গত ২০১২ সালের জুন মাসে মাইক্রোসফট ছেড়েছি, সবার ক্ষেত্রে যা হয় আমার ক্ষেত্রেও তাই হলো, ছাড়ার সময় কিছু দেনা পাওনা থেকেই গেলো। আমি অনেক ভাগ্যবান যে গত ২৫ তারিখে শেষ পাওনা চেক্‌টি হাতে পেয়েছি। শেয়ার করার মতো একটি বিষয় বলে শেয়ার না করে পারলাম না।

এখান থেকে একটি বিষয় শিক্ষা নেয়া যায়, সহসা কিছু হচ্ছেনা বলে আমরা অনেকসময় নিরাশ হয়ে যাই, অনেক সময় নিজের উপরে নিয়ন্ত্রন হারিয়ে ফেলি, একটু ধৈর্য্য ধরলেই কিন্তু আমরা যা চাই, তা পেয়ে যাই। 🙂