স্টার্ট পেইজের যুদ্ধে এখন এগিয়ে আছে গুগল্। ওয়েব ২.০-এর এই যুদ্ধে এখন মাইক্রসফট লাইভ, পেইজফ্লেক্স এবং গুগল্ সমানে নতুন নতুন ফিচার উপস্থিত করছে ব্যবহারকারীদের কাছে নিজেদের ব্যাবহার উপযোগী করে তোলার জন্য। কিছুদিন আগেও এই লড়াইয়ে এগিয়ে ছিলো বাংলাদেশী ডেভলপারদের তৈরী করা স্টার্টপেইজ পেইজফ্লেক্স কিন্তু গুগলের সুযোগ সুবিধার কাছে টিকতে পারেনি বেশি দিন। আর গুগল্ স্টার্ট পইজের অনেকগুলি সুবিধার মধ্যে ওয়েব পেজে সরাসরি বাংলা ভাষায় টাইপ করার সুযোগ যোগ করা হয়েছে। এখন থেকে কোনো সফটওয়্যার ব্যবহার না করে যে-কোনো ইন্টারনেট ব্রাউজার দিয়ে গুগল্-এর স্টার্ট পেইজে গিয়ে বাংলায় লেখা যাবে। আর এই কাজটি গুগল্ নিজের উদ্দ্যোগে করেছে এবং তাতে সাহায্য করেছে gate2home নামের এক কোম্পানী। উক্ত বিষয়ে গুগল্-এর বাংলা লোকালাইজেশন পার্টনার একুশে-এর সাথে যোগাযোগ করলে জানা যায় গুগল্ সম্পুর্ন কাজটি উক্ত কোম্পানীটির সাহায্যে পরীক্ষামূলকভাবে করছে এবং এখন শুধু ভারতীয় বাংলা কী-বোর্ড Inscript-এর সমর্থন দেয়া হয়েছে এবং এটা ব্যবহারিক দিক থেকে সফল হলে আগামী জানুয়ারীতে একুশে-এর ডেভলপার হাসিন হায়দারের উন্নয়নকৃত ইউনিজয় লে-আউটের ওয়েব ভার্সনটির সমর্থন দেয়া হবে। গুগল্-এর স্টার্ট পেইজের ঠিকানা: http://www.google.com/ig
মাতৃভাষা বাংলা ব্যবহার করা যাবে গুগলে
12 মঙ্গলবার ডিসে. 2006
Posted গুগল্, বাংলা কম্পিউটিং
in
Ekushey is back!
Where did Ekushey go?