আমরা এখন অস্থির হয়ে গিয়েছি মোবাইল ইন্টারনেটের বিজ্ঞাপন দেখতে দেখতে অস্থির হয়ে গিয়েছি। বাংলাদেশের প্রতিটি মোবাইল কোম্পানীই এখন মোবাইলে ভয়েস সেবার পাশাপাশি ইন্টারনেট সেবা দিচ্ছে। সিটিসেল, গ্রামীণ, একটেল, বাংলালিঙ্ক, টেলিটক এবং ওয়ারিদ টেলিকম হচ্ছে আমাদের মোট মোবাইল কোম্পানী। এদের মধ্যে প্রথম ইন্টারনেট সেবা নিয়ে আসে গ্রামীণফোন। বিভিন্ন ধরণের ঘাপলা করে সার্ভিস লঞ্চ করছে। শুরুতে এরা অনেক ভাষণ দিয়েছে, EDGE দিয়ে এটা হয়ে ওটা হয়, এটা GPRS থেকে এই এই সেবা বেশী দেবে ইত্যাদী। এক কনফারেন্সে আমি ওদেরকে বলতেও শুনেছিলাম যে EDGE নাকি CDMA থেকে দ্রুতগতির ইন্টারনেট সেবা দেয়, কি বলে না বলে ঠিক নাই। এর পরে আসলো একটেল, যার সেবা আজ দুই বছর পরেও পর্যন্ত বাংলাদেশের সব এলাকায় পৌছাতে পারেনি। তারপর বাংলালিঙ্ক ও টেলিটক, এদের কথা বলতে গেলে বলতে হয়, সার্ভিস থাকা আর না থাকা একই কথা। বাকী থাকলো সিটিসেল। অনেক কাঠ খঁড় পুড়ে প্রায় একবছর আগে তারা অনটেস্ট ইন্টারনেট সেবা প্রদান করা শুরু করে। কিন্তু সেবার মূল্য এত বেশী যে সাধারণ মানুষ এর ধরা ছোঁয়ার বাহিরে থেকে যায়। কিছুদিন আগে প্রতিযোগিতার সন্মুখীন হয়ে তারা আবার মূল্য নির্ধারণ করে, কিন্তু সেটাও সাধারণভাবে ব্যবহারের যোগ্য না। ওয়ারিদ টেলিকম সার্ভিস লঞ্চ করার সাথে সাথেই ওয়েব সাইটে EDGE/GPRS-এর কথা লিখে রাখলেও বাস্তবে সেবার মান টেলিটক এবং বাংলালিঙ্কের মতই জঘন্য।
সেবার মানের দিক দিয়ে আপাতত সিটেসেল এবং গ্রামীনফোনের সেবাই ব্যবহারযোগ্য, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এদের সেবা কতটুকু ব্যবহারযোগ্য! আমি নিজে এই দুই কোম্পানীর সেবা ব্যবহার করেছি, সেবার মান খারাপ না, কিন্তু সত্যি কথা বলতে এই সেবার উপরে ভরসা করা যায়না। মাঝে মাঝেই গ্রামীণফোনের ইন্টারনেটের গতি ঠিক থাকেনা। ইন্টারনেটে ঘাঁটাঘাটি করে GSM প্রযুক্তি সম্পর্কে শিখলাম। এই প্রযুক্তিটা TDMA নামে পরিচিত, যার অর্থ হচ্ছে Time Division Multiple Access. এটা কাজ করে সময়ের উপরে। সোজা সাপ্টা অর্থ হচ্ছে একটা টাওয়ারে নীচে যতগুলি মোবাইল থাকবে টাওয়ারটা তাদেরকে অল্প অল্প সময়ের জন্য ফ্রিকোয়েন্সি প্রদান করবে আবার অল্প সময়ের জন্য ফ্রিকোয়েন্সি বন্ধ করে রাখে। এভাবে ভাগাভাগী করে মোবাইলগুলি কিছু সময়ের জন্য নেটওয়ার্ক পায় আর কিছু সময় বিচ্ছিন্ন হয়ে থাকে। এটা এত দ্রুত হয় যে গ্রাহকরা টের পায়না। তবে প্রযুক্তিটা জনপ্রিয় হলেও টেকনিকালি সুবিধার না।
CDMA আবার সব গ্রাহককে একসাথে একই সময়ে ফ্রিকোয়েন্সি প্রদান করে এবং বিশেষ একটি কোডের মাধ্যমে তাদের পৃথক করে। যার জন্য সবাই সমান নেটওয়ার্ক পায় এবং যেহেতু এরা কোড ব্যবহার করে, তাই প্রযুক্তির নাম Code Devision Multiple Access.
এখন প্রযুক্তিগতভাবেই গ্রামীণফোন দুর্বল, একটা BTS Cell এর আওতায় (উল্লেখ্য একটা টাওয়ারে সাধারণত তিনমূখী তিনটা BTS Cell থাকে) একসাথে তিনটার বেশী মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে গেলেই BTS Cell এর আর ক্ষমতা থাকেনা সবাইকে সমান মানের সেবা প্রদান করা আর তাই যে টাওয়ারের আওতায় গ্রাহক যত বেশী হবে, সেই এলাকার ইন্টারনেটের অবস্থা তত খারাপ হবে। গ্রামীণফোন যে হারে বিজ্ঞাপন প্রচার করছে, তাতে গ্রাহক যদি বেড়ে যায়, গ্রামীনফোনের সেবার মান অত্যন্ত খারাপ হয়ে যাবে এবং সেটা ঠিক করার জন্য তারা কিছুই করবেনা, কারণ এই সেবায় আয়ের চাইতে ব্যায় বেশী। এটা ভবিষ্যতের কথা না, ওদের এখনি এই অবস্থা চলছে। ঢাকার বেশীরভাগ এলাকায় ব্রডব্যান্ডের সেবা অসম্ভব খারাপ হওয়ায় মানুষ গ্রামীণফোনের উপরে নির্ভর হয়ে পড়েছেন ইন্টারনেট সেবার জন্য। এভাবে বিভিন্ন এলাকায় এত গ্রাহক বেশী হয়ে গিয়েছে সেবার মান অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। বিশেষ করে উত্তরা, মালিবাগ, মিরপুর, হাজারীবাগ, উত্তরখান, দক্ষিনখান ইত্যাদী এলাকায় সেবার মান জঘন্য। মাঝে মাঝে ঠিক হয়, সম্ভবত যে সময় গ্রাহকরা অনত্র থাকে এবং BTS Cell-এ চাপ কম থাকে, তখন মোটামুটি ভালো হয়, কিন্তু বেশীরভাগ সময়গুলিতেই সেবার মান থাকে জঘন্য।
আকাশছোঁয়া ট্যারিফের জন্য সিটিসেলের ইন্টারনেট ব্যবহার করা না গেলেও ওদের সেবার মান এখনো বোশ ভালো, কিন্তু ঝামেলা হলো এদের নিজেদের নেটওয়ার্ক ব্যাকবোন নেই। Link3 নামের এক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে লাইন নিয়ে সিটিসেল আপাতত সেবা প্রদান করছে। ডিসের লাইনের ক্ষেত্রে যখন কেউ লাইন নিয়ে আবার লাইন প্রদান করে, তখন আমরা বলি ওরা ফিডের ব্যবসা করে। সিটিসেলও সেরকম ফিডের ব্যবসা করছে। 🙂
সত্যি কথা বলতে ব্রডব্যান্ড ইন্টারনেটের কোনো বিকল্প নাই। আমাদের দেশে সবরকম সেবা প্রদানের ক্ষেত্রে সততা কম থাকায় গ্রহকরা ভালো সেবা থেকে বিচ্ছিন্ন হয়। তবে আমার মনে হয় আপাতত আইএসপিগুলির মোবাইল কোম্পানীদেরকে ভয় না পেলেও চলবে….
সিটিসেল ইরান তুরান পার করে স্টেলাকে দেশে নিয়ে আসলো।
কিন্তু আফসোস! GSM প্রযুক্তি হতে উন্নত CDMA কে কাজে লাগাতে পারলো না। 🙁
Here is what I think. For internet to be viable and self sustaining there has to be enough utility in it. Therefore the service has to be easy to use and should reward the user (at least save the users time). Just providing high speed internet is not enough.
We need to focus on enabling the non-english speaking majority to use the Internet. We need to provide services on the internet for the people that will save time & money. The third is universal high speed broadband, because if the first two conditions are met, and the regulators provide a free and fair level playing field, high speed affordable broadband will be a natural by-product. Currently its faster for us to call telebanking to check standard chartered account balance than to load the slow website in dubai .. so the internet banking facility is not really providing any utility.
Whatever the predominant operating system is, it should support a neat and clean interface understandable by the population. The same goes for the apps, VPN, Mail, web content, etc .. I am expecting major strides in this area from ankur.
ডায়াল াপ ের বদলে GrameenPhone EDGE
I think Mobile operators need to give emphasis on Voice based services. Internet is not their topic. ISP’s can come forward to give Internet services. Wi-Max can be introduced through ISP’s.
There is good news. Wait till next month to learn about it …
Hello,
Actually no one is giving good service. I should not use the term “good”. actually they cant give us the minimum standard of Internet service.
When one my friends took GP Internet connection, I saw him to get 40-48 kBps After some months, I took it. that time I was in sylhet. and the place where I lived in sylhet was almost remote from city. I got 28-36 kBps. Then I returned to home at Dhaka after finishing my study. Now I live in Dolairpar. I got 18kBps!!!. One of my friends got inspired from me and took the connection. He get 3kBps!!!!! He lives in Mohakhali. So you can not use GP Internet in a busy place. I think I have to use it in some sorts of very very remote place. like Bandarban.
And about citycell. its very good that their speed doesn’t fall. its 16kBps as one of my friends is using it. The fact is its always 16kBps. Constant. If your monthly bandwidth (currently 3 GByte) is finished. the speed will be 0kBps.
But 1500/- for 3GByte. Its huge. I downloaded at least 7GByte by my GP connection. But I can’t do this now.
Well, recently I contacted to Agni to get a wireless Internet connection. I choose 512/512kBit. you know what, they called me. I was thinking did I do anything wrong? the rate was 40,000/- per month with connection charge 15,000/-. Thats too high. As they are using BTTB Submarine cable, this speed should not be so. Looks like the Internet speed is the most precious thing in Bangladesh. I am sure they are getting huge profit. They might be thinking “bandwidth is precious thing so this should not be available that easily”.
So, who do I trust?
God knows when they will learn !!
ami bohudin dhore teletalk er internet use korsi. and onnanno operator gulo use koresi. akhon amar kase cost er dik theke and jhamela kom er dik die teletalk e best mone hosse. karon eder internet use er jonno kono postpaid sim dorkar hoy na. kisudin eder net er obstha khub kharap silo but seta tader kaj cholsilo jonno. akhon speed er dik die teletalk e first.
The real bottleneck is high charge by BTTB for the bandwidth. Just curious, if the submarine cable now runs through 12 countries, all other countries should have same high rate (since, all the consortium members share the total cost). But certainly it is not. 70K Tk. for 1Mbps is too high. I am surprised why no one is raising voice against this.
Ultimate gainers of this high cost are the big ISPs and the private-phone operators and ultimate losers are we, the consumers. Service won’t improve if we don’t cut down the bandwidth price and allow small players.
@Arafatul Islam,
In all the countries, phone operators are the leader in providing internet service. The can provide better and cheaper solution because they already have the reliable network infrastructure. Let all to play. The more competitors, the better service we can expect.
Omi vi,
I used ZIP for 4 years, dekko for 2 years, but now using Mobile service. Mobile operators have done an excellent job by providing internet/data service. However they also become a compititor of local ISPs. Mobile services are good for novices and intermediate users who need to maintain business communication. This service is not good for the people who need to download bulk data. It is also most flexible (to me). ISP must look for new technology; other wise their revenue is likely to go down (except corporate lines).
–Mohammad Ashraful Siddique
Ershad Shafi Chowdhury wrote in a public mailing list:
—
Cost of Bandwidth (IP transit) wholesale to ISP’s approx Tk 67000/Mbps/month. They must pay 6 months in advance together. Then they must recover that cost plus overhead + financial costs for raising that huge amount of money from subscribers in retail.
Cost of Bandwidth (IP transit only) to Government = Tk100,000/Mbps/year! Consider this! What a difference! Who is making the money?
The Government artificially raised the prices for recovering capital costs, which is cost of equipment + IDB loan + Interest and other things like salary, legal intercept etc. ISP’s pay taxes + BTRC fees and should not have to burden the cost of SEAMEWE4 as well. These extra charges are passed on to you, the customers (since pvt sectore ISP’s are there to make a profit for shareholders). the Not for Profit ISP, BTTB still charges similar rates or provides shoddy service to make up for the low rates.
To change this you must convince Finance ministry, Ministry of Post and Telecomm, Ministry of Science and Technology, BTTB & BTRC. This task is still in progress. If you have friends in media, ask them to demand the cost of bandwidth from BTTB for publication daily and make them squirm.
অমি ভাই, আপনার কাছে এতো ভুল তথ্য আশা করিনাই। “ইন্টারনেটে ঘাঁটাঘাটি করে GSM প্রযুক্তি সম্পর্কে শিখলাম। এই প্রযুক্তিটা TDMA নামে পরিচিত, যার অর্থ হচ্ছে Time Division Multiple Access.” – এই তথ্যটা একদম ঠিক না। TDMA হচ্ছে আমেরিকান একটা প্রাচীন প্রযুক্তি যা আগে AMPS/DAMPS নামে পরিচিত ছিল। GSM প্রযুক্তিটা মূলত FDMA (Frequency Division Multiple Access) এবং TDMA এর optimized প্রয়োগ। EDGE, GPRS থেকে সম্পূর্ণ আলাদা মডুলেশন (8PSK) টেকনিক ব্যবহার করে যা GPRS এর মডুলেশন (GMSK) থেকে অনেক বেশী বিটরেট দেয়। আর CDMA 2000 এ কোড ডিভিশন মাল্টিপল এক্সেস মডুলেশন ব্যবহৃত হয়, তার প্রচুর সীমাবদ্ধতা (Near Far Problem, Orthogonality problem etc.) সাম্প্রতিক বছরগুলোতে আবিস্কৃত হয়েছে। মূলত CDMA 2000 হচ্ছে CDMA টেকনলজীর একটি পরিক্ষামূলক ভার্সন। ফলে এর অনেক সীমাবদ্ধতা থাকাই স্বাভাবিক। এইসব সমস্যা দূর করা হয়েছে WCDMA Technologyতে যা একটি ৩য় প্রযন্মের সেবা এবং বাংলাদেশে unavailable. এখনপর্যন্ত আবিস্কৃত সমস্ত Cellular technology তেই user এর সংখ্যা বাড়লে bitrate কমে যাবে। এটা একটা general rule. CDMA তে এই ব্যপারটা আরো বেশী ঘটবে orthogonality problem এর কারনে। এটা GSM বা WCDMA তে দুর করা যায় খুব ভালো cell planning tactics use করে। যেসব cell এ GPRS/EDGE ট্রাফিক বেশী সেগুলোতে বেশী ফ্রিকোয়েন্সী দিতে হয় অন্যগুলো থেকে।
আরাফাত ভাইকে বলছি, ISP গুলো কখনোই internet service এ mobility দিতে পারেনা। ব্রডব্যন্ড ইন্টারনেট তো ফিক্সড। একটা place থেকে ব্যবহারের জন্য। আপনি যখন গাড়িতে বসে আছেন, তখন আপনার laptop এ net connection পাবেন কিভাবে?
শিপলু ভাইয়ের অবগতির জন্য বলছি, বান্দরবনে কোনধরনের মোবাইল নেটওয়ার্ক নেই।
Pingback: About internet service, mobile companies and IT trends in Bandladesh « My half-life2
I came here from BDOSN mailing list and started writing a response, but eventually it became too big. So posting that in my blog. Here is the link if you are interested to read a long response.
What should we use?
Which one will be the best connection?
Thanks Omi:
For sharing your nice written article. It was informative as well as strong enough to shift the concepts. I have suggested many of my acquaintances to read your article. Broadband has no substitute true, but even the service of broadband is deteriorating, especially the power failures makes your broadband sit idle for most of the day. Years before, i heard that the cable-tv lines can be used for bb, lately a friend from usa boasted to me about their rocket-speed service through cable (cable-internet). why cannot we take a similar approach?
Again, your topic is highly appreciated and we are (the general people) always looking for such article about the technologies shaping our daily lives. With hopes to read more articles from you.
Iftekhar:
You made a very bad comment here, “অমি ভাই, আপনার কাছে এতো ভুল তথ্য আশা করিনাই।” Nothing is wrong here. He already mentioned that he is summarizing the technology, he didn’t explain it like you. So the bottom line is he is not wrong indeed.
It seems you are a technology kid, why don’t you complete your degree and join any of the mentioned phone company? You mentioned that CDMA 2000 is a beta project, but your mind is absent of the knowledge CDMA 1x 2000, which is not a beta technology.
WCDMA is not the last choice. We a EVDO, which is the latest technology can be implemented over existing CityCell network and can handle users batter than WiMax. Please learn something more about it…
GPRS/EDGE/UMTS/CDMA কিছুতে কিছু হবেনা। EDGE এর performance GRPS এর 8 times। but আমরা কি true GPRS এর flavor পাই? আমার কাছে এগুলো সব মাকেটিং চাপাবাজি মনে হয়। এ সাভিস খুব বেশী হলে ডায়ালআপ বা লোকাল প্রোভাইডারের রিপ্লেসমেন্ট হবে। ট্রু ব্রডব্যান্ড এর জন্য ISP solution.
I am using the mobile phones at Abidjan, Cote ‘dIvoire. The bars shwoing the signal strength in my cellphone are all present, ll the times! GP should note that!
ওরে বাবারে সাধারন পাবলিক কোথায় যাবে? কোন লাইন ইউজ করবে? একটা গাইড লাইন আশা করছি মুরুব্বিদের কাছ থেকে।
টেলিটক ট্রাই করেছি, সিটিসেলের দামে পরতা পরেনা, এখন গ্রামীনফোন এর পি-2 ব্যবহার করছি। সার্ভিস খারাপ না আন্তত চট্টগ্রাম ই,পি,যেড এলাকায়।
I’m using Teletalk GPRS. Its service was unstable 2 weeks ago, but now its moderate. It doesnt provide 16KBps speed, but well enough to replace Dial up connection.
Mr. Iftekhar,
Thanks for your comments. The fact is CDMA 1X2000 isnt a beta project at all.EVDO (evolution for Data Optimized) can be deployed in CDMA 1x network. Easily Citycell can provide the better data service than to GP EDGE. Mr. Shafiullah is right. From my practical exp. Citycell Zoom is best for its fixed data rate, but bit costly.
One thing more: WiMAX can also have mobilty ( coming by this sept), you can use from ur laptop much better throughput than CDMA/ EDGE.
And about WCDMA(UMTS)?? Forget about WCDMA, we bangalis cannot afford the cost of UMTS and also BTRC doesnt have much more Bands to provide to the Operators. Thanks.
অমি ভাই, আমি ইন্টারনেট ব্যবহার করি ঝিনাইদহতে । এখানে তেমন সমস্যা হয় না। আমরা গ্রামীন কানেকশন পি-2 ব্যবহার করি।
ধন্যবাদ সবাইকে।
I am sharing some of my practical findings bellow
Advantages of ISP:
1.It has a strong base in case of corporate customers, who are very less likely to switch to mobile Internet
2.Ability to provide as much speed as the customer requires
3.The connection is relatively a lot stable and is not shared
4.More experienced in this field
5.Swift and effective on the spot support
6.When security is an issue the ISP has a major advantage
7.Supports VPN connectivity
8.Ability to give real IP at once
9.Strong data network ability
10.Ping response latency is relatively low
11.Multiple upper provider for external gateway support
12.Link redundancy availability
13.Tracing the source in case of any fraudulent occurrences from client IP
Disadvantages of ISP:
1.Does not provide mobility
2.Difficult and time consuming to setup and maintain
3.Insufficient budget
4.Advertisement initiatives are very poor
5.Small number of subscribers
6.Small coverage area
Advantages in Mobile Internet:
1.It’s main advantage is its mobility. Growing number of laptop users are preferring the Internet connection that will follow them around where ever they go
2.Increase in the availability of sets that has built in EDGE modem at a low price
3.In our country most people do not require high speed Internet when they are on the go; as long as they provide a connection that is relatively faster than dial-up most people (specially business men) will still prefer the mobile Internet
4.CDMA/ WCDMA provider can be a threat to the home user
5.Roaming/ coverage facility to entire Bangladesh
Disadvantages in Mobile Internet:
1.Lack of technical support when users are facing any problem
2.Low and shared bandwidth capable of maximum 160kbps
3.Quality of the service deteriorates in high density, high usage areas
4.As the number of subscribers increase the QOS is set to deteriorate even farther
5.Not adequate for corporate customers
6.Not adequate for people who download more frequently
7.Most mobile operators set 3GB usage limit per month which is comparatively more expensive and insufficient for many people
8.Very difficult to support VPN and other complicated functions of the Internet
9.Do not provide real IP address
10.Inconsistent speed
11.Frequent disconnection problem
12.For some of the service providers reconnection can be comber sum process
13.No support for installation
14.The mobile is occupied in this process, if edge modem is used instead of phone, a good amount of investment is needed in home user perspective
Advantages of WiMAX:
1.High speed up to 75 Mbps bandwidth
2.Use of existing fiber optic network to setup WiMAX transmitter
3.Ability to cope up with increased number of customers
4.Access to places where permission is needed and is a big issue
5.Comparatively easier to establish and maintain
6.Fulfills the need of the corporate customers as well
7.Proper technical support when facing with problem.
8.No antenna is needed
9.Connection can be established a lot faster than wired connection
WiMax Possible Usage:
There are many different areas where WiMax can be deployed to provide High Speed Wireless Access
1.Residential High Speed Internet AccessWiMax will be a strong competitor for currently used xDSL or Cable technology. In most countries, it will be viewed as a replacement for wired connections. In developing country especially those with poor land-line infrastructure, WiMax provides a cheap, but reliable and scalable connection
2.Large Enterprises WiMax is competing directly with current Wi-Fi technology in this market. WiMax is able to support more users at higher speed in a larger area
3.Broadband Internet Access in Remote Area using WiMax’s Line Of Sight connection, service providers can easily reach remote area that’s economically infeasible to reach by xDSL. Also, service providers can choose to integrate cell phone base station with WiMax base station to reduce the cost further
4.WiMax is providing wireless high speed Internet connection, user could use hand-held device to make phone call over IP. Many experts anticipate that WiMax enabled device will eventually replace cell phone completely
Omi bhai,
Etodin ISP tei chilam. Speed to kom paitam i morar upor khara line 2-3 din dhore bondho thakto. Ei mashe Edge dhorlam. Experience kharap..Raat 2tar ag porojnto 2-3kBps (@mohammudpur) raat 2tar pore 20kBps 😛
Ghum haram kore dilo!
Recently I read the rates of BTTB for Internet.
http://www.bttb.gov.bd/home/main/rates/BTTBSampleRates.htm
If you read it carefully you’ll notice that the rate is too much high. Not sky-touching but space-touching !!!
It clearly indicates that Internet is not for mass people. Its for
business man, industries and educational institute. I was amazed when
I saw %50 discount for educational institutes in some category. After
all these, we still hear some words like “Internet in rural
area”,”Internet for all” etc from those who like to dream about our
country.
I can guess why their rate is so high.
May be the reason is the Govt had to buy the submarine cable connection
with huge amount of money. But They were offered free connection few
years ago.
whatever, These Govt peoples are corrupted. They will demand more and
more money even if the bandwidth is free.
And we people will always think, “Jhamelay jeye ki lav, Shomoy nosto,
maniei choli”
Adios
We as a user always expect competition among the internet service provider to
get better service. In old days all the ISPs monopolize the internet market. But
the mobile operators drastically changed the situation. I live at Sylhet. Sometimes informally this city is called ‘Cyber City’ for numerous Cyber cafes. But recently their profit margin is falling sharply. They will pressurize the ISPs and in turn ISP will try to render better service. নাই মামার চেয়ে কানা মামা ভাল | তাই ধন্যবাদ মোবাইল অপারেটরদের |——-Khairul Hasan Shiplu
Mr Shiplu,
BTTB is LAME organization….. and no 1 Corrupted organization.. Dont belive / rely on them. Wait a bit, WiMAX will be the cheaper fastest solution. Recently Agni Online is providing WiMAX for the corporate clients. Hopefully they will go fo the mass. Till then,,,,,, Cheers…
টেলিটকের স্পীড তো ভাই বোগাস!! 3 kBps – 3.5 kBps. তারপরেও সেটাই ব্যবহার করতে হচ্ছে কারণ বাকি সব সেল অপারেটরের হয় পোস্টপেইড সিম লাগবে নতুবা প্রি-পেইডে আনলিমিটেড অপশন নাই। আর সিটিসেল এক্সপেনসিভ বেশ!
ইউরোপ আমারিকার নেট স্পীডের কথা শুনি আর দীর্ঘশ্বাস ফেলি……
আজিমপুর এ যখন প্রথম গ্রামীন এর কানেকশন নিয়েছিলাম,স্পিড ছিলো ১২-১৫ কেবিপিএস,এখন নেমে হয়েছে ১-৩ কেবিপিএস।
স্পিড আর কতো নামবে?
কেউ কি বলতে পারেন? মোবাইল ব্লুটুথ দিয়ে কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করার সময় মোবাইল চার্জে রাখলে সেটের কোন ক্ষতি হয় কি না ; কেউ সমাধান দিলে কৃতজ্ঞ হবঃ; শিপলু
শিপলু: একটা ফোনের স্বাভাবিক কার্যক্রম হচ্ছে আপনি সেটা চার্জ করবেন এবং ব্যবহার করে ব্যাটারী খালি করবেন। আমরা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কিন্তু এটার ব্যাঘাত ঘটাচ্ছি, তাই এটা ক্ষতিকারক বৈকি।
মোবাইল ইন্টারনেটটার আবিস্কার হয়েছে বিশেষ প্রয়োজনে ব্যবহারের জন্য, সবসময় ব্যবহারের জন্য না। আপনি যদি বিদেশের বাজার ঘাঁটেন, তাহলে দেখবেন কোনো ভালো বড় কোম্পানী কম্পিউটারে ব্যবহার করার জন্য USB মোডেম বানায়নি, (আমাদের দেশে যেই USB EDGE/GPRS মোডেমগুলি পাওয়া যায়, সেগুলি চায়না থেকে বিশেষ ওর্ডার দিয়ে বানিয়ে আনা হয়, যার মান অত্যন্ত জঘন্য)। যা বানিয়েছে সব ল্যাপটপে ব্যবহারের জন্য। ল্যাপটপে বিশেষ প্রয়োজনে আপনি এটা ব্যবহার করবেন।
তাহলে ওদের যদি মনে হতো যে এই জিনিস ২৪ ঘন্টা ব্যবহার করার জন্য তৈরী করি, ওরা তৈরী করতো না? সুতরাং বুঝতেই পারছেন আপনি খাল কেটে কুমির আনছেন।
অনেকেই এই কথা পড়ে বলবেন যে আমরা অসীম সময়ের জন্য লাগিয়ে রেখেছি ইন্টারনেটে, কই আমাদেরতো কোনো সমস্যা হচ্ছে না। ভাই, সমস্যা না হোক সেই দোয়াই করি, একবার সেট ফুটে গেলে আমও যাবে ছালাও যাবে।
েমাবাইেল আিমো ব্লুটুথ ব্যবহার করছি। িকন্তু সমস্যা হেচ্ছ চাজর্ িনেয়। আবার গরমো হেয় যােচ্ছ। িক করি বলুনতো? নাজমুল
Nazmul: Please write Bangla properly.
You can use the software mentioned here: http://omi.net.bd/?p=146 and try.
Link speed of GP Internet is reduced to 115 Kbps in Rampura Banashree area, which was 460 Kbps previously, one month ago. Download speed has been reduced simultaneously. Could you explain the reason?
Dear All,
Please face the reality:
“I think I have to use it in some sorts of very very remote place. like Bandarban.”
🙂
আমি তওবা করছি আমি আর ওয়ারলেস ক্যানেকশন জীবনেও ব্যবহার করুম না ।
বাংলালিংক যে কতটা জঘণ্য আর ওদের কাস্টম্যার ক্যায়ার আরো জঘন্য …আমাকে মিস গাইড করছে… ধুর…
can any 1 say about p2p sharing service using with gp edge connection.i used bitcomet as my p2p client.but gp disappointed me.i go the hell speed arround 3-6 kbps.can any 1 say me how to setup port forwarding with gp connection.plz
as a student of eee ami eta ensure korte pari ashole TDM hocche time division multiplexing.etar practicle use holo TDMA.r omi thik e boleche.tobe ami kichu add korte chai.TDMA te data packet hoe ashe.duita packet er majhe je time gap thake sei time e server onno mobile ke packet data provide kore.evabe shob mobileke e data provide kora hoi.packet data pass kora hoi bole ei service er nam GPRS(general packet radio service).EDGE holo GPRS er ekta update version.but EDGE ta stable na.eta wather er sathe related.wather kharap thakle EDGE serice provide na kore GPRS provide kora hoi.duniyer shob EDGE provider ra tai kore.GPRS er modulation GMSK (gaussian minimun shift keying) r EDGE er modulation 8PSk ( 8 phase shift keying).ekhane 8 mane holo 2 to the power 3.mane ekat PAM (pulse amplitude modulated) ke 3 bit die represent kora hoi,kintu GPRS e eta kora hoi 1 bit die.tai eta bola jai je EDGE GPRS theke 3times faster.but GP claim kore 8times faster!!they r foolish.because marketing department lok ra to r engineering bojhe na!!r CDMA holo FDM er practicle use.ete continous data send kora hoi.SO, CDMA phone gulute internet use korar somoi Call ashena!!!kintu GSM gulute call ashe.karon duto packet er majhe call dhukie dea jai,ja continuously connected thakle shomvob na.
But the fact is none of GSM and CDMA can receive a call while you are using Internet by them contently. Theoretically that is possible, but practically they don’t use high quality equipments at service deployment, so things here doesn’t work as it does in US/UK.
Hope you get the point.
ব্রিটেনে মোবাইল অপারেটর থ্রি ও ভোদাফোন থ্রিজি এবং হাই স্পিড সার্কিট সুইচড ডায়ালিং-এর মাধ্যমে অনেক ডাউনলোড আপলোড স্পিড দেয় বটে। তারা তাদের প্রত্যেকটি প্লানের সাথে ডাটা ট্রান্সফার লিমিট বেধে দেয়। ক্যাপের কারণে ব্রিটিশরা ২-৭ Mpbs স্পিড পেলেও মাসে ১-৩ গিগাবাইটের বেশি ডাটা ট্রান্সফার করতে পারে না। অতিরিক্ত ডাউনলোডের জন্য তারা এক্সট্রা ফি নেয়। সে তুলনায় বাংলার গ্রামীণফোন ওয়ালারা অনেক ভালো। তারা আনলিমিটেড প্যাকেজে গ্রাহককে ভার্চুয়ালী অসীম ডাটা ট্রান্সফার করার সুযোগ দেয় নির্দিষ্ট টাকার মধ্যেই। যেমন- এজ ব্যবহার করে ২৪ ঘন্টা ননস্টপ ডাউনলোড করে ৩০ দিনে ৩০-৩৬ গিগাবাইট ডাটা নামানো সম্ভব। সাবাশ জিপি! এর নামই কিনা টোটাল সল্যুশন। হাঃ হাঃ হাঃ !
Good news mates!
At last the fucking BTTB turned into a private company!! URAAA.
the dikhead bttb official will now realise “koto gome koto ata” .
hopefully now we can get hispeed internet in a good price.
ami GP ar p3 djuice sim use kori. mojar bebar holo gp ar p3 prepaid 24 hour e unlimited internet. monthly 300TK vat . onek kom na? GP ar p2 jara use kore tader monthly dite hoi 1150.TK . otcho amr r oder subidha ak. jotil na. ato kom a net pao jai kuthai ar?
@kalpurus
You did a mistake by disclosing that. You know it was a problem of GP servers, so those who subscribed for that P3 and enjoying the unlimited today. but once they will know about it, they will shut it down.
We use to send free SMS with GP. There was a way of doing that. But when they learn about it, they shut the service down and fixed the bug.
vodafone wants to come bangladesh. i think it is better for us. because they are the world’s largest mobile operator and uk based company. so it has a quality.
Aktel a free download korle taka katey. Internet browsing o slow. Grameen tar cheyeo baaaajjjjeeeeyyyy. Tara browsing (pre paid) a ki poriman taka katey ta kolponai kora jaina.
ভাই জিপি ব্যবহার করি মডেম আর সিম পকেটেই থাকে স্পিড ও ভালো কি দরকার অন্যকিছুর তবে wimax এর অপেক্ষায় আছি
I want to u use citycell zoom.when ?
Pls what is my advantage. so episcopalian……..
vai,keu bolte paren wi-max kobe chalu hobe?
mobile internet pura faul………..er cheye broadband hazar gun valo…….amar broadband e speed all time 14-16 kbps thake……..kokhono kome na……….monthly 1000 tk……valoi….thaki banasree,rampura……….. 🙂
Mobile Internet Pura rocks. Ami 354 TK dia 30-32 KBPS Speed pai. Kokhono kome na but bare. Valoi, Thaki Mohammadpur Society te.
broadband Mobile Internet thekey hazar gun Kharap. Ai line ase ai nai, tar kata kati. 1000 TK dia 6-10 KB ar basi pawa jay na. Carent galo to line galo. Ar broad band nia kono vacation a to jaite parben nah. Ami Jaikhane jai saikhane Full speed net use kori.
Ami etodin onek suffer krsi.ekon broadband use kri.128kbps@1100 TK.valoi.
Well, most routers are setup by default for the most popular VPN connections. You would need to check the options for your specific brand and model. Then, just go into Windows and run the create new connection wizard. Select the "Connect to the network at my workplace" option. This doesn’t actually require you to connect to your place of work. Then choose "Virtual Private Network connection", make up a name for the connection. Then, choose the "Do not dial the initial connection" option, put in the IP, and if you have a simple VPN setup, you’re pretty much done. Other settings are connection specific.
Udasin Balok said:
it, s good