আমার এক বন্ধু, টেলিভিশনে অভিনয় করে। নামটা বলছিনা (নাম বললেই সবাই চিনে ফেলবেন), আমাকে মামা ডাকে। আমি উনাকে নিয়ে ১১টার মত নাটিকা করেছিলাম পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের জন্য। চলতি মাসের শুরুর দিকে গাজীপুরের পুবাইল এলাকায় শুটিং চলছিলো আমার বন্ধুর প্রোডাকশন হাউজের। আমি সকাল সকাল গেলাম সেখানে, অনেকদিন কোথাও যাওয়া হয়না দেখে। ওখানে পৌছাতেই আমার ঐ বন্ধু দুর থেকে আমাকে ট্যাক্সি থেকে নামতে দেখে চিৎকার করে আমাকে বলছে “মামা গ্রামীণফোন তো গোয়া মেরে দিলো।” আমি ট্যাক্সি ভাড়া চুকিয়ে দিয়ে উনার কাছে গিয়ে জানতে চাইলাম কি হয়েছে, উনার মোবাইলের সংযোগ বন্ধ হয়ে গ্যাছে এবং উনি ২ দিন থেকে সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন।
বেশকিছুদিন ধরে ভাবছি এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার। সময় করে উঠতে পারছিলাম না। গ্রামীণফোন আমাদের দেশের সবচাইতে বড় মোবাইল অপারেটর। উনাদের গ্রাহক সংখ্যা ২ কোটি (!) এবং উনাদের দাবী একসাথে ২ কোটি গ্রাহকই কথা বলছেন, কেউ সিম ফেলে দেন নাই। কথাটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য না। আমার নিজের গ্রামীণ সিমটাইতো আমি চালাচ্ছি না। সেই সাথে আছে পরিচিত অনেকেই। তাই ভুয়া কথা বলার লিমিট নাই গ্রামীণ ফোনের বলে ধরে নিচ্ছি আপাতত।
দেশের সবচাইতে খারাপ নেটওয়ার্ক এখন গ্রামীনের। কি কারণে আমি জানিনা। তবে আমার একটা মন্তব্য আছে যেটা শেষে লিখছি। আমাদের দেশে অনেকদিন থেকেই চলছিলো মোবাইল ব্যবহারকারীদের পুনরায় রেজিস্ট্রেশন পদ্ধতি। সেটা নিয়ে আমি আমার ব্লগে ২/১ টা পোস্ট এর আগেও দিয়েছি। আমার সূত্রের দেয়া খবরে গ্রামীনফোনের গ্রাহকরাই ঠিকমতন তাদের নম্বরগুলি রেজিস্ট্রেশন করছিলো না, যার জন্য বার বার পুনরায় রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ানোর জন্য বিটিআরসি’র হাত পা ধরে তারিখ বর্ধিত করিয়েছে তারা এবং শেষে রেজিস্ট্রেশন করলে টাকা পাবেন, এরকম লোভ দেখিয়েছে তারা। শেষের দিকে গ্রামীণ পান দোকান বা মোবাইল টু মোবাইল টং দোকানেও রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করে, যাতে মানুষ রেজিস্ট্রেশন করে। তারা মানতেই নারাজ যে অনেকে তাদের সিম ফেলে দিয়েছে এবং অন্য অপারেটর ব্যবহার করছে এবং শান্তিতে আছে। যাই হোক রেজিস্ট্রেশনের তারিখ শেষ হবার পরে একে একে বিভিন্ন নম্বর বন্ধ হয়ে গেলো। এর মধ্যে আমার সেই অভিনেতা বন্ধু একজন, আমার নিজের একটি সিম, আমার এক ছোটোবোন এবং আমার বস্ও আছে।
আমার অভিনেতা বন্ধুর শেষ পর্যন্ত কি হয়েছে তা জানিনা। সে কিন্তু আমাকে অনেক জোর দিয়েই বলেছিলো যে সে রেজিস্ট্রেশন করেছে এবং গ্রামীণ শালাদের ঢাকায় গিয়ে দেখে নেবে। সেদিনো ওর ঐ নম্বর বন্ধ দেখলাম, মনেহয় সেও ৯ বছরের ব্যবহৃত সিমের মায়া ভুলে গিয়ে অন্য নম্বর ব্যবহার করছে। আমার বস্ কানাডা গিয়েছে, সেখান থেকে জার্মানি যাবেন, লম্বা সফরে আছেন। উনি যাবার আগেরদিন দুপুর থেকে নম্বরটা বন্ধ, গ্রামীণে ফোন করে জানতে চাইলে বলে রেজিস্ট্রেশন না করায় বন্ধ করে দেয়া হয়েছে। অথচ সিমের রি-রেজিস্ট্রেশনের কাগজ আমাদের অফিসেই আছে। বস্ যেহেতু চলে গেছেন, তাই ঐ বিষয়টাও এখনো সমাধান করা হয়নি।
আমার যেই ছোটো বোনটার কথা বললাম সে ঢাকার উত্তরায় এক বেসরকারী মেডিকেল কলেজে পড়ে। ৩/৪ মাস আগে নর্থ টাওয়ারের গ্রামীণফোন সেন্টার থেকে ঐ সিমটা কিনেছিলো। ছবি, আইডি কার্ডের কপি, সব দিয়েছে। কিন্তু ওর নম্বর তো বন্ধ হবার কথা না, যেহেতু নতুন নম্বর। গ্রামীণের কাছ থেকে জানা গেলো যে গ্রামীণ নাকি সমস্থ ব্যবহারকারীদের বলেছিলো পুনরায় রেজিস্ট্রেশন করতে। নতুন পুরাতন যেই হোক, সবাইকে নাকি রেজিস্ট্রেশন করতে হবে। এরকম কবে বললো সেটাই বুঝলাম না, আর কাগজপত্র দিয়ে রেজিস্ট্রেশন করে সিম কিনে কি আবার ওদের ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে!!! যাই হোক, সেই সিমের কাগজ নিয়ে আমি গেলাম জসিমউদ্দিন রোডের কাস্টমার কেয়ার সেন্টারে। বিশা-আ-আ-আ-আ-ল লাইন। সবারই একই সমস্যা, রেজিস্ট্রেশন করেছে লাইন বন্ধ। যাদের কাগজ আছে সেই কাগজের কপি গ্রামীণের কর্মীরা নিয়ে বলছে ৭২ ঘন্টার মধ্যে লাইন চালু হয়ে যাবে। তাহলে তো আমার ঐ বন্ধুর মতো বলতেই হয়, এই ৭২ ঘন্টা কি পাবলিক গোয়া মারাবে?
যাই হোক, প্রায় এক ঘন্টার মতন অপেক্ষা করে আসলাম কাউন্টারে। কাগজ যেহেতু আছে, লাইন তো আমার বোনেরটাও চালু হয়ে যাবে। কাগজ হাতে নিয়ে কম্প্যুটারে কি টিপা টিপি করে বলছে এই কাগজ নকল। আমি তো আকাশ থেকে পড়লাম। ওদের সেন্টার থেকে কেনা সিমের কাগজ দেখে বলছে এটা বলে নকল কাগজ। আমি অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক রেখে বললাম কি সমস্যা ভাই, বলে আপনার কাগজের নাম আর আমাদের ইনফরমেশন ঠিক নাই!!! আমি বললাম আপনাদেরও তো ভুল হতে পারে। বলে অসম্ভব। আমি কথা না বাড়িয়ে বের হয়ে আসছি এই সময় আমার পরিচিত ইউএনডিপি’র গাড়ির এক ড্রাইভার আমাকে জিজ্ঞেস করলো ভাই কি হলো। আমি ঘটনা বললাম। উনি তখন উনার এক্সপেরিয়েন্স বললো। উনি নাকি সিম রেজিস্ট্রেশন করেছিলো ঐ টাকা দেবার সময়। কি একটা অফার ছিলো না, এখন সিম রেজিস্টার করলে পাবেন ১০০ টাকা আর অন্যজনদের করিয়ে দিলে ৫০ টাকা। উনি সেই সময় রেজিস্ট্রেশন করেছেন। কিন্তু টাকা পায়নি আর লাইনও বন্ধ হয়ে গ্যাছে। 🙂 আমি আমার বোনটাকে একটা ওয়ারিদের সিম কিনে দিলাম।
কি অবস্থা!!!
গ্রামীণের এই সব সমস্যার পাশাপাশি আছে ভয়েসের সমস্যা। আপনি জিপি থেকে জিপ কথা বললে শুধু কথা কেটা কেটে যায়। অভিযোগ করলে বলে আমাদের সমস্যা নাই, আপনি হ্যান্ডসেট বদলান। আমার হ্যন্ডসেট দিয়ে সব অপারেটর ঠিক চলে ওদেরই সমস্যা। আরেকটা মজার খবর দেই। গ্রামীণফোন ক্রস কানেকশন। আমার বৌ এর ছোটোভাই আমাদের সাথেই থাকে। ও আবার ডিজুস ফ্যান। কয়েকদিন আগে ওর মোবাইলে একটা কল আসে, রিসিভ করে দেখে দু’জন কথা বলছে (প্রেমালাপ করছে)। অনেক চেষ্টা করেও ওদেরকে কিছু বলতে পারলাম না, আমার কথা ওরা শুনতে পাচ্ছে না, আমরা শুধু ওদের কথা শোনা যাচ্ছে। গতকালকের কথা। অফিস থেকে টিএন্ডটি দিয়ে আমাদের অফিসের এক ড্রাইভারকে ফোন করা হলো, আবার ক্রস কানেকশন। এক ম্যানেজার তার নিম্নপদস্ত কর্মচারীকে ঝাড়ছে। 🙂
এই হলো গ্রামীণের সার্ভিসের অবস্থা! এরা বলে কাছে থাকুন, এতই কাছে যে একজনের সিম আরেকজনের নামে রেজিস্টার হয়। এতই কাছে যে দু’জনের কথা অন্যজন শুনছে। একসময় দেখা যাবে ২ কোটি (!) গ্রাহক সবাই সবার কথা শুনতে পাচ্ছে। 🙂 কে কাকে কি বলছে বোঝা যাচ্ছে না। তবে সবাই কিন্তু কাছে থাকছে। এক বাসের ভেতর যখন ৪০ জনের জায়গায় ৮০ জন ঠুকে তখন যেমন কাছে থাকে, এখানেও তাই হয়েছে মনে হয়।
উপরে বলেছিলাম যে ওদের সেবা সম্পর্কে আমার একটা মন্তব্য আছে, সেটা হচ্ছে- আমার ধারণা গ্রামীণের ইঞ্জিনারদের ঘুষ খাবার অভ্যাস হয়ে গেছে এবং সেই সুযোগ নিয়ে অন্য অপারেটররা তাদের ঘুষটুস দিয়ে সার্ভিস খারাপ করে রেখেছে যাতে মানুষ বিরক্ত হয়ে ওদের সার্ভিস বাদ দিয়ে দেয় (পরিচিত অনেকেই দিচ্ছে এবং দিয়েছে এর মধ্যে), আর আমার দৃড় বিশ্বাস যে এরকম পরিকল্পনা যে করেছে সে সম্পুর্ণ সফল।
😀
রেজিস্ট্রেশন করেছিলাম অনেক আগে কিন্তু সেইদিন ধুম করে আমার সিম বন্ধ হয়ে গেলো। শেষে তিন বার যাওয়া লাগছে সেটা এক্টিভ করার জন্য। জিপি আসলেই দিন দিন ফাউল হয়ে যাচ্ছে। এতো কাছে থাকার ইচ্ছা নাই।
“এতই কাছে যে দু’জনের কথা অন্যজন শুনছে। একসময় দেখা যাবে ২ কোটি (!) গ্রাহক সবাই সবার কথা শুনতে পাচ্ছে। =)) জটিল বলেছেন =))=))=))।
এই ইস্ট ইন্ডিয়া কোম্পানী’র পতন হলেই আমি খুশি…;)
যা বলেছেন ! শালাদের নেটওয়াক এমন ফাউল যে টিএন্ডটি থেকে ১ম বার কল আসলে কথা শোনা যায় না, কেটে আবার কল আসার জন্য অপেক্ষা করতে হয় 😛
আপনারা কি কেউ,
আমার ৫০ টাকা আমার ১০০ টাকা
এর টাকা পাইছেন? :))
অমি ভাই,
বহুত ভাল একটা টপিক লেখছেন। খুব খুব ভাল লাগছে পড়ে। মাদা*চো*রা খালি টিভি এড দেখায়। কিন্তু কামের বেলা নাই। মাদা*চো*দের ব্যবহার এত খারাপ যে বলে বোঝান যাবে না। আর অমুকের নাতি, তমুকের বোন দিয়া ভরায় ফেলাইছে কাস্টমার কেয়ার। আমারতো মনে হয় অমুকের নাতি তমুকের বোনকে চু*তে অস্থির, সার্ভিস কি দিবে।
ঐ বান্দীর বাচ্চারা কোন টাকাই দেয় নাই। অমি ভাইতো লেখছেই যে ঐ ড্রাইভার টাকা পায় নাই। আমিও টাকা পাই নাই। আমি নিজে রেজিস্ট্রেশন করছি, আরও ৬ জনেরটা করায় দিছি। খা*কির বাচ্চারা কোন টাকা দেয়নাই, উল্টা আমার লাইন কাটে দিছে। খা*কি মাগি* পু* শালারা।
^^ According to my Disclaimer, I should not ask one visitor to mind their language, but please ask yourself twice before posting such language in a public blog.
Hope I’ll not see any language like this from now on. Thank you.
অমি ভাই, আপনি হয়তো কাউকে খারাপ ভাষার জন্য কিছু বলবেন না কিন্তু এক্টা ব্যাপার হলো, আপনি নিজেই ব্লগ এর হেডলাইনে লিখেছেন “গোয়া মেরে …” এইটাও এক ধরনের বাজে শব্দ… তাই আপনাকে বলি আগে নিজের ভাষা ঠিক করেন।
অফটপিক:
যে ভিজিটরের ল্যাঙ্গুয়েজ ভাল না। তার কমেন্ট কেন পাবলিকলি ভিজিবল?
@Jyoti
আমার ইন্ট্রোতে আমি বলার চেষ্টা করেছি শব্দটা কোথা থেকে এলো। আর এই লেখার বাস্তবতা বোঝানোর জন্য এটাকে আমি অবিকৃত রেখেছি। অবশ্য শব্দটা আমার লেখার ভেতরেও আমি একবার ব্যবহার করেছি। কিন্তু ভাই কি করবো! বিষয়টাই এরকম যে এর চাইতে শালিন কিছু ব্যবহার করা গেলো না।
@শিপলু
আমি ইচ্ছা করেই মুছি নাই, যে উনি যা বলেছেন তা ঠিকই বলেছেন। কেউ লাগাম দিয়ে কথা বলে কেউ লাগাম ছাড়া কথা বলে। আমরা আর কত লাগাম ধরে রাখবো ভাই? কেনো ভদ্রতার খাতিরে মুখ বুঝে ফাজলামি সহ্য করবো? পয়সা দিয়ে ব্যবহার করি না মাগনা ব্যবহার করি!
তবে যতটুকু সেন্সর করা দরকার * দিয়ে করে দিয়েছি, যাতে গুগল্-এ গালাগালি অনুসন্ধানের ফলাফল এই ব্লগ না আসে। 🙂
Post এর টাইটল তো যা তা
হা হা, আমি সেই কবে সিম কিনেছি কোন কাগজ ছাড়া…পুন্নরায় রেজিষ্টেশনও করি নাই। এখনো কিছুই হয় নাই।
জারা রেজিঃ করছে তারাই দেখি বেশি ভুগে…এই দেশে নীতি কথার ভাত নাই।
গ্রামীন এর উপর সবার ই দেখি মেজাজ খারাপ…
আমার ও ছিল, মনে মনে একটা অল্টারনেট খুজছিলাম, তাই ঢাকাতে ওয়ারিদ আসার পর সাথে সাথে ওয়ারিদ এ ট্রান্সফার হয়ে গেলাম,
ওয়ারিদে আসার পরে দেখলাম অনেক কল করছি, কিন্তু টাকা অনেক কম, গ্রামীনে ডেইলি ৫০ টাকা লাগত, এর এখন ৪ দিনে ৫০ টাকা লাগে।
তাহলে আমি কেন নিজের পয়সা গ্রামীন কে দিতে যাব?
গ্রামীনের আধিপত্য শুধু কমতে পারে অন্য অপারেটর গুলার নেটওয়ার্ক কভারেজ গ্রামীনের মত করলে,
এরা নেটওয়ার্কের কারনেই দেশের সর্বাধিক কল রেট নিচ্ছে প্রত্যন্ত্য(বানান টা মনে হয় ভুল হল!) গরীব চাষা, শ্রমিক দের কাছে থেকে। কারন শহর অঞ্চলে অনেক বুদ্ধিমান মানুষ ই এখন গ্রামীন ছেড়ে দিচ্ছে।
money does not take to good
আরে বৌয়ের ভাই মানে? শালা কইতে কী হয়?
দেশে থাকি না তাই গ্রামীণ কোন দিক দিয়ে মারে তাও জানি না।
এটা জানি দেশে ফোন করা খুব কঠিন হয়ে গেছে। যায় না।
মামু দারুন কথা কইছেন। আর যে ভাই বাংলায় গালাগালি করছে তারে ধন্যবাদ। কারন বিদেশি কুত্তার লাইগা বাংলা গালিই ঠিক।
আমার গ্রামিন টা আমি বাদ দিছি ১ বছর আগে। রেজিস্ট্রেশনও করিনাই আমার টা ঠিক চলতাছে। 🙂
ami postpaid package er bill dei nai so amar sim samoik bondo kor chilo GP .so ami kono call korte pari nai ebong internet use korte pari nai.but next monthe dekhi amar bill e P2 package er bill pura ashche.to shoitan grameen er customer service e phone kore jigash korlam apnara to amar sim samoik bonndo! kore dissen jehetu ammar due credit limit 500 takar opr hoe gese.so ami call ba internet konotai use korte pari nai so keno ammare P2 internet bill dite hobe.shoitan grammener CM tokon ammare sobok dillo eei bole je P2 ekta package so jodi oita ami cancel na koira thaki tahole ammake bill dite hobe jodio ami 1 dino internet use korte pari nai jehetu ammar sim samoik bondho kore dichilo.kemonta lage tokohn?
mone mone other chodoo gusti udar korte laglam .
ammre package futah!bole eita naki rule.shoitan er baccha kon jaigah eei rule julah raksos?huh?shoitaner dalal GP.Eita america hoile to oggore sue koira damage adday korte partam with the help of some clever jewish lawyer.Damn you GP.tokh bazzi ar jochurri koira koidin babsha korbi?batpari korar jaiga pow na na?
শুধু Grameen রে দোষ দেই কেন? আমাগো দেশী কোম্পানী টাই বা কম কিসে? Teletalk এ recharge করলে ২০১৬ পর্যন্ত time দিছিল। সেদিন দেখি ২০১৬ এখন ২০০৮ হয়ে গেছে! এটা কি ধরনের বেইমানী?
টেলিটকের মা’কে চুদি। কেই ঐ খানকির পোলাদের নিয়ে কিছু লেখেনা কেন?
ha!ha!ha!ha!ha!ha!ha!ha!ha!ha!ha!ha!ha!ha!ha!
Vai, ei lekhagula pore prai 15 minit ame hashi thamaite parinai.
ki r bolbo, amra shobai vuktovogi.
bangladesh a jotogula mobile service provider ace shobai hoilo ‘CHOR’.
Ora jane j eta amader use korar dorkar. r shobchea boro jinish ta holo j karone ora bangaligo rokto chushte pare ja ora khub valo korei jane j bangaligo shojjo korar khomota onek beshi.eder k ja bujhabe tai bujhbe ja dhoray dibe tai dhorbe.
emonki guar vetor ‘KHARA EKKHAN BASH’ dhukay dileo era UH! porjonto korbena
apner lekha bhalo legeche,,,thanks
thanks for omi 4r write this blog about -gp.
realy im fadeup with gp. im use gp pre-paid at 1999. nov.
still now im use it. but i do some thing .
wants to know ?
im use gp internet but dont pay bill and use 500 tk cradit limit.
bl solution sim price – 400 tk
cradit limit – 500 tk
activate edge p2 – 850+vat = janina
full use
and drop this sim. delete this num from mobile book.
wants to know how much i do that – 40.000 tk
its a little bit of amount but its a amount.
now im happy …. use gp – and u know !
সাড়ে সাত বছর গ্রামীণ ব্যবহার কইরা জিপি রে পু*** মারসি।
শালার, বাংলাদেশের সবচেয়ে হারামী কোম্পানী মনে হয় এই জিপি।
I used GP EDGE for more than a year. I was a really happy user because it served me with average 20KBps speed with only 850tk + VAT. But from last month [September 2008], I am not getting that much download speed. My phone is SonyEricsson k550i. And it shows the data connectivity bandwidth GPRS / EDGE on the screen. That is, when I insert a Teletalk SIM, it shows ‘G’ and when I insert the GP SIM, it shows ‘E’. From September 2008, it shows ‘G’ on my GP connection. But if I step out of my home and go just 10 meters further, it becomes ‘E’. My net connection is very very slow now, about 5-6KBps speed. I called the so called ‘state of the art’ GP customer care about 10 times or more. But all they told me is to wait. They always tell me that “Our network division is working with your problem. please wait a bit more…”. In the last day, they told me, “GP EDGE average speed is 4KBps. So, if you are getting 5-6 KBps, you should not complain.” I was just stunned at her talkings. I told her, “I am using this connection in this area for more than a year, I know what is the average speed of GP EDGE is”. She replied that, “May be in your area the number of customers increased”. Then I told her, “Yeah, may be number of customers has increased, but how come that decreasing bandwidth of my internet connection. Bandwidth is not changed by number of customers. As your bandwidth is shared, I might get less amount of share and thus less speed. But why my badwidth is GPRS, why not its EDGE??” She could not give me any answer and told me to wait a few more days. What I discovered from this bullshit incident that all GP’s ads and other bluffs are completely lies. It has the worst customer care of all. I am an electrical engineer, thats why I knew that number of subscribers CANNOT reduce total bandwidth, but if I was not an engineer, then I had to believe them and could not protest against the customer care.
Anyway, I am still waiting for everything to be as before. I will wait this month only. Then I WILL switch to another ISP, because I don’t want to give this f***ing company 850tk a month for only 5-6KBps speed.
bhai…
etow mejaj karap korar kichu nai…sobai sob somoy valo service dibe eata vabha thik na(cuz apnara janen sob operator ekhon dowrer upor ache VOIP case niye)…apnar mone ache kina jani na …eai gp kintu bangladesh e ekta revolution korecilo abt prising and handset…eai apnara kintu flora telecom er pion er paa dhore bole cilen “bhai amar girl friend ke ta mobile dite hobe na hole relation thak be na”.etow tara tari sob vule jan ki kore apnara… service karap dischhe tow office incharge ke bolen…sob kichur tow solution ache…. ta na bole baje kotha net e likhe beraben r atto triptir dekhur tulben, disi grameenphone er……mere… kono luv ki holo ashole?
take care…
Ruhel
Grameen Phoner kharaf service neye lekha sob comments sotthi. Onno mobile phone company gulu call rate a jei sobidha decche ta GP deyna.R deteo(!) parbe kina sondeho aache.Karon taratow Grameen Bank er (Sodhkhor Bank)blood related bhai.R tar malik(owner) koun sodhkhor ta public valo korei janey.Butpari service a tarai 1st. Service centre gulute sob nababer pola maiya bosai deche.
Aktel a free download korle taka katey. Internet browsing o slow. Grameen tar cheyeo baaaajjjjeeeeyyyy. Tara browsing (pre paid) a ki poriman taka katey ta kolponai kora jaina.
হাহা ! 😀
ব্লগারদের শব্দচয়ন দেখলে আবার ব্রাউজারের অ্যাড্রেসবারের দিকে তাকিয়ে নিশ্চিত হতে হয় যে ভুল করে কোন ফ্রী চটির সাইটে ঢুকে পড়েছি কিনা। মুসিবত বটে!!
omi vai apni ki use koren
GP————> ছাড় চিটি ধর!
এসো বাংলালিংক এর সদস্য হই!
গ্রামীন বেটা কে মাইর দেয়া উচিত……
grameen akta foul company. sobai grameen use korben call recived korar jonno but grameen dea call korben na……. ami o bhai apnader moto protarito akjo
nayem
Grameen Phone er service eto kharap je Bolar moto na. call korar somoy taka thakleo bole Apner Account e porjapto poriman taka nai. R call Rate ato beshi je ekdom gola kata obostha.
Vaijanere thanks apnar writings tar karone.
হা ভাই ১ নামবার বেইমান কোম্পানি,আমার সিম আরেকজনকে
দিয়ে আমার জেনুইন কাগজকে কিভাবে যে ভু্য়া বানিয়ে দিল
আমি কিছুই করতে পারলাম না,১ মাগি এই কাজটা করছিলো।
GP holo akta khankir saoul bancod. or mayara cudi. aj 10 bosor dora use korsi. kali koi taka nai , taka nai. tai akon WARID USE kori………………..
GRAMMEN SALA AMAR 2 TA SIM BLOCK KORCE KHALE KHALE…….SALADER PASAI BAMBOO DHOKATE HOBE…….AN I R8?