ্গীত
গানগুলি ভালো লাগলে একটা এলবাম কেনার জন্য অনুরোধ করছি। সঙ্গীতকে শ্রদ্ধা করি দেখে আমি কোনো ডাউনলোডের লিঙ্ক দিলামনা এবং আশাকরি আমার কাছে কেউ লিঙ্কের জন্য আব্দার করবেন না।