আমি ডেনিম ব্র্যান্ডটির একচেটিয়া ভক্ত ছিলাম, কিন্তু দিন দিন আমাদের দেশে এর মান খারাপ হতে থাকায় এক্স ব্যবহার করতে শুরু করি, কিন্তু এখানেও একই সমস্যা! দিন দিন পণ্যের রঙ-চঙ বাড়লেও পরিমান কমতে থাকে। যেই বডি-স্প্রে একমাস যাবার কথা, সেটা সর্বোচ্চ পনেরোদিন ব্যবহার করা যায়। কিন্তু বাহারি বাজ্ঞাপণ আবার ঠিকই চলছে। এক্স তো তাও ব্যবহার করা যায়, কিন্তু ডেনিমের বোতলের অবস্থা দেখলে মনে হয় এটা জিঞ্জিরায় তৈরী হয়।
এবছর শুরুর দিকে স্কয়ার টয়লেট্রিজের কুল বডি-স্প্রে কিনে নিয়ে আসলাম, ব্যবহার করেই ভালো লেগে গেলো। সত্যই অসাধারণ লেগেছে প্রথম ব্যবহারেই। অপেক্ষা করছিলাম পুরুষদের জন্য অন্যান্য পণ্যের। আজকে দেকানে ঘুরতে ঘুরতে দেখি কুল ব্র্যান্ডের শেভিং ফোম ও আফটার শেভ জেল পাওয়া যাচ্ছে। শেভিং ফোম গত ৩ বছরে কেনা হয়নি, তাই সঠিক বলতে পারছিনা এটা কবে বাজারে এসেছিলো। একটা শেভ দিলাম, মাথাই নষ্ট, এত স্মুথ আর আরামদায়ক হবে ভাবতে পারিনি। শেভ করার পরেও একটা ঠান্ডা অনুভুতি।
শেভ করার পরে আমার চামড়া খস্খসে হয়ে থাকে, এই আফটারশেভ জেলটা ব্যবহারের পরে অসম্ভব কোমল হয়ে আছে চামড়া। সব মিলিয়ে আমি ভীষণ খুশি এই পণ্যগুলি পেয়ে। অনেকেই হয়তো নাক সিটকাবে দেশী পণ্য বলে কিন্তু আমি একবার ব্যবহার করে দেখার পরামর্শ দেবো, আশাকরি হতাশ হবেনা।
এই পণ্যগুলি কোনোভাবেই আন্তর্জাতিক মান থেকে কম যায়না। অবশেষে একটা ব্র্যান্ড পেলাম যা একসাথ দু্ই/তিনটা ব্র্যান্ডের সাথে প্রতিযোগীতা করবে।
Roqibul Hasan said:
বডি-স্প্রে টা ভালো লাগে না! আমি প্লেবয় বডি-স্প্রে ব্যাবহার করি… 😉
শেভিং ফোম আর আফটারশেভ ঠিক আছে… 🙂
Omi Azad said:
আমার অসাধারণ লেগেছে 🙂
Mehdi Akram said:
আমারতো শেভিং ফোম/ ক্রিম বা আফটার শেভ জেল লাগে না.
Omi Azad said:
LOL 😉
Tanvir Zaman said:
এই আফটারশেভ জেলটা ব্যবহারের পরে অসম্ভব কোমল হয়ে আছে চামড়া -এই লাইন পড়ার পর শেভ করে এমন নারী পুরুষ সবাই এইটা একবার হলেও ব্যবহার করবে 🙂
আফটার অল এর বডি স্প্রে আর পাউডার আমারও ভালো লাগে…..
Rupok Chowdhury Protik said:
কুলে’র চারপাশে এতগুলা গাড়ি ক্যান অমি ভাই? 😛
Omi Azad said:
পুরুষরা শেভ করে স্প্রে দিয়ে গাড়ি চড়বে 😉
Shajjadul Islam said:
দেশের পণ্য খুজে পাই নাহ 🙁
কুল ট্রাই করে দেখব.
Omi Azad said:
Please
Robaiatul Islam Shaon said:
আমিও কিছুদিন এই বডি স্প্রেটা ব্যবহার করেছি। ভালোই।.
কিন্তু একদিন আমি অন্য একটা ফ্লেভার খানিকটা হাতে মেরে দেখলাম যে আঠালো তেলতেলে অংশ রয়ে যাচ্ছে। কনভাবেই কিছু বাষ্প হয়ে মিলিয়ে যাচ্ছে না। যেটা সাধারনর অন্যগুলোর ক্ষেত্রে হয়। এবং হাত দিলে তেলতেলে লাগছে। এরপর এটা ব্যবহার করা বাদ দেই।.
Omi Azad said:
একসময় হয়তো সেটাও থাকবেনা।
Taher Chowdhury Sumon said:
আমি অনেক দিন যাবত ই কুল বডি-স্প্রে টা ব্যবহার করি, বেশ লাগে আমার কাছে এটা।.
Rakibul Sakib said:
এলাকার দোকানে যেদিন প্রথম আসে, সেদিনই এই হালকা নীল বডিস্প্রে টা কিনেছিলাম, ইউজ করার পরে থেকে আমি এক্স থেকে কুল এ শিফট হয়ে গেছি, সাথে আরো ৩ জন ফ্রেন্ড কে শিফট করাইছি…… এই টা আসলেই অন্য সব ব্র্যান্ড এর সাথে খুব সহজেই পাল্লা দিতে পারে…
Tanvir Iftekhar said:
Share your blog link here: https://www.facebook.com/Kool.GetNoticed?ref=stream.
Omi Azad said:
Done. Thanks for pointing Bhai.
Sabuj Kundu said:
আমি আফটার সেভ লোশনটা ব্যবহার করি(ছবিতে মাঝ খানের সবুজ রঙাটা)।.
Rashedul Islam Sumon said:
কুল সাবান আর পাউডার টা ভাল লাগে।বাকি গুলু ট্রাই করতে হবে.