অনেকদিন ধরে টেকনিকাল কিছু লেখা হয়না। ফেইসবুকে, ম্যাসেঞ্জারে, ইমেইলে অনেকেই নতুন নতুন টিপ নিয়ে লেখার জন্য বলছে। তাই লাইভ ম্যাসেঞ্জারের এই টিপস নিয়ে লেখা।
উইন্ডোস লাইভ ম্যাসেঞ্জার সবসময়ই জনপ্রিয় একটি ম্যাসেঞ্জার, যারা অনেক আগে থেকে এটা ব্যবহার করছেন তারা উইন্ডোস সেভেনে এর ব্যবহার পছন্দ নাও করতে পারেন। সেভেনে লাইভ ম্যাসেঞ্জার সিস্টেম ট্রে-তে না গিয়ে টাস্কবারে এসে বসে থাকে। আর যতগুলি চ্যাট উইন্ডো খুলি সেগুলি একসাথে গ্রুপ হতে থাকে।
চ্যাট উইন্ডোগুলি গ্রুপ হলে সমস্যা নেই, তবে সেগুলির সাথে বাড্ডি লিস্ট বা মূল উইন্ডোটি গ্রুপ হলে অনেক সময় ভালো লাগেনা।
আমরা চাইলে এই অবস্থার পরিবর্তন করতে পারি। এর জন্য আমাদের যেতে হবে C:\Program Files\Windows Live\ Messenger\ ফোল্ডারে, সেখানে msnmsgr.exe ফাইলটির উপরে মাউস দিয়ে রাইট ক্লিক্ করে Properties নির্বাচন করতে হবে। যে উইন্ডোটি খুলবে সেটির Compatibility ট্যাবে যেতে হবে-
এবার উপরের ছবির মতন Run this program in compatibility mode for এর ড্রপ ডাউন লিস্ট থেকে Windows Vista (Service Pack 2) নির্বাচন করে OK ক্লিক্ করতে হবে। ব্যাস, এখন ম্যাসেঞ্জার চালিয়ে দেখুন কোথায় যায়!
অবশ্যই মনে রাখতে হবে যে একজন এডমিন বা সমান ক্ষমতার ইউজার শুধু এই কাজ করতে পারবেন।
আমি এই সমস্যায় এতদিন ভুগেছি। টাস্কবারে সবসময় লেগে থাকাটা মোটেই পছন্দ হয় ন।
টিপস এর জন্য আনেক ধন্যবাদ।
অমি ভাই, “উইজার” আবার কি ? 😛
Typo. Fixed now 🙂