Tags

,

অনেকদিন থেকেই পরিচিত অনেকের কাছ থেকে অভিযোগ শুনছি যে বিডিজবস্-এ সাইন-আপ করার পর থেকে তাদের ইমেইল বক্স আলতু ফালতু মেইল দিয়ে ভরে যাচ্ছে। হয়তো কিছুটা বেশী বলেছে, আমি সত্যতা যাচাই করার জন্য চার পাঁচ মাস আগে একটা ভুয়া একাউন্ট খুলি। এর পরে দেখি সত্যি সত্যি বিডিজবস্-এর মেইল ছাড়া আলতু ফালতু মেইল আসছে। অমুকটা দেখুন, তমুক করুন। এই সেমিনারে আসুন, ঐ ট্রেনিং-এ যান। আর কোনো মেইলি বিডিজবস্-এর ইমেইল থেকে না।

আমি ঘটনা বুঝে ফেললাম এবং বিষয়টা একটু খতিয়ে দেখলাম। এরা দেশের প্রথম জব সাইট হলেও আশানুরূপ কিন্তু ব্যবসা নাই। এখন আবার অনেক জব সাইটও হয়ে গ্যাছে। বিডিজবস্-এর সাইটে গেলে দেখা যায় জঘণ্য ডিজাইনের বমির মতো বিজ্ঞাপন পড়ে আছে সাইটের প্রথম পাতায়। জাভাস্ক্রিপ্ট সেট করা আছে যাতে আপনার ব্রাউজার আপনা থেকে বড় হয়ে যায় (যদি ছোট থাকে) এবং সব বিজ্ঞাপণ আপনি দেখতে পান। আপনি চাইলেও সেটা বন্ধ করতে পারবেন না।

এরা কি আসলেই বিজ্ঞাপণের জন্য টাকা পায়, না। এরা বড় বড় কোম্পানির বিজ্ঞাপন লাগাতেই থাকে যতক্ষণ লাগানো যায়। পরে কিছুদিন হয়ে গেলে এদের মার্কেটিং থেকে ঐ কোম্পানিতে গিয়ে অনুরোধ করে ভাই এতদিন ধরে বিজ্ঞাপন লাগিয়ে রেখেছি কিছু টাকা দেন। ফকির যখন কানের কাছে ঘ্যানর ঘ্যানর করে রাস্তায়, তখন আপনি কি করেন? এই ক্ষেত্রেও কিন্তু তেমন কোনো ব্যতিক্রম হয়না। কিছু টাকা আয় হয়ই।

আবার দেশের অনেক ছেলেপেলে ভালো একটা সুযোগের সন্ধানে এখানে রেজিস্ট্রেশন করে, সেই ইমেইল ঠিকানাগুলি এরা সংগ্রহ করে। মনে করেন আপনি একটা কিছু করতে যাচ্ছেন, ঠিক আপনার যেই ক্যাটাগরির লোককে অংশগ্রহণের জন্য আমন্ত্রন জানানো দরকার ঠিক সেই ক্যাটাগরির পাবলিকদের ইমেইল ঠিকানাগুলিতে মেইল পাঠিয়ে তাদেরকে আমন্ত্রন জানাতে পারছেন। তাই আপনার দরকার হলে বিডিজবস্-কে টাকা দিয়ে ঐ ঠিকানাগুলিতে মেইল পাঠাবেন।

বিডিজবস্-এ প্রোফাইল খুলে যদি এরকম অশান্তি হয়, তাহলে কিন্তু ব্যবহারকারীদের আগ্রহ কমে যাবে। এমন একটা সময় ছিলো যখন মানুষ এই স্প্যাম বিষয়টা বুঝতো না। আমি একটা নতুন ইমেই ঠিকানা খুললাম, সেটা দিয়ে বিডিজবসে রেজিস্ট্রেশন করলাম, আর সাথে সাথে আমার মেইলবক্সে অবাঞ্চিত মেইল আশা শুরু হলো, এটা কেমন কথা।

আপনি যদি সেরকম মেইল পাঠাতেই চান, তাহলে রেজিস্ট্রেশনের সময় বলে দিলেই পারেন যে আপনারা এমন করবেন, বা ব্যবহারকারীদেরও পছন্দ দিতে পারেন যে আপনি এরকম মেইল চান কি না। বা মেইলগুলি পাঠিয়ে শেষে লিখে দিতে পারেন যে আর এরকম মেইল পেতে না চাইলে এখানে ক্লিক্ করুন। কিন্তু বিডিজবস্ কোনোটাই করছেন না।

এটা কিন্তু অভদ্রতা।