বেশ কিছুদিন আগে আমাদের এমভিপি মেইলিং লিস্টে এই বিষয়ে কথা হচ্ছিলো যে গুগল্ আগা মাথা না বুঝে আজে বাজে ফলাফল দিয়ে যাচ্ছে বিভিন্ন রকম অনুসন্ধানের। আমি বিষয়টি সেরকম কানে তুলি নাই।
কয়েকদিন আগে আমার এক সহকর্মী গুগলে গিয়ে অনুসন্ধান করার জন্য টাইপ শুরু করে একটি অক্ষর চাপার সাথে সাথেই একগাদা ফলাফল সামনে এসে হাজির। ফলাফলগুলি ভালো কিছু না, বরং অশ্লীল কথার সম্ভার।
কথিত আছে গুগলে মানুষ যে অনুসন্ধানগুলি চালায়, একটি অক্ষর চাপার সাথে সাথে গুগল্ সেগুলি থেকে সম্ভাব্য ফলাফল সামনে উপস্থাপন করে। আমি ধরে নিচ্ছি যে আমাদের দেখে অনেক ইন্টারনেট ব্যবহারকারী আছে যারা ইন্টারনেটকে এখনো অশ্লীল কাজের জন্য ব্যবহার করে এবং যেটা বন্ধ করা কোনো ভাবে সম্ভব না। কিন্তু গুগল্ কি পারেনা সেই ফলাফলগুলিকে একটু মার্জিত করতে?
একটু দেখা কি এই ফলাফল আর কেনোইবা আমি এই ব্লগটা লিখছি। চলে আসুন http://google.com.bd সাইটে এবং অবশ্যই আপনার ভাষা বাংলা নির্বাচন করে রাখুন। এবার অনুসন্ধান বাক্সে b লিখুন। তাহলে দেখবেন –
একই ভাবে এবার m লিখুন, তাহলে দেখবেন –
লিখুন s –
অখবা y –
অথবা j –
অথবা d –
অথবা c –
এরকম ফলাফল দেখাচ্ছে গুগল্! এখন আপনার কম্পিউটারে আপনার বসের সামনে যদি এরকম ফলাফল আসে, তাহলে পরিস্থিতিটা কেমন আশা করা যেতে পারে? পরিবারের ছোটো ছেলে মেয়েদের সামনে হলেই বা কেমন লাগে!
গুগল্যে শুধু অশ্লীল ফলাফল দেখাচ্ছে তা না। আপনি q লিখে দেখুন ভালো জিনিস দেখায় –
ভারতেও একই সমস্যা এবং ভারতে যেহেতু সমস্যা তখন গুগল্ নিশ্চয়ই জানে এই সমস্যা সম্পর্কে এবং উদ্দ্যোগ নিতে পারে ঠিক করার। একমাত্র গুগলই জানে কেনো তারা ঠিক করেনা।
omg !
আমার মনে হয় যে অশ্লীল শব্দ এত বেশি খোজা হয় যে সাজেশন গুলো এমন হয়ে গেসে
true……
google search in english does not reveal so many results of this kind when u press a key….. google search in bangla reveals these kinds of results.
এর মানে কি আমরা বাঙ্গালীরা এই সব অশ্লীল শব্দ নিয়ে ইন্টারনেটে অন্নন্ন জিনিষের থেকে বেশি ঘাটা-ঘাটি করি?
শেইম শেইম!!!
অনেক দিন আগেই ব্যাপারটা ধরতে পেরেছি সার্চ করতে গিয়ে।
Omi, you can easily solbe this problem by keeping “SafeSearch” On in their search options panel. And if someone is really too much careful about their children, I think they should strongly use some net filtering software like NetNanny.
Sex is still world’s largest business after all – lol!!!
Mate, I tried parental control on on Windows 7 and also Windows Live Family Safety. These Bangla contexts were not filtered.
apni mozilla firefox 3.6 version download koren, then setup diye, Tools menu te jan, Option + Privacy + History theke Firefox will combo box theke use custom settings for history select korun, ebar prothom option “automatically start firefox ………” bade baki sobgulo check korun, + Clear history when firefox closes” option ti check kore settings e jan + “Browsing History, Download History, Form & Search History, Active logins, Saved Passwords” eder ghore check diye ok kore beriye Mozilla Restart koren, asa kori aar erokom hobe na. amar PC te to ami kokho ei somossa paini, karon amar choto vai use kore tai ami khub carefully rakhi pc ta, kono dino Google e search korte giye oslil sobdo asbena…
THX
BYE
Whatever you wrote is hard for me to read. But I think this will not work. On the other hand are you willing to go to all computer user’s home and do that one by one? Come on!
@hasin vai
I think google search engine need more train to overcome this.the word fuck is still most searched I think but in google.com search putting ‘f’ will not list fuck or something like this.Even if u put f, fu, fuc, fuck google will not suggest any thing. google needs default ignore list for bangla slang or adult words.
দুনিয়াটাই তো পেট আর চেট এর জন্য ।
উপরের মেয়েটার ছবিটাও কেটে দেন।নাহলে আপনার কথার মিল থাকবে না।
আমার কথার সাথে মেয়েটার ছবির কি সম্পর্ক? পৃথিবীকে ভালোভাবে দেখতে শেখো!
এটা বলার কারন ছোটরা নেটে ঘুরতে ঘুরতে দেখলে!
আমার তেমন কোন পরিচিত কেউ নাই (ব্যক্তিগত ভাবে)যিনি গুগল এ চাকুরি করেন। কিন্তু এক জনকে গুগল থেকে খুজে পেয়েছি, কেউ চাইলে ওনার সাথে যোগযোগ করতে পারেন, যদি কারও সু-দৃষ্টি আকর্ষণ করা যায়। আপনাদের আরও বহুত পরিচিত থাকতে পারে…আসুন আমরা এর কিছু একটা ব্যবস্থা গ্রহণ করি।
লিংক : http://ch.linkedin.com/in/zaheed
I know some people too, Just don’t want to waste my time. 🙁
আহা অমি ভাই, সময় নষ্ট হবে কেন? আমি স্বীকার করছি, আপনার সময়ের মূল্য; আপনি যেহেতু আই.টি লাইনে আমি বলতে চাইছি, এ সংশ্লিস্ট কাজে জড়িত, আপনি বললে আপনার পরিচিতরা আলাদা ভাবে দেখবে, আমরা সাধারণ মানুষ, আমাদের কথার কে দাম দেয় বলুন।
আপনি দেখেন কিছু করতে পারেন কিনা!
সময় নষ্ট বলতে বোঝাচ্ছি গুগল্ বা মোজিলা জাতীয় প্রতিষ্ঠানে যোগাযোগ করে কোনো কাজ হয়না। শুধু সময় নষ্ট হয়। আগের অভিজ্ঞতা থেকে বলছি।
অতি দ্রুত রিপ্লাইয়ের জন্যে ধন্যবাদ। সত্যি বলতে কি, ভৌগলিক অবস্থার কারণে আমি যখন google.com টাইপ করি, সংগত কারণে google.com.bd না হয়ে আমি যেখানে থাকি, সে দেশের কান্ট্রি কোডসহ আমার সামনে হাজির হয়।
কিন্তু যখন বাংলাদেশে ছিলাম সেটা ২০০৩/২০০৪ এর কথা, তখন google.com.hk হাজির হতো। কিন্তু, এখন যে অবস্থা হয়েছে, আমি জানি না কি করে আমার ছোট ভাই/বোনকে বলতে পারি, google গিয়ে সার্চ করো কোন একটা কি-ওয়ার্ড। আমার জানা ছিল না, আপনার ব্লগে অনেক দিন পর ঢু মারলাম, তখনই জানলাম!
কিন্তু এটা চলতে দেয়া যায় না, এভাবে। যা হোক, ধন্যবাদ আপনাকে বিষয়টি তুলে ধরার জন্যে।
সমস্যা আমাদের একার না, আপনি google.in-এ গিয়ে ভাষা হিন্দী নির্বাচন করুন এবং c টাইপ করুন, যে হিন্টগুলি আসবে সেগুলির প্রখমটা হলো “চুমা ফির” তার পরেরটা “চোলি কে পিছে ক্যায়া হ্যায়” .. “কনডম” ইত্যাদি। আপনি সেগুলি ব্যবহার করে সার্চ করেও দেখতে পারেন, সব নোংরা সাইটের কন্টেন্ট আসবে।
ভারতের ভাষারই এই অবস্থা, আমাদের আর কি হবে!
হুম, তাইতো দেখলাম। যদিও হিন্দি পড়তে পারি না, কিন্তু হুট করেই যে ফোরামে নিয়ে গেল, বুঝতে বাকি রইলো না, সত্যিই ওরা(ভারত) যদি না ফিক্স আপ করতে পারে, তাহলে আমাদের কথা থাক। এভাবেই চলুক . .
নতুন যুগ এসেছে, আগে আমাদের অনেক কষ্ট করে চটি পড়তে হতো, এখন সুবিধা হয়েছে, জয়তু প্রযুক্তি . . .
Go to this page: http://www.google.com.bd/preferences?hl=en
Then at bottom line, select “Do not provide query suggestions in the search box.” and save.
In how many computers I have to do that?
How many computer do you use? 🙂
I use 5, but Google in being used on some billion. So?
This is on our site: http://www.dw-world.de/dw/article/0,,5352393,00.html
So, for billion it is not problem, coz most of the people use only single computer. I didn’t say it is the ultimate solution, it will solve the awkward situation for bangla language search. Ultimate solution is the safe search option for bangla language as in English.
thanks for the info 😉
This article has made me personally understand that we need to take alot more proper care of ourself and every other.
vai ai ta amader problem.google er prblm na.
google shudhu matro j j topic gula nia beshi
search kora hoy tar hints dekhay.
bangali jodi oslil shobdo likhee search beshi kore
tailee google er ki dosh bolen???
If you try to search on google.com with the starting letter like “pu” or “fu”, it doesn’t show such type of content without using any content filtering software or using “safesearch”. So why google doesn’t do this stuff for google.com.bd, strange!!!
যুগের হাওয়া… 😛
বড় ভাইয়ের সামনে কয়েকদিন আগে এই আপদে পড়তে হয়েছে..:(
আপনি বড় ভাইয়ের সামনে ,আর আমি চাচার সামনে
“national university of bangladesh” এর ইউআরএল টা মনে ছিল না।
কি বোর্ডে “n” চাপতেই যা দেখানোর ছিল তাই দেখে দিল। ঝটপট “Alt+F4” চাপতে হয়েছিল।
very sad…as a bangladeshi
haha..
বাঙলা দেশে মানুষ তবু কত ভাষা সচেতন , আর ভারতে ? এই ধরনের কোনও আলোচনা শুনিনা , অথচ সমস্যা তা তও সত্যি ! আমার তো মনে হয় এখনে বাঙলা ভাষায় কম্পুটার ব্যবহারের বিন্দুমাত্র কারও আগ্রহ আছে ।
শেষ পর্যন্ত গুগলের অশ্লীলতা বন্ধ হয়েছে। এখন b লিখলে আসে ‘বোনের সাথে’, আগে আসতো ‘বোনের সাথে চো……’
AME AMAR VAIAR SAMNE AE OBOSTAI PORCELAM….KHUB LOJJA LAGE
Khulna Times said:
Google a Everythings Show korte cai,But bangoli show as like this in bangla.Google know all side.
Sagor Ahmed said:
M