বাংলা সিনেমার গান ভালো হয়। আব্বার আমলের সিনেমার গানগুলি খুবই ভালো ছিলো, যেটা ওরা সবসময় শুনতো। আমাদের সময় বাংলা সিনেমার গান ভালো হবে এটা ভাবলেই গায়ের লোম খাড়া হয়ে যায়। যে দেশের সিনেমারই কোনো জাত নাই তার আবার গান। তবে গত ৩/৪ বছর ধরে এই ধারা পরিবর্তন হচ্ছে। আমরা এখন দেখার মতন অনেক ভালো সিনেমা উপহার পাচ্ছি, যেটা সত্যই ভাগ্যের ব্যাপার।
সেদিন এনটিভিতে দেখি “মনপুরা” নামের একটি সিনেমার গানের বিজ্ঞাপণ দেখাচ্ছে। ঐ বিজ্ঞাপণের আবহ সঙ্গীত শুনেই মনে হচ্ছিলো কোনো একটা ঘটনা আছে, এটা আর দশটা সিনেমার মতন না। আর সাথে সাথে পর্দায় ভেসে উঠে “সঙ্গীত: অর্ণব।” ব্যাস, আর কে পায়। এই সুযোগ তো ছাড়া যাবে না।
তখন থেকেই মনে মনে এলবামটা কিনবো কিনবো করছি কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। গতকালকে আবার এফএম-এ একটা গান শোনালো। আর তো সহ্য হয়না। আজকে গিয়ে কিনে আনলাম।
সত্যি বলছি, অদ্ভুত করেছে গানগুলি। বাংলাদেশের গান, বাংলার গান। এগুলি আমাদের গান। ভারতের এ.আর. রহমানের থেকেও ভালো সঙ্গীত আমাদের দেশে হয়।
আপনাদের জন্য এলবামের ৮টি ট্র্যাক শোনার ব্যবস্থা করে দিলাম। নিচে থেকে গানগুলি শুনতে পারবেন।
১. নিধুয়া পাথারে – ফজলুর রহমান বাবু
২. যাও পাখি বলো তারে ১ – চন্দনা মজুমদার ও কৃষ্ণকলি
৩. সোনার ময়না – অর্ণব
৪. নিধুয়া পাথারে ২ – চঞ্চল ও কৃষ্ণকলি
৫. সোনাই হায় হায় রে – ফজলুর রহমান বাবু
৬. যাও পাখি বলো তারে ২ – কৃষ্ণকলি
৭. নিধুয়া পাথারে ৩ – ফজলুর রহমান বাবু
৮. আগে যদি – মমতাজ
৯. প্যাশন অফ মনপুরা – মনপুরা আবহ সঙ্গীত
গানগুলি ভালো লাগলে একটা এলবাম কেনার জন্য অনুরোধ করছি। সঙ্গীতকে শ্রদ্ধা করি দেখে আমি কোনো ডাউনলোডের লিঙ্ক দিলামনা এবং আশাকরি আমার কাছে কেউ লিঙ্কের জন্য আব্দার করবেন না।
kintu vaia, amar *** install kora ase, ami gaan sunar jonno click kortei *** **** kore download shuru kore dise… 🙁
আসলেই অদ্ভুত সুন্দর গানগুলো !!! ফজলুর রহমান বাবু যে এত সুন্দর গান করেন আগে কখনও শুনি নি । অমি ভাই কে দুটো ধন্যবাদ – ১. গানগুলো শোনার সুযোগের জন্য এবং ২. পাইরেসির বিরুদ্ধে শক্ত অবস্থান এর জন্য । আমাদের দেশের শিল্পীদের গান আমরা যদি কিনে না শুনি, তাহলে তারা গান গাইবেন কিজন্য !
@Rubel
তুমি মিঞা পাইরেসি দিয়ে ভরে গেছো। একে তো ঐ ডাউনলোড ম্যানেজার চালাও পাইরেটেড, আবার গানগুলাও নামাইলা।
আমি তোমার কমেন্ট এডিট করে দিলাম যাতে তুমি কিভাবে তা করলা মানুষ না জানতে পারে। 🙁
Khub e valo legese….ornob is the best.
Omi vai…thanks a lot….
View -> ****** Code
গানগুলো ভালো লাগলো। যদিও আলমগীর ভাই’র কথামত ডাউনলোড করলাম কিন্তু তারপরও এলবাম টা কিনব।
অমি,
শব্দটা ‘নিধুয়া পাথারে’ যার মানে হচ্ছে ‘অসীম সাগরে’।
^^ Corrected 🙂
অনেক বাংলা শেখার আছে। বিদেশে বসে গানগুলি কেমন লাগলো বন্ধু?
গান গুলো সত্যিই ভালো। একটা এলবাম কিনে নেবো।
jotil gaan, khub e valo lagse, omi vai thanks again
download korte parsi, kintu bola jabe na kemne 😉
we should keep the copyright issue
গানগুলো সুন্দর, অর্ণব উন্নতি করছে। তবে একটা কথা আছেঃ “ভারতের এ.আর. রহমানের থেকেও ভালো সঙ্গীত আমাদের দেশে হয়” এই কথাটা যদি “কথার কথা” হিসেবে বলে থাকেন তাহলে সমস্যা নাই, কিন্তু যদি সিরিয়াসলি বলে থাকেন তাহলে সিরিয়াসলি বলছি, ডাক্তার দেখান, অথবা কিছুদিন বিশ্রাম নিন।
বিঃদ্রঃ আমি কিন্তু ভারতের দালালী করছি না,এ.আর. রহমানকে আমি গুরু মানি। সবসময় আমি ওনার কথা বলার সময় “গুরু” বলে উল্লেখ করি; উনি ইয়ানির সমকক্ষ, কোনো কোনো ক্ষেত্রে তাঁর চেয়েও বেশি। অর্ণব যে খারাপ কিছু করছে না তা বলছি না, কিন্তু গুরুর সাথে তার তুলনা করার চিন্তাও করা উচিত না। ছোটোবেলা থেকে গান শিখছি, তাই গুরুজী কত উপরের মানুষ সেটা অনুধাবন করতে কষ্ট হয় না, আর তাই ওনার সম্মন্ধে এ ধরণের মন্তব্য সহ্য করতে পারলাম না। আর একটা কথা বলে রাখিঃ অর্ব্বদা একটা সাক্ষাতকারে নিজেই বলেছিলেন, উনি খুব শীঘ্র নতুন কিছু না শিখলে এই বিদ্যা দিয়ে বেশিদূর আগাতে পারবেন না। বেআদবি মাফ করবেন।
অসাধারন ! ফুয়াদের গান শোনার পর আমার ধারনা ছিল যে বাংলা সিনেমার গান মানে “যৌবন আমার লাল টমেটো” কিন্তু সে ধারনা পালটাতে হচ্ছে 🙂
আমি একটা দুষ্টু ছেলে। গতির ঢিলেমির জন্য গানগুলো অনলাইনে না শুনে আগে ডাউনলোড করলাম। শোনার পর মনে হল এইরকম গান যদি আরো শুনতে হয় তবে পৃষ্ঠপোষকতা আমার নিজের গরজেই করা দরকার। পুরো অ্যালবাম ডাউনলোড করার পরও একটু আগে সিডিটা আবার কিনে এনেছি।
অমি ভাইকে অনেক অনেক ধন্যবাদ। বাংলা সিনেমার্য এইরকম গান হতে থাকলে বেশি সময় লাগবে না। মানুষজন হিন্দি গান শোনা ছেড়ে দেবে।
khub valo laglo…
thanks
Dada ke dhonnobad……….passio for Monpura oneek shundor……..r arnob n krishnokoli er gangulo o khub bhalo legese……..
হায়রে, সবাই download করতে পারে…
নাহ, এ আর রহমান এর শাথে তুলনা করবনা, কারন আমি একটু হলেও জানি এ আর রহমান কি জিনিস। তবে হা অর্নব আমাদের হিরের টুকরো ছেলে। মানতেই হবে।
Thanks to অমি ভাই…share করার জন্য।
অমি ভাই আপনাকে ধন্যবাদ। আসলেই গান গুলো আমাদের গান, বাংলার গান। গান গুলো যারা লিখেছেন এবং যারা যুগের পর যুগ ধরে গান গুলো নিঃস্বার্থ ভাবে নতুন প্রজন্মের কাছে বয়ে এনেছেন তাদেরকে অস্বীকার বা অগ্রাহ্য করার উপায় নাই। তাই আমার হৃদয়ের অন্তস্থল থেকে তাদের জানাই গভীর শ্রদ্ধা।
ামি
ami onek ovivutoy shobar response a . . .cd kenar jonno dhonnobad . .. dhonnobad prappo apnader manoshikotar
মনপুরার সিিড িকনুন
yes, buy Monpura..
@shahed ali
অনলাইনে কিনার ব্যবস্থা করেন সত্ত্বর। (আমাদেরগান আনন্দের সাথে করবে)।
@অমি
গান ভাল লাগছে বলতেই হবে। কিন্তু মুভিখান দেখি নাই। স্টিল দেইখা মনে হচ্ছে গ্রাম বাংলার ছবি, এটা মধ্যে অর্ণবের ড্রামের বাদ্যের গান কেমনে মিল খাইল সেটা দেখার অপেক্ষায় আছি। অর্ণব যেটা নিজে গাইছে, সেইটা অন্য কাউরে দিলেও ভাল হইত।
আমি আলমগীরের সাথে একমত। শুধু অর্ণব না, সুরকার কাররই নিজে গান করা উচিৎ না। এই যে হাবিব গান করছে তার নাঁকি কন্ঠে। সবাই হাবিবকে ঘৃণা করতে শুরু করেছে এবং হাবিব নামের এই ফুল অচিরেই ঝড়ে যাবে। অর্ণবের গলায় এইগুলো গানে ভালো লাগেনি। ওর সেটা বোঝা উচিৎ।
amaro valo lagse. jodio aro sunte hobe gaan gulo..
ONEKKKKKKKKKKK VALO LAGCE.AMI SOBAIK GAN GULU PATHIEACI.THANKS OMI….
Joss
Onneek shundor gaan,,,,ami er amar bou gaan gula shunte shunte pray mukhosto kore feltechi,,,thanks Omi,,,,much appriciated,,
ফজলুর রহমান বাবু, a great singer and I agree with Emran Bro.
chudir vai shimul,
download koira copyright chudaio na.
amar moto taka khoroch kore album kino; audio cd; not mp3. tahole original sound er moja paba.
thanks omi bhai for sharing such a beautiful album with us. my sister already bought this album.
i loved যাও পাখি বলো তারে kirsno kolier version ta 🙂
Babo bhai khub sondor gan koresen. Sob tik theke parodorsi tai thnx
EXCELLENT, A LOT OF THANKS
ETO VALO LAGLO
GHAR KUTUM Khato “SUTKA BHAI” mane amader Fazlur Rahman Babu bhai je eto baro ekta singer hoyeche ta amar jana chilo na. THANKS BABU BHAI, JUG JUG JEO
Amar *** setup ase , jar fole download link ese jai…….kintu ami d.load korlam na. karon songit ke amio shroddha kori.
Nithua Patharae… guys i liked this song sooo much … i wish .. i wish .. there were more folk songs like these…
Awesome.. Thanks for this post OMI Vai
দেশের বাইরে থাকি বিধায় ডাউনলোড করলাম,সিডি এখানে সহযলভ্য নয়। তবে সিডি অবশ্যি কিনব, প্রথম সুযোগ পাওয়া মাএ। (দেশে গেলাই প্রচুর সিডি কেনা হয় নতুন পুরাতন শিল্পীদের, এই এলবামটিও লিষ্টে যুক্ত হ্ল)।
আর, গান গুলো এক কথায় চমৎকার!
গানটি শুনে মনে অনেক অনেক ভাল লাগলো্………
Very good song. Please purchase CD for encourging to singer.
siraj
I LOVE MONPURA. KHUB VALO-LAGLO.
“Omi Azad 2008-08-14, 1:28 am
@Rubel
তুমি মিঞা পাইরেসি দিয়ে ভরে গেছো। একে তো ঐ ডাউনলোড ম্যানেজার চালাও পাইরেটেড, আবার গানগুলাও নামাইলা।
আমি তোমার কমেন্ট এডিট করে দিলাম যাতে তুমি কিভাবে তা করলা মানুষ না জানতে পারে।”
অমি ভাই,
আপনি রুবেল ভাইয়ের কমেন্ট এডিট করে দিয়েছেন যেন পাইরেসির জন্য সফটওয়্যারটি সম্পর্কে জানতে না পারে। আবার আপনার কমেন্টে আপনি নিজেই সফটওয়্যারটির নাম লিখে দিয়েছেন। বিষয়টি “বজ্র আটুনি, ফস্কা গেরোর মতো হয়ে গেল না?
the is song veri naes
মনপুরা গান গুেলা েযমন সুন্দর েতমন মনপুর ো খুব সুন্দর
আিম আসা করেবা সাবই একবার েদেখ আসেবন
i love monpura
I love monpura.All the best.
মনপুরা’র হল প্রিন্ট দেখছি। মোটের উপর ভালোই লাগছে। তবে যত হৈচৈ হইছে তত ভালো না।
Duur bangla unijoy,bijoy,avro,probhat sob lekha lekha kono tai thik moto lekhte pari na. ektar modhdhe arek ta dhuke pore. TAR CHEYE BANLISH is the best.
No comment .. Feeling in heart
monpura filmta khub bhalo hoice gangula fata fati hoice.amio gaien kintu?
what a number of aweful songs are available in the film. I am amazed to see the songs of the movie.
I LIKE YOU MONPORA MOVE
তোমার এখনো অনেক গান শুনতে হবে। আরেকটা কথা নিজেকে নিজে বড় বলা, নিজের ছোটত্বের লক্ষণ। তাই “ভারতের এ.আর. রহমানের থেকেও ভালো সঙ্গীত আমাদের দেশে হয়”- এরকম মত দেবার আগে কয়েকবার ভাবা উচিৎ বলে মনে করি। ঈশ্বর তোমাকে যেন জ্ঞান বুদ্ধি দেন।
আমি চাই গান গুলু
গানগূলি থুবই ভাল.
দারুণ একটা মুভি আমার কাছে ভাললাগে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন।
Indranil Sengupta said:
অপূর্ব। আচমকা এসে পড়েছি এখানে,নিধুয়া শব্দের মানে খুঁজতে খুঁজতে।মুগ্ধ হলাম।ধন্যবাদ।.
Omi Azad said:
নিধুয়া -> অসীম 🙂
Mohammed Abubakker said:
আবু বককর
Sohel Khan said:
খুব ভাল
Sohel Khan said:
সোনায় হায় হায় রে আমার কাছে খুব ভাল লাগে.
Tata Bye said:
দারুন সিনেমা
Sk Jakir said:
nice song.
Humaun Kobir said:
মন পুরা পেসন ওপ খুবেই বেলো লাগে সিতত
Humaun Kobir said:
আমরা সবাই জদি বংলা গান কে লালন করি
এদেশটা