মাইক্রোসফটের এমএসডিএন সাইটটা যে অনেক ধীর গতি সম্পন্ন, সেটা এক বাক্যে যে-কেউ স্বীকার করবেন। আর তার চাইতেও ধীর গতি সম্পন্ন হলো এর অনুসন্ধান ফিচারটি। আপনি যদি এমএসডিএন সাইটে কিছু অনুসন্ধান করতে যান, তাহলে অনেক সময় লেগে যায় শুরু ফলাফল আসতেই। আর এর থেকে নিস্তার পাওয়ার উপায় হলো এমএসডিএন বাড্ডি।
Wygwam নামের একটি প্রতিষ্ঠান তৈরী করেছে এই এমএসডিএন বাড্ডি, আর এই বাড্ডি দিতে পারে এমএসডিএন সাইটে আপনার সব রকম অনুসন্ধানের ফলাফল। সুবিধা একটাই, আপনাকে আর অপেক্ষা করে এমএসডিএন সাইটে গিয়ে অনুসন্ধান চালাতে হবেনা। আপনি ম্যাসেঞ্জার থেকেই আপার প্রয়োজন অনুসন্ধান করে ফেলতে পারেন নিমিশেই।
এটাকে ব্যবহার করার জন্য আপনাকে MSDNBuddy@hotmail.com ঠিকানাটিকে বন্ধু হিসেবে আপনার এমএসএন ম্যাসেঞ্জারে যোগ করতে হবে। যোগ করার সাথে সাথে আপনার বাড্ডি তালিকায় চলে আসবে এমএসডিএন বাড্ডি এবং আপনি কিছু জানতে চাইলে আপনার কাছাকাছি সার্ভার থেকে আপনাতে তথ্য প্রদান করা হবে।
মজার না? তাহলে আর দেরী না করে আপনার এমএসএন ম্যাসেঞ্জারে এই বাড্ডি যোগ করে আপনার অনুসন্ধানের সময় বাঁচান…
Omi bhai, would you please tell me which messenger you use now? (1st print screen) links: http://farm2.static.flickr.com/1022/1116910197_583222c7ee_o.jpg
এটার নাম অডিয়াম। আমি এটা আমার ম্যাকে ব্যবহার করছি। এরা পিজিন এর ইঞ্জিন ব্যবহার করে তৈরী করেছে ম্যাকের জন্য, লিনাক্স বা উইন্ডোজের জন্য পিজিন ব্যবহার করা যাবে।
ধন্যবাদ। এক MSDN এর জন্যই অন্য কোন ওয়েব ব্রাউজ করতে পারিনা। এটা খোলা থাকলে ব্যান্ডউইড্থ কমে যায়। এখন মনে হয় সমস্যার সমাধান হয়ে গেল।
Amazing post.
I hope you’ll link to my diary..
Ciao