Tags
Always on My Mind নামে আমেরিকায় এই পর্যন্ত প্রায় ২০টি গান রিলিজ হয়েছে এলবাম আকারে, যেগুলি বড়-বড় মিউজিক চার্টে অবস্থান করেছে বিভিন্ন সময়। আমি যতদুর জানি, এলভিস প্রিসলি বৌ-এর সাথে বিচ্ছেদ হবার পরে Always on My Mind নামের একটা গান রিলাজ করেন, যেটা সুপার ডুপার হিট্ হয়ে যায়।
বিভিন্ন শিল্পীদের গাওয়া Always on My Mind গানের কথ অভিন্ন না হলেও এই নামের যে-কোনো গানই অসাধারণভাবে সফল হয়েছে বিভিন্ন সময় এবং সমাদৃত হয়েছে বিশ্বজুড়ে সবরকমের সঙ্গীত শ্রোতাদের কাছে।
২০০৮ সালে রিচার্ড মার্কস আরেক শিল্পী ম্যাট স্ক্যানেলের সাথে একটি লাইভ অনুষ্ঠানে Always on My Mind নামে একটি গান করেন এবং সাথে সাথে ভক্তরা গানটির জন্য পাগল হয়ে যায়। শুধু এই গানটি বাজারে আনার জন্য ম্যাট স্ক্যানেলের সাথে Duo নামের একটি সম্পুর্ণ একুইস্টিক এলবাম বাজারে আনা হয়।
গানটি শোনা যাবে এখান থেকে:
[audio:http://omi.net.bd/files/media/Always On Your Mind.mp3]
রিচার্ড মার্কসের Right Here Waiting গানটা শোনেনি এরকম সঙ্গীতপ্রেমী অনেক কম পাওয়া যাবে। একসময় অনেক শোনা হতো গানটা। আমার এই গানটা এবং এর কথাগুলি অসাধারণ লেগেছে।