Tags
অফিস, উইন্ডোজ, এক্সেল, ওয়েব এপ, ওয়েবএপস্, গুগল্, ডক্স, পাওয়ারপয়েন্ট, প্রেজেন্টেশন, মাইক্রোসফট, লাইভ, স্প্রেডশিট
একটা সময় ছিলো যখন ধুমধাম ওয়েব ভিত্তিক এপ্লিকেশন বের করে গুগল্ ইন্টারনের ব্যবহারকারীদের মাধা খারাপ করে রেখেছিলো। এখনো সেই ক্রেজ যায়নি, তবে সেই সাথে কোয়ালিটির বিষয়টা যোগ হয়েছে। গুগল্ আর রাইটলি দু’টি এপ্লিকেশন ছিলো শুরুতে, পরের কয়েক হাত ঘোরার পরে গুগল্ রাইটলিকে নিয়ে নেয়। আমি গুগল্ ডকস্-এর তখন যে ফিচারগুলি দেখতাম, এখনো তাই দেখছি। কারণ অনুসন্ধান করতে অনেক ঘাঁটা ঘাঁটি করে দেখলাম গুগল্ ডকস্ যারা কিনে ব্যবহার করে, তাদেরকে বেশ কিছু সুবিধা দিয়ে থাকে গুগল্। কিন্তু যারা মাগনা চালাচ্ছে তারা সেই পুরাতন জিনিসই ব্যবহার করছে।
কিছুদিন আগে মাইক্রোসফট আমাদের উপহার দিলো অফিস ওয়েব এপ। ডেস্কটপ অফিসের মতন এত সুবিধা না থাকলেও গুগল্ ডকস্-এর চাইতে অনেক বেশী ফিচার সমৃদ্ধ। আমি কয়েকটা ডকুমেন্ট আপলোড করে দু’টি সেবাই পর্যবেক্ষণ করার চেষ্টা করি, যেটা পেলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি:
পার্থক্যটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। Continue reading »