জিনিসটা অনেক নামে পরিচিত, যখন বের হয়েছিলো তখন সবাই ডাকতো থাম্ব ড্রাইভ। পরে ডাকতে শুরু করলো ইউএসবি পেন ড্রাইভ (আমাদের দেশে এখনো এই নামেই ডাকে) আর এখন ডাকা হয় ফ্ল্যাশ ড্রাইভ নামে।
আমি আমার জীবনের প্রথম ফ্ল্যাশ ড্রাইভ কিনেছিলাম ১৬ মেগাবাইটের। আমার তখন কি ভাব যে আমার ১৬ মেগাবাইট ফ্ল্যাশ ড্রাইভ আছে যেটা নিয়ে চিন্তা করতে হয়না। ফ্লপির মতন বার বার নষ্ট হয়ে যায়না আর চালাতে ফ্লপির মতন আলাদা ড্রাইভো লাগে না। 🙂
সেটা কিনেছিলাম মনেহয় ২০০১ সালে, তখন সেটার দিম নিয়েছিলো ৩,৭০০ টাকা। কিছুদিন পরে সেটা নষ্ট হয়ে যায় এবং ওদের কাছে নিয়ে গেলে সেটা বদলে আরও ১,০০০ টাকা নিয়ে একটা ৩২ মেগাবাইটের ফ্ল্যাশ ড্রাইভ দেয়। সেটা আজও আছে আমার। এখনো চলে!
আমি আমার জীবনে আর কোনোদিন ফ্ল্যাশ ড্রাইভ কিনে ব্যবহার করিনাই। এরপরে মাইক্রোসফট দিলো ১ গিগা একটা, সেটা ব্যবহার করতে করতে মুসা ভাই (এক বড় ভাই যার প্রজেক্টে অনেকদিন কাজ করেছি) দিলো একটা ২ গিগা বাইট। পরে মাইক্রোসফট থেকে আবার ভিস্তা রিলিজ উপলক্ষে রেডিবুস্ট ক্ষমতা সম্পন্ন একটা ২ গিগাবাইটের ফ্ল্যাশ ড্রাইভ। মুসা ভাই’র দেয়াটা হারিয়ে যাবার পরে মাইক্রোসফটের দেয়া ২ গিগাটা বহুদিন ব্যবহার করেছি।
এবার পেলাম এই ৩২ গিগা ফ্ল্যাশ ড্রাইভটা। একলাফে অনেকদুর। 🙂
আমার এক ছোটোভাই আছে, নাম বর্ণ। নর্খ সাউথ বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার প্রকৌশলী বিষয়ে লেখাপড়া করছে। এবার সে এটা গিফ্ট করলো আমাকে। আমেরিকাস্থ বিশ্বের উচ্চ মানের মেমরী নির্মাতা OCZ এর পণ্য এটা। এটা OCZ ATV নামে পরিচিত এবং বিরূপ আবহাওয়ার জন্য তৈরী করা হয়েছে বলে এর নাম দেয়া হয়েছে ATV.
বিশ্বের বাজারে এটা ২য় ৩২ গিগা ফ্ল্যাশ ড্রাইভ, এর আগেরটা বের করেছিলো কর্সএয়ার এবং গতি ভালো না হওয়ায় ওদেরটা বাজারে তেমন চলেনা।
Nice flash drive, I was wondering if there is any software out there to load OS and run from there 🙂
অমি ভাইয়া আমার ও কিনতে মন চাইতাছে। কাইন্ডলি দাম সম্পর্কে একটু আইডিয়া দিবেন কি?
Gadget king……… Omi! hip hip hurray… 🙂
“আমি আমার জীবনের প্রথম ফ্ল্যাশ ড্রাইভ কিনেছিলাম ১৬ মেগাবাইটের। আমার তখন কি ভাব…”
অমি ভাই, আপনি এখনো ভাব নেন… 😀
“বিশ্বের বাজারে এটা ২য় ৩২ গিগা ফ্ল্যাশ ড্রাইভ” – please search before writing this type of comment in your blog. Don’t send misleading information to the readers.
@ashraf
I know what I wrote. Don’t think one product will be the last product on the market. When OCZ released this, the price of this thing was $540.00 and now there are so many choices and price is also reduced. I did not say this is the 2nd one and this is the last one. 🙂
দারুন জিনিস।
Mr. Omi can you show me a reference of this “বিশ্বের বাজারে এটা ২য় ৩২ গিগা ফ্ল্যাশ ড্রাইভ” claim??
^^ Well it’s very simple. I was planning to get one 32GB back in October last year and that time my Boss was in Canada. That time only Corsair’s 32GB was on the market and all the review was very poor about it. People ware complaining about the writing speed.
Then I waited and back in February I found this product and the review is very good. So this was the 2nd one. Today both company’s has different 32GB products and there are some other companies too including some fake Chinese products. So that proves the claim that this is the world’s 2nd 32GB Flash drive.
Ha…ha…..what a great proved way!!! Just nothing to say. Thanks for your info.
http://www.setup32.com/hardware/storage-devices/32gb-usb-flash-drive-on-sale-6.php
This guy wrote this blog October 2006. So, OCZ is probably not the 2nd one.
At the same time, it is worthless to pick such an issue from a blog entry and argue on that.
Keep on omi.
ভাল কথা।
টেস্ট