Reality Bites

~ by Omi Azad

  • নীড়
  • আমার সম্পর্কে
  • আমার দেখা সিনেমা
  • English
  • বাংলা

Category Archives: রিভিউ

Review

স্টার সিনেপ্লেক্স – যাত্রার প্রায় ১০ বছর!

26 বৃহস্পতিবার Sep 2013

Posted by Omi Azad in রিভিউ

≈ 2 Comments

Tags

Bangladesh, Base, Cineplex, Movies, Quality

@ Star Cineplexমাল্টিপ্লেক্সের যাত্রা বাংলাদেশে অনেক দেরীতে শুরু হলেও মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখাটা অনেকটা আভিযাত্যের বিষয় ছিলো।

আমার যতদুর মনে পড়ে ২০০৪ সালের শেষে বা ২০০৫ সালের শুরুতে সিনেমা দেখতে গিয়েছিলাম স্টার সিনেপ্লেক্সে। তখন শুধু মধুমিতা সিনেমা হলে ভালো কোয়ালিটির হলিউড সিনেমা দেখার সুযোগ ছিলো, কিন্তু দূরত্ব অনেক বেশী হওয়ায় কখনো যাওয়া হয়নি! আমার বন্ধুরা জেনে থাকবে, শুরুর দিক থেকেই আমি স্টার সিনেপ্লেক্স পেক্ষাগৃহের দর্শক, কিন্তু কখনো তাদের মান বা সেবা নিয়ে কিছু লেখা হয়নি। সেদিন সিনেমা দেখতে গেলে সিনেপ্লেক্সের এক ছেলে একটা ফিডব্যাক ফর্ম নিয়ে সামনে আসলো। আমার একটাই লাইন মাথায় এসেছিলো, “It’s been 9 long years, take a break and fix things!” তবে আরও কিছু বলা যেতো মনেহয়। আজকে ব্লগে সেগুলি লিখি।

টিকেটের দাম: এই বিষয়টি নিয়ে লেখার প্রয়োজন বোধ করছি। আরম্ভ হওয়ার পর থেকে এখন পর্যন্ত স্টার সিনেপ্লেক্সে টিকেটের দামে কোনো প্রভাব পড়েনি। মধ্যবিত্তদের কথা চিন্তা করেই হয়তো কর্তৃপক্ষ টিকেটের দামে কোনো তারতম্য করেনি। এমনকি সদ্য তারা থ্রিডি সিনেমা প্রদর্শন শুরু করলেও টিকেটের দামে সেরকম পার্থক্য নেই। দামগুলি সহনীয়। তবে আমি মনে করি, টিকেটের দাম ঠিক রাখতে গিয়ে অন্যান্য সেবায় কিছুটা প্রফেশনালিজমের অভাব হচ্ছে, সেগুলিতে এক এক করে আসি।

প্রোজেকশন: হল ১, ২ এবং ৪ একেবারেই ডিজিটাল প্রজেকশন, কিন্তু হল ৩ এখনো ফিল্মেই সিনেমা প্রোজেক্ট করে। তাই স্ক্রিনে ছবির মধ্যে দাগ টাগ চলে আসে এবং এক ফিল্ম থেকে আরেক ফিল্মে সুইচ হওয়ার সময় যেটা অনেক বেশী বাজে লাগে দেখতে। এই যুগে এটা বিরক্তিকর। আমি জানিনা ফিল্ম প্রজেকশন বাদ দিয়ে ডিজিটালে গেলে কত খরচ বাড়বে। তবে আমি নেপালে গ্রামের হলগুলিতেও দেখেছি, তারা ফিল্ম প্রজেকশন বাদ দিয়ে দিয়েছে! তবে সিনেপ্লেক্সকে ধন্যবাদ অন্তত তিনটা হল ডিজিটালে উন্নিত করার জন্য!

হলের অবস্থা: আমার মনে পড়ে না, শুরু হওয়ার পরে থেকে প্রতি ঈদের পরের সপ্তাহ এবং বসুন্ধরা সিটিতে আগুন লাগার দুর্ঘটনা ছাড়া আর কোনো সময় তারা বিরতি নিয়েছে। আর যেহেতু বিরতি নেয়নি, সেহেতু রক্ষণাবেক্ষণের কাজও ঠিক মতো করা হয়না। হল ১, ২ এবং ৩-এর কোনো সিটে আর সিট নম্বর লেখা নেই। যদিও আমার মনেহয় নম্বরের স্টিকার লাগাতে ১ ঘন্টার বেশী সময়ের প্রয়োজন নেই। প্রবেশের সিঁড়ির ধাপগুলিতে একসময় আলো থাকলেও এখন অনেকগুলি ধাপের বাতি নষ্ট। নষ্ট হলের ভেতরের অন্যান্য বাতিগুলি, আর তাই সিনেমা শেষ হলে একটি স্ট্যান্ডে ফ্লাড লাইট জ্বালিয়ে দেয়া হয়।

আলোর সমস্যার সাথে সিটের সমস্যাও আছে। আমি কিন্তু এখনে হল ১, ২ এবং ৩ নিয়েই কথা বলছি। ৪ নং হল যেহেতু একেবারেই নতুন, সেটায় এখনো বয়সের ছাপ পড়েনি। যাই হোক, সিট নিয়ে যেটা বলছিলাম, অনেকদিন থেকে ব্যবহার হতে থাকায় সিটগুলি বেশ ময়লা এবং কিছু সিটের কভার ছেঁড়া!

পরিস্কার পরিচ্ছন্নতা: ব্যবহার হতে হতে পুরাতন হয়ে যাবার জন্য সম্ভবত এখন ১, ২ এবং ৩ নম্বর হলের ভেতরটা অনেকটাই অপরিস্কার মনে হয়। একটি সিনেমা শেষ হওয়ার পরে আরেকটি শুরু হওয়ার সময় কম হওয়ায় সম্ভবত পরিস্কার করার সময় পাওয়া যায়না ঠিকমতো। আর যেহেতু সাপ্তাহিক বিরতি নেই, তাই ঠিকমতো পরিস্কার করাও হয়না বলে আমার মনে হয়। আমি অনেকবার এয়ার ফ্রেশনার ব্যবহার করতে দেখেছি, কিন্তু এমন যেনো একটা আঁশটে গন্ধ থেকেই যায়!

সিনেমার সাথে মশা ফ্রি: বসুন্ধরা মলের অন্য কোথাও মশা কামড় না দিলেও হলের ভেতরে মাঝে মধ্যে মশার কামড় খেতে হয়। মশা নিয়ন্ত্রণ করা বাংলাদেশের মতো জায়গায় কঠিন কাজ, তবে হলের ভেতরে নিয়ন্ত্রণ করাটা আমার কাছে কঠিন মনে হয়না। তও কেনো তারা নিয়ন্ত্রণ করেনা, সেটা আমার জানা নেই।

প্লাটিনাম মেম্বার: সে এক সোনার হরিণ! আমি গত দুই বছরের বেশী সময় ধরে মাঝে মাঝেই তাদের ওখানে সালমা খাতুন নামে একজনের সাথে যোগাযোগ করি সদস্য হওয়ার জন্য। সরকারী অফিসের মতো উনিও আমার সামনে ভাঙ্গা রেকোর্ড বাজিয়ে দেন, “আমাদের সফটওয়্যারে নতুন সদস্য করার আর জায়গা নেই (!), পুরনো কেউ সদস্যপদ ছেড়ে দিলে আপনাকে কল দেয়া হবে। আপনি আপনার নম্বর রেখে যান।” তবে যিনি নম্বর রাখেন, দেখেই বোঝা যায় তার গরজ কতটুকু। হয়তো মন্ত্রী মিনিস্টারের রেফারেন্সে বা দেশের ভিভিআইপি হলে সেই সদস্যপদ পাওয়া যেতে পারে!!

ফেসবুক পেজ এবং ওয়েবসাইট: স্টার সিনেপ্লেক্সের ফেসবুক পেজের অ্যাক্টিভিটি বেশ ভালো। এক তরফা পোস্ট না দিয়ে সদস্যদের সাথেও ইন্টারেকশন করে দেখা যায় এডমিনদের। ফেসবুক পেজ থেকে জানা যায় নতুন অফার এবং আগামী সিনেমার নাম ও সময়। একই সাথে ওয়েবসাইট থেকেও আগামী সিনেমার খোঁজ খবর মিললেও সাইটটি এতটাই আনপ্রফেশনাল যে মনে হয় ৯০ দশকের একটা সাইট ভিজিট করছি। অথচ স্টার সিনেপ্লেক্স কিন্তু দেশের সুপ্রতিষ্ঠিত সফটওয়্যার ফার্ম বেইজ লিমিটেডের কনসার্ন!

সিনেমার মান: শুরুর দিকে ভালো সিনেমা আসতে অনেক দেরী হলেও এখন সম্ভবত তারা ভারতীয় পরিবেশকদের কাছ থেকে সিনেমা নিয়ে আসে, আর সেজন্য একটা ভালো সিনেমা মুক্তির সাথে সাথেই আমরা দেখার সুযোগ পাচ্ছি স্টার সিনেপ্লেক্সে। আয়রন ম্যান বা ম্যান অফ স্টিল মুক্তি পাওয়ার সপ্তাহেই বা তার পরের সপ্তাহেই আমরা দেখার সুযোগ পেয়েছি। সেজন্য অকপটে বলতে পারি স্টার সিনেপ্লেক্সের সিনেমার মান ভালো।

শেষ কথা: হয়তো খুঁটি নাটি অনেক কিছু লিখলে লেখা যেতো। কিন্তু ওখানে আমাদের অনেক আনন্দ মিশে আছে, তাই আমি চাইবো কর্তৃপক্ষ একতরফা হল না চালিয়ে একটু রক্ষনাবেক্ষনের কাজ করলে আমাদের আনন্দটা আরও সুন্দর হবে। একটা উচ্চ মানের মাল্টিপ্লেক্সের কাছে নিশ্চয়ই আমরা ময়লা, দুর্গন্ধ, মশা আশা করিনা।

রিভিউ: বেলিসমো প্রিমিয়াম আইসক্রিম

23 শুক্রবার Aug 2013

Posted by Omi Azad in রিভিউ

≈ 5 Comments

Tags

বাংলাদেশ, Bangladesh, Bellissimo, Ice Cream

বেলিসমো প্রিমিয়াম আইসক্রিম

বেশ কিছুদিন হলো বেলিসমো প্রিমিয়াম আইসক্রিম বাজারে এসেছে। আমি দেখেছি ২০১৩ ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলায়। সেই সময় অসাধারণ নজর কাড়া সব প্রমোশন এবং ভিন্ন স্বাদ নিয়ে আসায় একটু স্বস্তি পেয়েছিলাম যে এবার দেশে ভালো মানের দেশী আইসক্রিম পাওয়া যাবে। ভিড়ের জন্য তাদের প্যাভেলিয়ানে গিয়ে স্বাদ নেয়ার সুযোগ হয়নি তখন।

বেলিসমো তৈরী করছে কাজী ফার্মস্  গ্রুপ, যাদের রয়েছে কাজী ব্র্যান্ডের ভালো মানের অর্গেনিক কিছু পণ্য। তাই এদের এই পণ্য যে খারাপ হবেনা, তা ধরণা করছিলাম।

আমার ধারণা ভুল হয়ে গেলো, যখন প্রথমবার এদের কোন-আইসক্রিম খেলাম। দু’টি স্বাদের কোন-আইসক্রিম এখন পাওয়া যায় এই ব্র্যান্ডের, আমার কাছে দুটিই ফালতু মনে হয়েছে। এর চাইতে কম দামে ইগলু বা পোলারের কোন-আইসক্রিম ঢের ভালো। তবে আমার স্বভাবের কারণে নিজেকে বাকীগুলি পরখ করা থেকে বিরত রাখতে পারলাম না।

একদিন বাজার থেকে ছয়টি ফ্লেভারের কৌটা নিয়ে নিয়ে আসলাম। সবগুলি ফ্লেভার পাওয়া যায়নি এবং এই ব্লগ লেখা পর্যন্ত সবগুলি বাজারে পাওয়াও যায়না। সেগুলি খাওয়ার পরে আমার অভিজ্ঞতা:

  • প্রিমিয়াম ভেনিলা: বাজারের অন্যান্য ভেনিলা থেকে অনেক উঁচু মানের আইসক্রিম এটি। একটা ক্রিমি ফ্লেভার পাওয়া যায় মুখে দিলে, যেটা অন্য ইগলু/পোলার-এর ভেনিলায় পাওয়া যায়না। চমৎকার লেগেছে আমার কাছে।
  • প্রিমিয়াম চকলেট: প্রিমিয়াম ভেনিলা’র মতো প্রিমিয়াম চকলেটও বাজারের অন্যান্য চকলেট আইসক্রিম থেকে আলাদা। আমি সাধারণত চকলেট জাতীয় জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করিনা, কারণ চকলেট জিনিসটা আমার মনের মতো কখনোই হয়না। কখনো বেশী মিষ্টি হয়ে যায়, আবার কখনো তিতা হয়ে যায় বেশী। কিন্তু এটাতে সবগুলি উপকরণ মেশানো হয়েছে খুব সুন্দরভাবে পরিমাণ মতো। সত্যই প্রসংশনীয়।
  • নাটি পেস্তাচিও: এটা একবার মুখে দিলে কিরা কাটবেন যে আর কোনোদিন মুখে দেবেননা। জঘন্য স্বাদ, উটকা গন্ধ। আমরা কষ্ট করে একটু খেয়ে পাশের বাসার পিচ্চিটাকে দিয়েছি। বাবা দেশে না থাকায় ছেলেটা আবার এগুলি খুব একটা বেশী পায়না, সে এক চামুচ মুখে দেয়ার পরে আর খেলোনা! এখন ওর মা বলে ছেলেটা না-কি আর আইসক্রিমই খায়না।
  • প্রিমিয়াম স্ট্রবেরি: সত্যি কথা বলতে আমার বাসায় কেউই স্ট্রবেরি স্বাদের আইসক্রিম পছন্দ করিনা। কিন্তু প্রিমিয়াম চকলেট ফ্লেভারের মতো এই স্বাদটিও আমাদের ধারণা বদলে দিলো। আমার কাছে মনে হয়েছে আইসক্রিমে স্ট্রবেরি ফ্লেভার ব্যবহার না করে সত্যিকারের স্ট্রবেরি ব্যবহার করা হয়েছে। চমৎকার একটা ফ্লেভার।
  • নাটি আমন্ড: নাটি আমন্ড মুখে দিয়ে অনেকটা গান্ধিপোকার মতো একটা গন্ধ পাওয়া যায়! একটু খেয়েতো আর খেতে পারলামনা, তাই আমাদের বাসায় যেই বুয়াটা কাজ করে, তার মেয়েকে দিয়ে দিলাম। সে একটু খেয়ে জিজ্ঞেস করলো যে এটাতে পোকা মরে পড়েছে কি-না!
  • প্রিমিয়াম ম্যাঙগো: এটা তেমন আহামরি কিছু না যার জন্য একে প্রিমিয়াম বলতে হবে এবং প্রিমিয়াম দাম দিতে হবে। ইগলু/পোলার আইসক্রিমের ম্যাঙগোও একই রকম।

এদের নাটি পেস্তাচিও আর নাটি আমন্ড স্বাদ দুটি আইসক্রিমের নামে কলঙ্ক হয়ে থাকবে। আমার ধারণা বাটার চকলেট আমন্ড স্বাদটাও এই দুটির মতো খারাপ কিছু হবে। এদের আমন্ড বা বাদামের মান খুবই খারাপ।

আপডেট ৭ সেপ্টেম্বর ২০১৩: গতকালকে আবার উক্ত ফ্লেবারগুলি কিনে এনেছি। এবার খেয়ে মনে হচ্ছেনা আহামরি কিছু খাচ্ছি, এটা ইগলু/পোলারের চাইতে ভালো কিছুনা। তাই নীচে কমেন্টকারী অনেকের সাথেই আমি এখন একমত যে এটা আহামরি কিছুনা। হয়তো প্রথমদিকে ভালো কিছু দিয়েছে এখন আর সেটা দেবার প্রয়োজন মনে করছেনা। এটাই হয় বাংলাদেশে!

ই-কমার্স সপ্তাহ

13 রবিবার Jan 2013

Posted by Omi Azad in মন্তব্য, রিভিউ

≈ 12 Comments

Tags

Bangladesh, Bank, Commerce, Online

গত ৫ জানুয়ারি ২০১৩ থেকে ঢাকায় প্রথমবারের মতো শুরু হয়েছিলো ‘ই-কমার্স সপ্তাহ’। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী এ আয়োজনে ছিলো ই-কমার্স বিষয়ক প্রদর্শনী, সেমিনার, গোলটেবিল বৈঠক ও কনসার্ট (ফান্ড তো শেষ করতে হবে)।

E-Commerce Week Banner

‘অনলাইনে কেনাকাটা করুন, যেকোনো কিছু, যেকোনো সময়’ এটাই থিম ছিলো ই-কমার্স সপ্তাহের। কিন্তু বাস্তবটা কিরকম আমরা কী একটু দেখতে পারিনা? ই লেনদেনের কয়েকটা চিত্র দেখা যাক।

  • আমরা আমাদের দেশের ভিসা/মাস্টার/আমেরিকান এক্সপ্রেস কার্ড দিয়ে অনলাইনে বিদেশ থেকে কিছু কিনতে পারিনা, শুধু হোটেল বুকিং দেয়া ছাড়া। সেটা কম-বেশী সবাই জানেন। এমনকি ট্রাভল কোটার ঐ কার্ডগুলি দিয়ে উড়জাহাজের টিকিট কেনা যায়না! উড়োজাহাজের টিকেট মনেহয় বাংলাদেশ ব্যাংকের ট্রাভল ডিকশনারিতে পড়েনা!!
  • আমেরিকায় গ্রেহাউন্ড বাসের কিয়স্ক থেকে টিকেট কিনতে পারিনি, কারণ সামনে কিয়স্ক থাকলেও পেছনের লেনদেন হচ্ছিলো ইন্টারনেটে।

এগুলি বিদেশের কথা। দেশী-বিদেশী লেনদেনে ঝামেলা হতেই পারে। আমি যদি ভুল না করে থাকি, তাহলে এই মূহুর্তে বাংলাদেশে কমার্শিয়াল ব্যাংকের সংখ্যা ৫০এর অধিক, দেখি সেগুলোর অবস্থা কী।

  • ই-কমার্স মানে শুধু কার্ড ব্যবহার করে অনলাইনে কেনাকাটা না, যদি বাংলাদেশ ব্যাংক সেটা মনে করে, তাহলে আমাদের পাথরের যুগে চলে যাওয়া উচিৎ। ই-কমার্স সপ্তাহের ব্যানারে অন্তত সেরকম কিছুই লেখা আছে।
  • ৫০টি ব্যাংকের মধ্যে সর্বোচ্চ ১০টি ব্যাংকের অনলাইন সেবা আছে। অন্যদের থেকে থাকলে, হয় আমি জানিনা বা তারা সেগুলি প্রচার করতে বা সেবা দিতে আগ্রহী না। তো এই ১০টি ব্যাংকের অনলাইন সেবায় কী করা যায়? সেগুলি দিয়ে লেনদেন ও ব্যালেন্স দেখা যায়। ওহ্! মাঝে মাঝে আবার সার্ভার বন্ধ থাকে।
  • উক্ত ১০টি ব্যাংকের মধ্যে সর্বোচ্চ ৫টি ব্যাংক অনলাইনে বসে বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধের সুযোগ দিয়ে থাকে। কিন্তু যদি কোনো কারনে আপনি কিছু ভুল করে ফেলেন, আপনার টাকা আর ফেরৎ পাবেন না।
  • এই ৫টি ব্যাংকের মধ্যে à§©-৪টি ব্যাংক অনলাইনে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা লেনদেনের সুযোগ দিয়ে থাকে। তার মধ্যে ২টি ব্যাংকে কোনো ঝামেলা ছাড়াই লেনদেন করা যায় এবং অন্যগুলিতে বহু কাঠ-খড় পুঁড়তে হয়, তার চাইতে সেবা না নেয়াই ভালো।

অনলাইন ব্যাংকিং এরকম হবার কারন কী? এবার দেখি দেশের ভেতরে ক্রেডিট/ডেবিড কার্ড ব্যবহারের অবস্থা!

  • এক ব্যাংকের মাস্টার ডেবিড কার্ড নিয়ে গেলাম অনলাইনে কিউবির বিল দিতে, কাজ হয়না। কাস্টমার কেয়ারে ঘ্যানর ঘ্যানর করার পরে জানলাম সেই ব্যাংকের ডেবিড কার্ড অনলাইনে ব্যাবহার করা যায়না!!!
  • আরেক ব্যাংকের ভিসা ডেবিড কার্ড নিয়ে গেলাম অনলাইনে ঐ বিলটি দিতে, কাজ হয়না। কাস্টমার কেয়ারে মা-বাবার নাম বলার পরে (ভেরিফিকেশনের জন্য) খানিকটা প্যাচাল পাড়তে হলো। ১০/১২ মিনিট লাইনে থাকার পরে তারা জানালেন সেই ব্যাংকেরও ডেবিড কার্ড অনলাইনে ব্যাবহার করা যায়না!!!
  • এবার একটা ভিসা ক্রেডিট কার্ড নিয়ে গেলাম ঐ বিল দিতে, একই ভাবে জন্ম তারিখ ও চৌদ্দগুষ্টির নাম শোনার পরে আমাকে বলা হলো তারা আমাদের নিরাপত্তার জন্য অনলাইন ট্রানজেকশন বন্ধ করে রাখেন। তবে এক্ষুনি খুলে দিচ্ছেন যাতে আমি বিলটা দিতে পারি। কিছুক্ষণ অপেক্ষায় রাখার পরে আপুটা কাজটা করতে না পেরে প্রচন্ড দুঃখ প্রকাশ করলেন (শুধু হাউমাউ করে কাঁদেননি) এবং আমাকে ঐ ফোনগুলি থেকে ফোন করতে বললেন যেগুলি এই কার্ডের সাথে নিবন্ধিত আছে। সেটাই যদি হবে, তাহলে জন্মতারিখ সহ চৌদ্দগুষ্টির নাম জিজ্ঞেস করার দরকার কী ছিলো?
  • ফোনে কথা হচ্ছিলো একটি ই-কমার্স দোকানের সাথে –
    : ভাই আমার কার্ডতো অনলাইনে ঝামেলা করে।
    : আপনি চেক আউটের সময় ‘ক্যাশ অন ডেলিভারী’ নির্বাচন করুন। আপনি অনলাইনে টাকা দিলে সেই টাকা আমার একাউন্টে আসতে মাস পার হয়ে যাবে, এর থেকে ক্যাশ নিতেই আমরা আগ্রহী!
  • সেদিন ফেসবুকেও দেখলাম, এক বন্ধু লিখেছে, “Bought StartupWeekend Student ticket from _____ but did not get any confirmation. Card is charged. I’ve complained by calling their number yesterday. they said they will inform me the status. but no further communication by them!!!”

কোনো ব্যাংক বলে সেন্ট্রাল ব্যাংকের নির্দেশে আমরা এরকম করছি, আমাদের কাছে চিঠি দেয়া হয়েছিলো। একটা দেশের সেন্ট্রাল ব্যাংক একটাই এবং নীতিমালাও এক, তাহলে একেক ব্যাংক একেক রকম কথা বলে কেন? কেউ সুযোগ দেবে কেউ দেবেনা এরকম হওয়া উচিৎ না।

অনেকে জেনে থাকবেন যে বিদেশে একটা একাউন্ট পে চেক জমা দিতে ব্যাংকে যেতে হয়না। বাসা থেকে চেক স্ক্যান করে অনলাইনে ফর্ম পূরণ করলেই কাজ হয়ে যায়। বেসিস বা বাংলাদেশ ব্যাংক কি আদৌ এগুলি ঠিক করতে পারবে!

পুরুষদের জন্য দেশী পণ্য – কুল

04 মঙ্গলবার Dec 2012

Posted by Omi Azad in রিভিউ

≈ 17 Comments

Tags

Axe, Denim, Kool, Square

আমি ডেনিম ব্র্যান্ডটির একচেটিয়া ভক্ত ছিলাম, কিন্তু দিন দিন আমাদের দেশে এর মান খারাপ হতে থাকায় এক্স ব্যবহার করতে শুরু করি, কিন্তু এখানেও একই সমস্যা! দিন দিন পণ্যের রঙ-চঙ বাড়লেও পরিমান কমতে থাকে। যেই বডি-স্প্রে একমাস যাবার কথা, সেটা সর্বোচ্চ পনেরোদিন ব্যবহার করা যায়। কিন্তু বাহারি বাজ্ঞাপণ আবার ঠিকই চলছে। এক্স তো তাও ব্যবহার করা যায়, কিন্তু ডেনিমের বোতলের অবস্থা দেখলে মনে হয় এটা জিঞ্জিরায় তৈরী হয়।

এবছর শুরুর দিকে স্কয়ার টয়লেট্রিজের কুল বডি-স্প্রে কিনে নিয়ে আসলাম, ব্যবহার করেই ভালো লেগে গেলো। সত্যই অসাধারণ লেগেছে প্রথম ব্যবহারেই। অপেক্ষা করছিলাম পুরুষদের জন্য অন্যান্য পণ্যের। আজকে দেকানে ঘুরতে ঘুরতে দেখি কুল ব্র্যান্ডের শেভিং ফোম ও আফটার শেভ জেল পাওয়া যাচ্ছে। শেভিং ফোম গত ৩ বছরে কেনা হয়নি, তাই সঠিক বলতে পারছিনা এটা কবে বাজারে এসেছিলো। একটা শেভ দিলাম, মাথাই নষ্ট, এত স্মুথ আর আরামদায়ক হবে ভাবতে পারিনি। শেভ করার পরেও একটা ঠান্ডা অনুভুতি।

শেভ করার পরে আমার চামড়া খস্‌খসে হয়ে থাকে, এই আফটারশেভ জেলটা ব্যবহারের পরে অসম্ভব কোমল হয়ে আছে চামড়া। সব মিলিয়ে আমি ভীষণ খুশি এই পণ্যগুলি পেয়ে। অনেকেই হয়তো নাক সিটকাবে দেশী পণ্য বলে কিন্তু আমি একবার ব্যবহার করে দেখার পরামর্শ দেবো, আশাকরি হতাশ হবেনা।

এই পণ্যগুলি কোনোভাবেই আন্তর্জাতিক মান থেকে কম যায়না। অবশেষে একটা ব্র্যান্ড পেলাম যা একসাথ দু্ই/তিনটা ব্র্যান্ডের সাথে প্রতিযোগীতা করবে।

মাইক্রোসফট সার্ফেস (আরটি) নিয়ে চারদিন!

16 শুক্রবার Nov 2012

Posted by Omi Azad in গ্যাজেট, মাইক্রোসফট, রিভিউ, ব্যক্তিগত

≈ 4 Comments

গতমাসে মাইক্রোসফট অনেক ঢাক-ঢোল পিটে সার্ফেস নামের নতুন এই গ্যাজেট লঞ্চ করেছে। সার্ফেস লঞ্চ অনুষ্ঠানগুলিতে মাইক্রোসফটের বড় বড় কর্মকর্তাদের গুলিস্তানের হকার বনে যাওয়া দেখে ভাবলাম এই যাদুর বাক্স চালিয়ে না দেখলেই না! উঠে পড়ে লেগে গেলাম কিভাবে এই জিনিস আমেরিকা থেকে আমদানী করা যায়। গত সপ্তাহে এক বড়ভাই’র আত্মীয়র মাধ্যমে আমেরিকা থেকে একটি সার্ফেস আনিয়ে নিয়েছিলাম। জিনিসটা হাতে পেয়ে অসম্ভব ভালো লাগছিলো। অসাধারণ ডিজাইন, এমনকি প্যাকেজিংটাই অসম্ভব সুন্দর। বলতেই হয় অ্যাপলের কাছ থেকে কিছু হলেও উৎসাহ পেয়েছে মাইক্রোসফট।

আমি একদম কম খরচেরটা কিনেছিলাম। কম খরচ বলতে কী-বোর্ডের ধরণ/রঙে এবং স্টোরেজের পরিমাপের উপর ভিত্তি করে সার্ফেসের দামের অনেক তারতম্য আছে। যেমন:

  • কী-বোর্ড বাদে ৩২ গিবা সার্ফেস আরটি – $৪৯৯
  • কালো টাচ্ কী-বোর্ড ৩২ গিবা সার্ফেস আরটি – $৫৯৯
  • কালো টাচ্ কী-বোর্ড ৬৪ গিবা সার্ফেস আরটি – $৬৯৯
  • অন্য রঙের টাচ্ কভার (সাদা, লাল, ফিরোজা, গোলাপী) – $১১৯
  • সার্ফেস কালো টাইপ কভার – $১২৯

আমি $৫৯৯ দিয়ে কালো টাচ্ কী-বোর্ড সহ ৩২ গিবা সার্ফেস আরটি কিনেছিলাম। আর মাইক্রোসফট জার্মানীর এক বন্ধুর দেয়া কুপন ব্যবহার করে $৯৯ ডিসকাউন্ট নিতে পেরেছিলাম মাইক্রোসফট স্টোর থেকে।

সারাদিন চার্জ করার পরে সেদিন সন্ধ্যায় অনেক উত্তেজনা নিয়ে সার্ফেসটা চালু করলে প্রায় তিন ঘন্টা ধরে স্ক্রিণে “অনুগ্রহ করে অপেক্ষা করুন আমরা আপনার জন্য সার্ফেস প্রস্তুত করছি, ধৌর্যের জন্য আপনাকে ধন্যবাদ” টাইপের একটা ম্যাসেজ ঝুলে ছিলো। অগত্যা আবার চার্জে লাগিয়ে বসে থাকলাম। আমি কিন্তু ওয়াই-ফাইতেও সংযুক্ত করিনি তখনো। চালু হবার পরে ইন্টারনেটে কানেক্ট করলাম, মাইক্রোসফট একাউন্টে লগ-ইন করলাম, কিন্তু স্টোরে গেলে আমাকে বার বার বলছে যে আমি ইন্টারনেটের সাথে সংযুক্ত নই, অথচ আমি অনায়াসে নেট ব্রাউজ করতে পারছিলাম।

পরে বুঝতে পারলাম এখানে দেশ ভিত্তিক ঝামেলা থাকতে পারে। আমি এর আগেও মাইক্রোসফটের সংকীর্ণমনতা দেখেছি এসব ক্ষেত্রে, তাই Outlook-এ গিয়ে আমেরিকার ঠিকানা দিয়ে একটা ইমেইল খুললাম, সার্ফেস ফ্যাক্ট্রি রিসেট দিয়ে আবার ঐ ইমেইল দিয়ে চালু করয় দেখি স্টোরের ঝামেলা ঠিক হয়েছে।

আমার একটা দ্বিতীয় প্রজন্মের আইপ্যাড টু আছে। সার্ফেসটা সেটা থেকে একটু বড় হলেও স্ক্রীনে অতটা উজ্বল না। দিনের আলোতে ব্যালকনিতে ব্যবহার করা যায়না ঠিকমত। তারমানে কেউ যদি গাড়িতে বসে কাজ করতে চায়, সেটা মনেহয়না সম্ভব হবে। থিউটিটিক্যালি এটা ওজন আইপ্যাড থেকে কম বলা হলেও আমার কাছে সেরকম কিছু মনে হয়নি, বরং আকারটা একটু বাল্কি মনে হয়েছে।

উইন্ডোজ আরটি-এর মধ্যে ডেস্কটপ মোড আছে, কিন্তু সেটা কেনো আছে তা আমার কাছে পরিস্কার না। কন্ট্রল প্যানেলে কিছু করতে গেলে কখনো মডার্ণ মোডে কখনো ডেস্কটপ মোডে যায়! আমার মনেহয় ব্যহারকারীরা এতে চরম বিরক্ত হবে।

স্টোরে কাজে লাগার মতন অ্যাপের বড়ই অভাব। আর যেগুলি আছে সেই অ্যপ্লিকেশনগুলি অসম্ভব ধীর গতির! একটায় ট্যাপ করে বসে থাকতে হয়। আবহাওয়ার অ্যাপ্লিকেশনের মিনিট খানেক লাগে ডেটা নিয়ে আসতে (আমেরিকায় আরও ভালো কাজ করতে পারে উচ্চ গতির ইন্টারনেটে)।

যেই অ্যাংরি বার্ডস্ অ্যান্ড্রোয়েডে বিনামূল্যে পাওয়া যায়, বা HD ভার্সনটা আইওএসে দুই ডলার দিয়ে পাওয়া যায়, সেটা (HD কি না সেটা বলা নাই) উইন্ডোজ স্টোরে আইওএসের চাইতে আরও দেড় ডলার দাম বেশী। আমি কারণ বুঝতে পারিনি।

স্কাইপির মতন অ্যাপ্লিকেশন কত খেলনা আর স্লো হতে পারে, সেটা জানতে উইন্ডোজ আরটি ব্যবহার করা দরকার। সামনে-পেছনে ক্যামেরা থাকলেও ক্যামেরার পারফরমেন্স আমার কাছে সেরকম সুবিধার মনে হয়নি! সামনের ক্যামেরার ছবি অনেকটা ব্লার হয়ে যায় থেকে থেকে।

আমার ধারণা এর প্রসেসরে একটা ঘাপলা আছে। সবকিছুই অত্যন্ত ধীর গতির। আর পিসির সাথে ভিডিও, গান, ছবি লেনদেনের বিষয়টা অত্যন্ত বিরক্তিকর এই যুন প্লেয়ারের কারণে।

কেনার আগেই কিছু জিনিস বিবেচনায় আনা উচিৎ ছিলো, যেমন অ্যাপলের একটা পণ্য রিলিজ হলে মানুষ লাইন ধরে সেটা কেনার জন্য অপেক্ষা করে, কিন্তু উইন্ডোজ এইট বা সার্ফেসের ক্ষেত্র কিন্তু সেরকম কিছু হয়নি। জেডিনেটের লেখক বেন উড  একটা সুন্দর কথা লিখেছিলেন “Would I buy a Surface RT right now? Probably not. If it was my cash, I’d be inclined to wait for the Surface Pro, but then that’s because I use tablets like a laptop replacement (where it’s not appropriate or convenient to use a full-size device) rather than as a companion device or for gaming.” এখন সিদ্ধান্তটা ব্যবহারকারীদের। 🙂

তবে সার্ফেসের যে কোনো ব্যবহার নাই তা না, মাউক্রোসফটে উইন্ডোজ গ্রুপের প্রধান স্টিভেন সিনোফস্কি সার্ফেস দিয়ে রোলার স্ক্যাট বানিয়ে দেখিয়েছেন-

আমাদের মা-বোনেরা হয়তো পাটা (যাতে মশলা পেশা হয়) হিসেবেও সার্ফেস ব্যবহার করতে পারবেন। 🙂

← Older posts

Proudly powered by WordPress Theme: Chateau by Ignacio Ricci.