Tags

, , ,

বেশ কিছুদিন আগে আমাদের এমভিপি মেইলিং লিস্টে এই বিষয়ে কথা হচ্ছিলো যে গুগল্ আগা মাথা না বুঝে আজে বাজে ফলাফল দিয়ে যাচ্ছে বিভিন্ন রকম অনুসন্ধানের। আমি বিষয়টি সেরকম কানে তুলি নাই।

কয়েকদিন আগে আমার এক সহকর্মী গুগলে গিয়ে অনুসন্ধান করার জন্য টাইপ শুরু করে একটি অক্ষর চাপার সাথে সাথেই একগাদা ফলাফল সামনে এসে হাজির। ফলাফলগুলি ভালো কিছু না, বরং অশ্লীল কথার সম্ভার।

কথিত আছে গুগলে মানুষ যে অনুসন্ধানগুলি চালায়, একটি অক্ষর চাপার সাথে সাথে গুগল্ সেগুলি থেকে সম্ভাব্য ফলাফল সামনে উপস্থাপন করে। আমি ধরে নিচ্ছি যে আমাদের দেখে অনেক ইন্টারনেট ব্যবহারকারী আছে যারা ইন্টারনেটকে এখনো অশ্লীল কাজের জন্য ব্যবহার করে এবং যেটা বন্ধ করা কোনো ভাবে সম্ভব না। কিন্তু গুগল্ কি পারেনা সেই ফলাফলগুলিকে একটু মার্জিত করতে?

একটু দেখা কি এই ফলাফল আর কেনোইবা আমি এই ব্লগটা লিখছি। চলে আসুন http://google.com.bd সাইটে এবং অবশ্যই আপনার ভাষা বাংলা নির্বাচন করে রাখুন। এবার অনুসন্ধান বাক্সে b লিখুন। তাহলে দেখবেন –

একই ভাবে এবার m লিখুন, তাহলে দেখবেন –

লিখুন s

অখবা y

অথবা j

অথবা d

অথবা c

এরকম ফলাফল দেখাচ্ছে গুগল্! এখন আপনার কম্পিউটারে আপনার বসের সামনে যদি এরকম ফলাফল আসে, তাহলে পরিস্থিতিটা কেমন আশা করা যেতে পারে? পরিবারের ছোটো ছেলে মেয়েদের সামনে হলেই বা কেমন লাগে!

গুগল্‌যে শুধু অশ্লীল ফলাফল দেখাচ্ছে তা না। আপনি q লিখে দেখুন ভালো জিনিস দেখায় –

ভারতেও একই সমস্যা এবং ভারতে যেহেতু সমস্যা তখন গুগল্ নিশ্চয়ই জানে এই সমস্যা সম্পর্কে এবং উদ্দ্যোগ নিতে পারে ঠিক করার। একমাত্র গুগলই জানে কেনো তারা ঠিক করেনা।