Tags
সিটিসেলের এই নতুন বিজ্ঞাপণটা আমরা বেশ কিছুদিন থেকেই দেখছি। আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ওরা বিজ্ঞাপণের মধ্যে নিজেদের অজান্তে একটা সত্য দেখিয়ে ফেলেছে। আর সেটা হলো, ওদের গ্রাহক নাই।
বিজ্ঞাপনে দেখা যায় দু’টো স্কুল ফেরা ছেলে খেলনা মোবাইল দিয়ে কথা বলে এবং এর মধ্যে একটি ছেলে সিটিসেলের গ্রাহক সেবা কেন্দ্রে যায় এবং সেবাদাতা ভদ্রলোক তাকে মোবাইল দেখায়; ভালো থিম। কিন্তু এই থিমের মধ্যেই সেই সত্যটি লুকিয়ে আছে। ছেলেটি ঐ গ্রাহকসেবা কেন্দ্রে ঢোকা থেকে বের হয়ে যাওয়া পর্যন্ত ঐ কেন্দ্রে ৩য় কোনো প্রাণী নেই। অর্থাৎ তাদের কেন্দ্রের লোকেরা সারাদিন মাছি মারছে, যেহেতু তাদের কোনো কাজ নেই এবং যে বা যারা আসছে তাদেরকেই সময় দিচ্ছে।
উপরে যেই ছবিটি আমি দিয়েছি, সেটা ওদের ওয়েব সাইট থেকে নেয়া। সেখানেও একটা ভুল আছে। ওরা লিখেছে “No customer’s need is too small for us…” না আমরা কেউই ভুল পড়ছি না। আমরা যখন মোবাই/ইন্টারনেট ইত্যাদির গ্রাহক হই, তখন কিন্তু আমরা ক্রেতা না, গ্রাহক। তাহলে Customer এবং Subscriber দু’টো শব্দের মধ্যে পার্থক্য আছে। সেটা কি তারা বুঝতে পারেনি! আমার ভুল হতে পারে, তবে কথাটা এরকম হতে পারতো, “No subscriber’s need is too small for us… Even those who are not our subscriber yet.” এছাড়াও আরেকটা খটকা লাগছে এই TOO শব্দটা। No customer’s need is too small for us, which means some needs are small for them. অনেক শিক্ষিত লোক নিয়ে এরা কাজ করে, কিন্তু এরকম কথা লিখে কেনো যেটার অর্থ বিপরীত হয়।
এর আগেও একটা বিজ্ঞাপণে বলছিলো পাহাড়ের গায়ের সব কথা না-কি বসে বসে শুনবে। তাহলে কি আর কেউ তাদের সেবা নিতে চাইবে? কে যেচে ব্যক্তিগত কথা আরকজনকে শুনতে দিতে চাইবে বলুন।
মোদ্যা কথা সিটিসেলের অবস্থা ১৯৯৫ সালে যা ছিলো আজও তাই আছে। আর এর জন্য দায়ী হচ্ছে তাদের ওভার স্মার্ট ম্যানেজমেন্ট, যারা মানুষকে মানুষ মনে করেনা। ওদের ধারণা মানুষ তাদের সেবা নেবেই! আরে ভাই, তোর এমন কি আহামরি সুবিধা আছে যে তোর সেবা মানুষ গ্রহণ করবেই? আমি নিজে অনেকদিন ওদের গ্রাহক ছিলাম, শেষে কিছু ফালতু সমস্যার জন্য সেবা বাদ দিয়ে দিলাম। বিদেশে এসএমএস পাঠালে সেটা যায় ইউকে’র নম্বর হয়ে আর তার ভেতরে আমার নম্বর দেয়া থাকে। এমনকি বেশিরভাগ বিদেশী অপারেটর থেকেই কোনো এসএমএস সিটিসেলে আসেনা। ইন্টারন্যাশনাল কল ঠিকমতো আসে না। আমি নিজে স্কাইপি দিয়ে পরীক্ষা করে দেখেছি। তারপরে ফেলে দিয়ে অন্য অপারেটরে সুইচ করেছি এবং ভালো আছি।
এখন বিষয় হলো ওদের এই উপলব্ধিটা হওয়া উচিৎ যে ১৭ বছর ব্যবসা করেও যাদের গ্রাহকের পরিমান যাদের ব্যবসার ২য় বছর চলছে তাদের থেকে কম হয়, তাহলে তাদের সেবা কি নেয়া ঠিক হবে? যে কোম্পানী ঐ ১৭ বছরে ৪ বার নাম পরিবর্তন করেছে (সূত্র) এই কোম্পানিতো ভাই যে-কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।
U r absolutely right Omi Vai, they r TOO bad in marketing and after sales service, but they r 50% ok with their connectivity and service.
I think, they need to leave their OVERSMARTNESS for their subscriber’s sake 🙂
ekdom tikh bolsen Omi vai.
অমি ভাই,
আমার মনে হয় কাস্টমার না হয়ে সাবস্ক্রাইবার হওয়ার সুযোগ নেই। ওরা সম্ভবত সেটা বুঝিয়েছে।
তবে Too এর ব্যাপারটি জটিল বলেছেন। আমারও এইখানে খটকা লাগছিল। 😀
কথা ঠিক, আমারও একটা আভিজ্ঞতা আছে। GPRS এ নাখোশ হয়ে আমি ঠিক ZOOM নেব ঠিক করলাম। মহাখালী ওদের আফিসে গেলাম। দেখলাম ওদের ভাব।
ওদের সাথে কথা বলে সারমর্ম যেটা আমি বুঝলাম তা হল- ওরা আমার মত ছোটখাট user এর চাইতে corporate user দের বেশি importance দেয়। কথার ফাকে এটা আমাকে একবার বেশ জোরেসোরেই শুনিয়েছিল।
যাক, ZOOM নিয়ে আমি বেশ ভালই ছিলাম যদিও data limit আর অতিরিক্ত মাসিক বিল সহ্য করছিলাম। কিন্তু এখন আর পারছিনা। সেদিন আমার এক বন্ধুকে দেখলাম EDGE use করছে গ্রামীন সীম দিয়ে। ওর speed দেখে আমিতো অবাক। আমি modem টা একদিনের জনয আমার বাসায় এনে use করে দেখলাম, আমি 30 – 40 KBps speed পাইছি। তার উপর আবার কোন data limit নাই, মাসিক বিল 1150 tk যেখানে আমি ZOOM থেকে speed পাই 10 – 15 KBps, 3GB data limit, মাসিক বিল 1725 tk। আমি বুঝ়লাম না, আমি এটা কেন বযবহার করব?
ওদের কাছে এ কথা বললে ওরা মানতে নারাজ। বলে- কেউই unlimited বল্লেও unlimited sevice আসলে দেয়না। কিন্তু আমি তো দেখছি আমার বন্ধু মাসে 5 – 7 GB উসে করছে। এ কথার কোন উত্তর ওদের কাছে নাই।
আশা করি বানাঞ্জনিত ত্রুটি মার্জনীয়।
জিপি এজ দিয়ে ৪০ KBPS পর্যন্ত স্পিড কি করে পাওয়া সম্ভব তা আমার মাথায় আসছেনা। কারণ এজ প্রযুক্তি দিয়ে বাস্তবে 236 kbps এর বেশি স্পিড পাওয়া সম্ভব না বলেই জানি। আমি নিজে কখনো 28-29 KBPS এর বেশি স্পিড জিপি থেকে পাইনি। এখন ঢাকায় বাংলালিংকের এজ ব্যবহার করে 8-18 KBPS পর্যন্ত পাই। ওদের গড় স্পিড 12 KBPS এবং এজন্য বিল নেয় ৬৫০ (ইন্টারনেট চার্জ) ১০০ (লাইন রেন্ট) ভ্যাট (১৫%) = ৮৬৪ টাকা। অথচ একটেলে খরচ হচ্ছে সর্বসাকুল্যে ৭৫০ টাকা মাত্র। একটেলে এজ চালু হয়েছে কিনা কে জানে!
আসলেই, আমিও তাই ভাবতাম, কিন্তু আমি সেদিন ব্যাপারটা নিজে পরীক্ষা করলাম এবং অবাক হলাম।
“এছাড়াও আরেকটা খটকা লাগছে এই TOO শব্দটা”
আপনার খটকাটা ঠিক-ই আছে। TOO দেয়ায় মানেটা দাঁড়ালো এমন – “… খুব একটা ছোট না” । কথাটা পড়ে মনে হয় যে খুব একটা ছোট না হলে আসলে ছোট !
************************************
মাইক্রোসফটের MVP হয়ে ও Browse Happy তে IE কে বাদ দিলে মাইক্রোসফট রাগ করবে না? 🙂
আনন্দ
মাইক্রোসফট জানে কে কি করছে আর ওদের দৌড় কতদূর। এও জানে যে আমি মাইক্রোসফটের চাইতে ওপেন সোর্সের বেশী প্রচারণা করি। আর ওদেরকে খুশি করতে তো লিখেছি Ask for Genuine Microsoft software. 🙂 সেটা চোখে পড়েনি? 😀
Amar jana mota aponi o aponar bhi mila dinajpur a City cell Customer care point calan
indeed a very sad advertisement from Citycell.
Omi Vai,
Babu kay nia atto boro cake ta aka-e khailen?
Amader dawat ta o dilen Na..!
remarks: Apu kemon as-a ?
Amar salam diben.
Tahnks for your EID SMS
BR//
Russell
AKTEL
oh man,
there is a difference between kbps & kBps.
8 bit = 1 Byte
1024 byte = 1 kB
as a example,
128 kbps = 128 kilobits/sec = 16 kiloBytes/sec=16kbps
now is it clear!
Omi vaiya salam niben.Apnar Post gulu pore nijer moner moddhe onek proshno jege uthlo.Asole amader deshe procholito kichu kotha ache,jemon adore bador hoy.Tai amader desher telecommunication company der o aei obostha hoyeche.Ami grameen phone,Aktel,City cell,bangla link use korechi.Sob operator der kach theke jhamela pohate hoyeche.Niche er kichu tule dhorlam.
***Grameen phone,
Ami comilla te thaki.amader comilla te kintu valo maner brodnand connection nei.tai amar ek friend bollo grameen er egde e naki valo speed paoya jay.tai porer din e amader comillar gp customer care center e jai.giye dekhi amar ek boro vai okhane job kore.onake bollam vaiya internet er jonno kon pacage ta valo hobe?vaiya amake bollo je tumi ekta edge modem+explore post paid sim nao.eta tomar jonno valo hove.EDGE P2 connection nite bollo amake.Amake otar jonno monthly 1250(1000-edge,100-line charge,150-vat) takar moto pay korte hobe.eta diye ami unlimited browse korte parbo.ami oder kach theke 10000 taka diye anik er ekta hi-speed er modem nilam.tarpor barite ese use kora suru korlam.prothom prothom speed dekhe birokto hotam.karon connection aei ache to aei nai.lolz.office e baddho hoye protidin phone ditam.ora tokhon santona shorop bolto vai amra line upgrade korchi.Sob somoy eki kotha bolto.to ki r kora.ora jevabe bujhaito ami ovabei bujhe nite hoto.Evabe 1 mas use korlam.But hotat ekdin dekhi amar line off.Amito obak.amar bill er kagoj pelam na.ami kivabe bujhbo je amar bill koto pay korte hobe.bola nei kouya nei hut kore disconnect kore dilo.office e phone dilam.bollo bill er karone amar line off kore deya hoyeche.tokhon ami ekta jhamela te india te chilam.tai vablam amar line jehetu off,so ekhon ami line ok korbo na.karon ami 20 din er moto india te thakbo.mone korechilam je line jehetu off,sehetu kichudin por ota active korbo.But 20 din por ese office e gelam.tokhon ora bollo je amar bill 2 mas er joma ache.amito obak,bole ki?pore ekjon amake bollo apni use koren ba na koren seta amader janar bepar na.kintu bill apnake monthly dite hobe.kintu ami bollam amar line to close+disconnected chilo.ami keno 2 months er bill pay korbo?Amar line jodi open thakto tahole ekta kotha chilo.kintu se amake bollo vai apnake 2 maser bill dite hobe.ami bollam na dile?se bollo amader team apnar basay giye complain korbe.ami bollam jodi ami bill na dei,than?se bollo apnar name case hobe.ami bollam well.i wanna see.jai houk okhan theke chole aslam.ekhon amar oi sim ta bondho.eta abar oder kon system?line off kore debe,abar bill o pay korte hobe.ajob to vai!pore ami eta oder head office e phone,mail,fax korlam.but kono result pelam na.pore jokhon boro maper ek officer ke dhomok diye bollam amar barti bill jodi na koman,tahole ami apnader grameen er web site ta hack kore destroy kore debo.se bollo vai ami dekhi ki korte pari.aei bole se amake 1000 taka adjustment dilo.kintu amake 2 months er bill pay korte hobe.etai ki oder dhormo?
Aj r na.arek din oder arek kahini bolbo.tarpor bujhben ora kon jomanay bash kore.
Dear Sir or Madam,
I’m Linda Leung,the sales executive of Shenzhen Chunjiang Technology Development Co.,Ltd. We are a company with factory in Shenzhen China specialzing in wireless modems. We have been in wireless modems industry for about 10 years and gain rich experience on these products.Our customers are world wide and our products are well sell in Asia, Africa, South America, North America, East Europe and so on. We are reputable for the products’quality and reasonable price.
Our wireless modems include GPRS,EDGE,HSDPA,EVDO,CDMA and so on. They are produced by our factory and of good quality.
Welcome to contact me for price list and further information!
Best regards
Linda
Chunjiang Technology Development Co.,ltd.
http://www.aifei0101.com
MSN: liangyun0811@hotmail.com
Skype: linda.linda28
Email: linda.leung97@yahoo.com
Yahoo Messenger: linda.leung97@yahoo.com
Vai apnar lekhata porlam.
valoi liksen, but amar mone hoy na service and subscriber er number ta thik silo, cause i’m using their service for more than 4 years and i would like to say it’s good.
Jokhon apni Dhakar baire jaben, dure kothao, like Rajshahi, Chittagong, Khulna or others, jabar pothe apni GP, BL er network na peleo u can get the network of Warid, Aktel and CityCell.
ar oder internet service use korsen? speed er dik theke zoom i kintu valo, no it’s not good, it’s best. (i’m not talking about rate)
ar apnar problem ta to bujlam na, apni MPV hoiao EKUSHE and Linux posondo koren……… how it’s possible?
শফিউল ভাই,
আমিও আপনার সাথে অনেকটা একমত, কিন্তু পূরোপুরি না। ctcl এর অবস্থা টা দেখছেন? টেকনোলজিতে এরা সবার থেকে এগিয়ে (CDMA বনাম GSM 2.5)। অথচ এদের পরে যেসব অপারেটররা আসছে, তারাও এদের থেকে বেশী গ্রাহক তৈরী করছে। এরা কি করলো? বাজারে গেলে CDMA এর একটা ভাল set পাওয়া যায়না। এদের value added service গুলা দেখেন, সব আড্ডাবাজী আর ফটকামী service গুলা ঢুকাইয়া রাখছে।পোলাপান গুলার মাথা খারাপ করে পয়সা নষ্ট করার ফন্দি। অথচ এখনও এদের ballance জানতে গেলে set কানে ধরে রাখতে হয়। Voice msg কত পরে চালু করল, তাও আবার বিশেষ বিশেষ set use করতে হবে, আর MMS এর তো কোন খবরই নাই, চিন্তা করেন। e-topup এর বুদ্ধিটাও অনেক পরে ওদের মাথায় খেলছে। ওদের কাছে কোন নতুন Idae আসেনা, অন্যেরা কিছু করলে, ওরা সেটা অনুকরন করার চেষ্টা করে।
গ্রামীন খুব শিঘ্রী GPS (Global Positioning System) সেবা দেবার কথা ভাবছে। শুনলাম এর মধ্যেই এ ব্যাপারে কিছু project ও ওরা হাতে নিছে। কিন্তু আমাদের ctcl কি করছে? অথচ এরাই এদেশের প্রথম অপারেটর।
Internet service এর কথা বলছেন? ওটা তো এদের কৃতিত্ব না, এরা তো feed এর ব্যবসা করছে, হিহিহি… Link3 এর কাছ থেকে। তবে হ্যা, স্পীড ভাল। কিন্তু পয়সা টা যা নিচ্ছে, তাতে এটা স্পষ্ট যে ওরা এটা সাধারন মানুষের জন্য করেনি, করেছে বড়লোকের জন্য। Mobile এ net browse করবো, তাও time হিসেবে পয়সা দিতে হবে, কেমন শয়তান দেখছেন?
আমি একবছর ওদের net ব্যবহার করে বাদ দিয়ে এখন GP এর EDGE নিছি। ctcl এ speed পেতাম 15 – 20 kB/s আর এখন EDGE এ পাই 30 – 35 kB/s (মনে হয় সৌভাগ্যক্রমে আমার এলাকায় আমি একাই EDGE ব্যবহার করছি)। তাহলে ভেবে দেখেন, কেন আমি ওই সেবা নেব, তাও আবার limited?
এরা এপর্যন্ত একটা কাজই ভাল করছে- ২৫ পয়সা ctcl to ctcl । ব্যাস, এই একটা কারনেই ওদের দুচারটে গ্রাহক হচ্ছে। কিন্তু কর্মদক্ষতা, দূরদর্শীতার প্রচুর অভাব আছে বলে আমার মনে হয়। নইলে ওদের এতদিন আরও ভাল কিছু করার কথা। অন্তত আর কিছু না পারুক, 3G তে migrate করতেও তো এখনও পারে। জানি না ওদের মাথায় কি বুদ্ধি আছে।
তবে শালাদের একটা অভ্যাস ঠিক হলো না। সব নিজে খাবো, একা খাবো।
বানিজ্য মেলাতে নিজেরা স্টল দিয়েছে সেট, লাইন কি কি সব বেঁচছে। কোনো ডিলার বা রিসেলাররা সেই দামে বেঁচতে পারবে না বা আপনি ডিলার বা রিসেলারের কাছ থেকে ঐসব সুবিধা পাবেন না।
সারা বাংলাদেশের লোক কি এখন ঢাকা আন্তর্জাতিক বানিজ্যমেলায় গিয়ে শালাদের সেবা নিবে। অপদার্থ শালারা!
ছি ছি ছি ওমি ভাই,
এভাবে বলবেননা। এদের শালা বললে ভাবি রাগ করতে পারে। এরা শালা হবার যোগ্য না।
আমার মনে হয় এরা সেবা করতে আসেনি (অবশ্য আমার ধারনা আমদের দেশের কোন অপারেটরই সেবার উদ্দেশ্যে আসেনি)। আমাদের দেশের কিছু হোমরা চোমরা বড়লোক প্রথম এদেশে মোবাইল এনে ব্যবসা শুরু করে (শুধু মহাখালীর মধ্যে)। কিছুদিন পর তারা চট্টগ্রামেও তাদের এই সেবা নামক ব্যবসা টা বেশ ডাকাতি স্টাইলে শুরু করে। এসব আপনি বেশ ভালই জানেন। কিন্তু আল্লাহ মনে হয় ব্যপারটা সহ্য করেনি। ওদের কিছুদিন পর ওদের মেশিন টেশিন পুড়ে গেল, আবার সেই ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই বাজারে দাঁড়িয়ে গেল গ্রামীন আর সেবা টেলিকম এর মত কিছু অপারেটর। তখন এদের বেশ দুর্দিনই গেছে। কিন্তু ভাব কমেনি। ওইসময়েও ওদের বলতে শুনেছি- আমরাই প্রথম এদেশে এই সেবা চালু করেছি, আমরাই প্রথম হ্যান করেছি ত্যান করেছি…আমি মনে মনে বলি- হ্যা, তোমরাই প্রথম ডাকাতি শুরু করেছিলে। আর সেই ধারা ধরে রেখে গ্রামীন এখন চুরি করে।
যাইহোক, sinktel এর সাথে মিলে এদের ব্যবসার একটু পসার হয়েছে। কিন্তু চারিত্রিক উন্নতি হয়েছে বলে আমার মনে হয়না। খেয়াল করছেন, সুযোগ পেলেই এরা সাইড ব্যবসা শুরু করে দেয় যেমন এখন feed এর ব্যবসা, কদিন আগে VOIP এর ব্যবসা… এদের কর্মকান্ড দেখলেই একটু আন্দাজ করা যায় এরা আসলে কি প্রকৃতির। আগের সেই CEO যেন কে ছিল…এখন যে মেহরীন এর হাসব্যান্ড, ওই ভদ্রলোক নামার পর এখন নতুন CEO এসে মনে হয় ctcl এর একটু উন্নতি হচ্ছে। তাছাড়া আমার মনে হয় এটা অদের একটা লাভজনক শখের ব্যবসা ছিল, সেবা না।
কিন্তু গ্রামীনফোনের এজের স্পীড তো দেখলাম average 20kbps.
আসল কাহিনী হল আপনি কোনটা নিয়ে খুশি ? যে মোডেম নিয়া কাজ করবেন তাই ভাল মনে করুন , কারণ সবগুলু তেই ঝামেলা আছে।