এর আগে আমরা লিনাক্সে ইউিনজয় লে-আউট ব্যবহার করে বাংলা লেখার পদ্ধতি দেখেছি। যারা সেটি দেখেননি তাদের অবশ্যই এই ধাপটি দেখে অনুসরণ করার আগে ঐ ধাপটি দেখে এবং অনুসরণ করতে হবে।
Applications -> Terminal খুলি
টার্মিনালের মধ্যে
sudo gedit /etc/X11/Xsession.d/90im-switch
কমান্ডটি লিখে এন্টার দেই। এতে দু’ রকমের ঘটনা ঘটতে পারে। যদি 90im-switch নামের কোনো ফাইল থাকে, তাহলে সেটি টেক্সট এডিটরে খুলবে, আর যদি না থাকে, তাহলে উক্ত নামের একটি ফাইল তৈরী হবে।
export XMODIFIERS="@im=SCIM"
export XIM_PROGRAM="scim -d"
export GTK_IM_MODULE="scim"
export QT_IM_MODULE="scim"
ফাইল আগে থেকে থাকলে উক্ত কমান্ডটি চালালে আমাদের টেক্সট এডিটরে আগে থেকেই কিছু লেখা থাকবে আর ফাইল না থাকলে এডিটর ফাঁকা থাকবে। এডিটরে কিছু লেখা থাকলে লেখাগুলি মুছে দিয়ে নীচের লেখাগুলি পেস্ট করে দেই (বা বলা যেতে পারে ঐ লেখাগুলি নীচের এই লেখাগুলি দিয়ে রিপ্লেস করি)-
আর টেক্সট এডিটরে যদি কোনো লেখা না থাকে তাহলে উপরের লেখাগুলি পেস্ট করে টেক্সট এডিটর বন্ধ করে দেই। ফাইলটি সেভ করতে চাইলে Save বোতামে ক্লিক্ করবো। এবার লিনাক্স রি-স্টার্ট করি।
এখন যে-কোনো একটি এ্যপ্লিকেশন চালু করে Ctrl এবং Space Bar চাপ দিলে বাংলা লেখা যাবে।
সমস্যা: আপনি এখনো বাংলা লিখতে পারছেন না।
সমাধান: Ctrl+Space দিলে টাস্কবারের উপরে একটা ছোট্ট বার দেখাবে। সেটা দেখলে বুঝবেন যে আপনার প্রগ্রাম এ্যক্টিভেট হয়েছে কি-না। যদি হয় এবং সেই বারের উপরে M17N-bn-unijoy না দেখিয়ে অন্য কিছু দেখায়, তাহলে যে লেখাটি দেখাচ্ছে সেটার উপরে ক্লিক্ করে Unijoy নির্বাচন করে নিন। আর এর পরেও যদি আপনি কিছু করতে না পারেন, তাহলে আপনি কম্পিউটার ব্যবহার বাদ দিয়ে টাইপরাইটার ব্যবহার করে দেখতে পারেন। 🙂
Bro it is an excellent Job… Rock!!!… for sure it is gonna help ….
Great.. :))
“এবার লিনাক্স রি-স্টার্ট করি।” — no need to restart GNU/Linux as Windows. Just press, CTRL+ALT+Backspace. It will reload X11 server with new changes.
বস্
এই টিপস্ গুলা আগে দেওয়া উচিৎ লেখার বাহিরে দিলে পাবলিক নাও পড়তে পারে। ভিতরে দেওয়া ভালো। তবে এখন এডিট করতে ইচ্ছা হচ্ছে না, কারন লেখা খুব ভারী হয়ে গেছে। মুক্ত সাইটে লেখাগুলা ট্রান্সফার করার সময় ঠিক করে দেবো।
বিষয়টা বলার জন্য অসংখ্য ধন্যবাদ।
এই লেখাটা অনেকের কাজে আসবে। উবান্টুতে ইউনিজয় ছাড়া আর কি বাংলা কী-বোর্ড লে-আউট ব্যবহার করা যায়?
লিনাক্সে ইনস্ক্রিপ্ট বাংলা, প্রভাত বাংলা ব্যবহার করা যায়। তাছাড়া m17n-এর নিজস্ব qwerty ফোনেটিক তো থাকছেই। অনেক সুবিধা আছে লিনাক্সে…
কাজ করছে … ধন্যবাদ।
তবে হেভী ডরাইছিলাম ….. কারণ প্রথমে এখান থেকে কপি পেস্ট করে+ বাকী কোড মুছে রিস্টার্ট করার পর আর লগ ইন করতে পারি না, এরর মেেসেজ দেয়। পরে ফাইলসেফ নম সেশন দিয়ে লগ ইন করে আগের ব্যাকআপ রিস্টোর করলাম — আবার সব ঠিক (শুধু ইউনিজয় বাদে)। আবার ট্রাই দিলাম … একই এরর। এবার এরর মেেসেজটা লিথে রাখলাম আপনাকে জানাবো বলে। মেসেজটা ছিল এমন:
export: 24: -d”: bad variable name
এবার ফাইলটা খুলে দেখি যে, আপনার কমান্ডগুলা কপি-পেস্ট মারার পর ২য় লাইন থেকে ইনভারটেড কমা গুলো একটু পরিবর্তন হয়ে গেছে। ইনভারটেড কমাগুলো প্রথম লাইনে খাড়া খাড়া দুইটা উলম্ব লাইনের মত কিন্তু পরের লাইন থেকে কমার মত দেথতে। তাছাড়া ভেতরের লেখাগুলোর রং ও পরিবর্তন হয়নি। তাই প্রথম লাইন থেকে খাড়া ইনভারটেড কমা কপি-পেস্ট করে দিলাম — এতে লেখার রং পরিবর্তন হল (বুঝলাম কমান্ড লাইন গ্রহণ করেছে)। সেভ করে রিস্টার্ট দেয়াতে সব ঠিক!
এ্যাত ফ্যানায় লেখলাম কারণ অন্য কেউ যাতে আমার মত সমস্যায় পড়ার আগেই খেয়াল করে সেজন্য। লম্বা মন্তব্য পড়ে কেউ বিরক্ত হলে ক্ষমাপ্রার্থী।
দারুন কাজের জিনিসটার জন্য ধন্যবাদ।
গতকালকে আমিও ধরা খাইছিলাম। এই কোডগুলা কেনো জানি বদল হয়ে যায়, কালকে ঠিক করে দিয়েছিলাম, তার পরেও দেখি কমা গুলা ভেজাল আছে।
আমি পরামর্শ দেবো যাতে কোডগুলি কপি পেস্ট না করে হাতে লিখে দেয়…
use unijoy in suse 10.1
from yast click “Software Management” –
now from filter dropdown menu choose ‘Languages’
now u will see lots of language option in sidebar.
Check mark ‘bn Bengali’ and all packages under this option. specially ‘scim-m17n’
now put suse cd /dvd in ur cd/dvd rom and click’accept’ for install all u check marked.
Afterinstall u may need restart. Now u can see a keybord icon in gnome panel.If u cant see any icon
go to applications> system> configuration> SCIM input mathod setup= in GTK check ‘show tray icon’
from IMEngine>Global Setup> Bengali> dropdown option u will see ‘M17N-bn-unijoy’ check mark this.
Now when ever u open any editor and click keyboard icon from gnomepanel u will see lots of input mathod.
Choose unijoy from Bengali and write.
Enjoy
কয়েকটি বাগ বা বৈশিষ্ট পেলাম:-
Caps Lock অন থাকলে Ctrl+স্পেসবার কাজ করে না।
Amarok এর ভিতরে (ট্যাগ, আই.ডি. ইত্যাদি এডিট করার সময়) এটা কাজ করে না….. প্রভাত ভরসা!
তারপরেও, it ROCKS!
অমি ভাই, আমি মিশু বলছি ইত্তেফাক থেকে। ভাইয়া, ফেডোরা ৭.২ কি দেখছেন? একটু বলবেন ওখানে কি করে ইউনিজয় আনবো! ওপরে যেভাবে উবন্তুতে দেখিয়েছেন সেভাবেই আসবে? স্কিম ইন্সটল করছি কিন্তু ওখানে কেবল ইনস্কিপ্ট আর ফনেটিক বাংলা দেয়া আছে। কি করবো এখন? কোনো ডাউনেলাড করার মতো আরপিএম সমাধান পেলে ভালো হতো। অর্থাত জাস্ট বিজয়ের মতো একটা ফাইল ইন্সটল করলেই যদি ইউনিজয় চালু হয়ে যেতো। আর একুশে তাদের সাইটে কি একটু লিনাক্স সম্পর্কীত কথা বর্তা দিতে পারেনা? এরা দেখি খালি উইন্ডোজ নিয়েই ব্যস্ত। ধন্যবাদ। একটু জানাবেন দয়া করে।
আপনি খুব ভুল বললেন মিশু সাহেব। একুশে’র দেয়া সমাধানগুলির জন্যই আজকে লিনাক্সে বাংলার মুখ দেখতে পাচ্ছেন। User Interface-এ যে বাংলা দেখতে পাচ্ছেন তার ফন্ট একুশের সংযোজন করা। এভাবে লিখতে লিখতে পাতা ভরায় ফেলা যাবে একুশের কাজ সম্পর্কে। কিন্তু আমি একটা জিনিস দখে বেশ অবাক হলাম, আপনি একজন দায়ীত্ববান সাংবাদিক হওয়ার সর্তেও একুশে সাইটে উইন্ডোজ ছাড়া কিছু দেখতে পেলেন না! সাইটে ঢুকতেই তো দেখা যাওয়ার কথা আমাদের Mac OS X-এর সলিউশন। যা বাংলার ক্ষেত্র সবসময়রই মতন পৃথিবীতে প্রথম এবং এখনো একমাত্র।
খুব দুঃখ হয় দেখে যে বাংলাদেশের সব পত্রিকা যখন বিষয়গুলিকে হাইলাইট করে, তখন দৈনিক ইত্তেফাকে আপনারা কিছু লিখেন না। 🙂 আশাকরি ভবিষ্যতে আপনারা আমাদের সাথে থাকবেন।
আর আমি নিজে রেডহ্যাট পছন্দ করি কম, তাই সেটা নিয়ে ঘাঁটাঘাঁটি কম, আপনি নিজে চেষ্টা করে দেখতে পারেন, আমি সাহায্য করতে পারছিনা বলে দুঃখিত।
মিশু সাহেব আপনি বিডিলাগ ইয়াহু গ্রুপে যোগ দিতে পারেন
http://groups.yahoo.com/group/bdlug/
আশাকরি সেখানে সমাধান পাবেন
বাংলা কম্পিউটিং নিয়ে বিডিলাগে!!!
মনে হয় না…
“বাংলা কম্পিউটিং” ? নাহ তার তো লিনাক্সে ইউনিজয় ব্যবহার নিয়ে হেল্প
দরকার।
“আর এর পরেও যদি আপনি কিছু করতে না পারেন, তাহলে আপনি কম্পিউটার ব্যবহার বাদ দিয়ে টাইপরাইটার ব্যবহার করে দেখতে পারেন।”
Not a fair comment
অসাধারণ । অাপনাকে অসংখ্য ধন্যবাদ ।
তবে ছোট্ট একটা সমস্যা হচ্ছে । ubuntu 8.04 এ শুরুতেই [as default] খুব সুন্দরভাবে বাংলা render হোতো firefox এ, অনেকটা BNG.ttf এর মতো দেখতে । এখানকার পদ্ধতিগুলো অনুসরণ করে কাজ হয়েছে , কিন্তু সমস্যা হল, এই পরিবর্তনগুলো করার পর firefox এ এখন অার বাংলা vrinda র মত ছাড়া render হচ্ছেনা [i tried reconfiguring the default bangla font from firefox “preference” setting under “content”- same result] ।
পরামর্শ দিলে অত্যন্ত কৃতজ্ঞ হব। –
দুঃখিত, অামারই ভুল। সব ঠিক অাছে; কনফিগারেশন সমস্যা ছিল।
অমি ভাই অামি install করার পর unijoy তে o লিখতে পারছি না। right ALT চেপে কাজ হচছেনা। ৌ ো অাসে।কিভাবে লিখব???
অমি ভাই, অনেক ধন্যবাদ। হার্ডিতে ইউনিজয়ে লিখতে পেরে অনেক শান্তি লাগছে।
খুব সুন্দর লেখা। কিন্তু এই পদ্ধতিতে ওপেনঅফিস থ্রিতে বাংলা লেখা যাচ্ছে না। আমার উবুণ্টু ৮.০৪ এ ওপেনঅফিস ২.৪ অার ৩ দুটোই আছে। ২.৪ এ লেখা যাচ্ছে কিন্তু ৩ এ লেখা যাচ্ছে না।
কোন সমাধান আছে কি?
তারিফ
@তারিফ এজাজ
Please discuss the same on http://forum.linux.org.bd
Pingback: উজ্জলের ব্লগ সাইটে স্বাগতম » Blog Archive
Please help to configure Ubuntu 10.04 & 9.10 for typing Bangla in OpenOffice 3.2.
Thank you.
Do I have to write & press Enter for the following commands separately in Terminal
export XMODIFIERS=”@im=SCIM”
export XIM_PROGRAM=”scim -d”
export GTK_IM_MODULE=”scim”
export QT_IM_MODULE=”scim”
NO need to install SCIM, follow the following procedure, it is easier than the procedure narrated in this page.
You can write Bangla using Unijoy system in Ubuntu 9.10 & 10.04.
Just follow the following procedure –
1. Go to System > Preferences > IBus Preferences
2. Select ‘Input Method’ tab, then click on the ‘Select an input method’. Then select Bengali > unijoy (m17n). Then click on the ‘Add’ button.
3. Then select ‘General’ tab & remember the Keyboard Shortcuts for ‘Enable or disable’ and ‘Next input method’. You can change them according to your preference. Click on ‘Close’.
4. Open OpenOffice.org Word processor or your browser(e.g. Firefox), use the keyboard shortcuts for enabling & changing input method & keep on writing Bangla anywhere you like.
Thanks to all.
নিচের লিংকে আমি একটি সহজ পদ্ধতি লিখেছিলাম। দেখে নিতে পারেন।
http://zcwbd.com/zahid/tune_id_690
Bhia, how to open read only file (lock) into the Ubuntu OS, if possible pls known me within a short due to lot file in my pen drive all are read only.
M. Polash (Lashith)
Thakurgaon.
লিব্রে অফিসের নতুন ভার্সনে এই পদ্ধতি কাজ করছে না।দয়া করে একটু দেখবেন কি?
অজ্ঞাতনামা কেউ একজন said:
http://zcwbd.com/zahid/tune_id_690
THIS is not a VALID link anymore, Zahid bhai inform us the latest one so that we may use in 11.04 or later versions of UBUNTU.