মোজিলা ফায়ারফক্স আমাদের সবারই পছন্দের ব্রাউজার। অনেকে যদিও এটা ব্যবহার এখনো শুরু করেনি, তার পারও যারা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করে, তাদের বিশ্বাস যে পৃথিবীর ৯০% ইন্টারনেট ব্যবহারকারী খুব কম সময়ের মধ্যেই ফায়ারফক্স ব্যবহার শুরু করবে।
লেখা দেখাবার জন্য অপারেটিং সিস্টেম বা সফটওয়্যারের মধ্যে কিছু প্রযুক্তি থাকে যার জন্য আমরা এভাবে লেখা দেখতে পাই। বিভিন্ন অপারেটিং সিস্টেমে এটা বিভিন্নভাবে নিয়ন্ত্রন করা হয়। এটাই ভালো লাগেনি মোজিলা দলের। তাই তারা নিজেরাই লেখা প্রদর্শন করার প্রযুক্তিকে নিজেদের আয়ত্বে আনছে। ফায়ারফক্স ৩-এর পরীক্ষামূলক একটি সংস্করণ আমি উইন্ডোজে ব্যবহার করে দেখেছিলাম, সেরকম কোনো পরিবর্তন আছে বলে মনে হয়নি। কিন্তু আজকে ম্যাক ওএস ১০-এ চালিয়ে দেখলাম। জটিল!!!
বাংলা খুব সুন্দরভাবে প্রদর্শিত হচ্ছে। আশাকরি লিনাক্সের সংস্করণেও ঠিক এভাবে কাজ করবে। কেউ লিনাক্সে পরীক্ষা করে থাকলে মন্তব্যে জানানোর জন্য অনুরোধ করছি।
শুনেছিলাম ফায়ারফক্স 3 তে এ্যাজক্স বেজড ওয়েব 2.0 সাইট গুলো অফলাইনেও দেখা যাবে
শোনা কথায় বিশ্বাস করতে হয়না। আমি এমন কোনো লজিক দেখিনা যে অফলাইনে অ্যাজাক্স ভিত্তিক সাইটগুলি কাজ করবে..
এই যে এখানে
http://www.downloadsquad.com/2007/02/28/supercharged-firefox-3-0-taking-shape/
Ya that says about AJAX applications, but if the application is server/database dependent, how come that’ll work locally? Will Gmail work offline?
I think only those applications will work, which don’t have any server dependency.
tried the binary in linux today. didn’t render bengali for me, maybe it didn’t recognize the shared fonts. and acted pretty slow. maybe a nightly build issue.