দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল বাজারে নিয়ে এসেছে দ্রুতগতির ওয়্যারলেস ইন্টারনেট সংযোগ mycitycell ZOOM. নতুন এ টেকনোলোজির মাধ্যমে ZOOM গ্রাহকরা দেশের ৬১টি জেলার (সিটিসেল নেটওয়ার্কের আওতায়) যেকোনো স্থান থেকে দ্রুতগতির ইন্টারনেট সার্ভিস ভোগ করতে পারবেন। দেশের যেকোনো ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিসের চেয়ে এ CDMA2000 1X ভিত্তিক সার্ভিসের মাধ্যমে গ্রাহকরা অধিক দ্রুত ডাটা আদান-প্রদান করতে পারবেন। ZOOM-এর গ্রাহকদের দেশব্যাপী বিশেষ সেবা এবং সেল্‌স সার্ভিস প্রদানের লক্ষ্যে সিটিসেল বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। গ্রাহকবৃন্দ PCMCIA ডাটা কার্ড অথবা USB ডাটা মোডেমের সাহায্যে এবং নির্দিষ্ট হ্যান্ডসেটের মাধ্যমে এই সার্ভিস উপভোগ করতে পারবেন। প্রথমে ছয় ধরনের সুবিধা প্রদানের মাধ্যমে এ সার্ভিস বাজারে ছাড়া হয়েছে। ঘরে-বাইরে, চলার পথেসহ সর্বত্রই এখন হাইস্পীড ইন্টারনেট সুবিধা উপভোগ করার সহজ মাধ্যম হিসেবে কাজ করবে mycitycell ZOOM.

এটা তো গেলো খবর এবার আসি বাস্তবে। সিটিসেলের স্লোগান ‘Because We Care’-কে আমি আমার আমার দেয়া লোগোতে একটু পরিবর্তন করে দিয়েছি। এটা আসলে হওয়া উচিৎ ‘Because We Scare’, অনেকেই ভাবতে পারেন আমি কেনো এই কথা বলছি, তাহলে চলুন এক ঝলক দেখা যাক ওদের ট্যারিফ-

এই রেট ট্রান্সফারের, মানে আপলোডই করুক আর ডাউনলোডই করুক, ট্রান্সফার তো কিছু একটা হবেই এবং তখনই টাকা দিতে হবে। আমার কথাই বলি, আমি ইন্টারনেট ব্যবহার করি আমার কাজের জন্য এবং যখন আমি ব্যবহার করিনা, তখন সিনেমা ডাউনলোড দিয়ে রাখি (আমার এই পোস্টে আমি আমার ডাউনলোড সার্ভারটা দেখিয়েছিলাম 🙂 ) যেটা সবসময়ই কানেক্টেড অবস্থায় থাকে। তাহলে এরকম ট্রান্সফারের জন্য কত টাকা দিতে হবে আমাকে একবার ভাবুন! আমার জানা মতে এরকম রেট প্রচলিত আছে অস্ট্রেলিয়াতে এবং আমেরিকার কিছু কিছু আইএসপিতে, এবং অবশ্যই কর্পরেট কানেকশনের (যেমন ওয়েব হোস্টিং কোম্পানীর) ক্ষেত্রে।

উত্তরবঙ্গের ডিলারদের সাথে মিটিঙ করার সময় সিটিসেলের একজন কর্মকর্তা বলেন, “মানুষ ইন্টারনেট সঙযোগ নিয়ে গান ডাউনলোড করে, সিনেমা ডাউনলোড করে। এরকম গ্রাহক আমাদের দরকার নাই।” এখন কথা হলো, তাহলে এদের গ্রাহক কে? আমি গান নামাই আর নীল সিনেমা নামাই তোদের কি? তাহলে তোরা কি বিজ্ঞাপন দেখাচ্ছিস?

বিজ্ঞাপনের আগা মাথা নাই, ভাবটা এমন যে এই ঝুম না যুম চালালে পাবলিক একটা করে বিদেশী বৌ পাবে। প্রেমিকা না পতিতা, সেটাও আবার বিজ্ঞাপনে বোঝা গেলো না। যুম ব্যবহার করে কি আমরা পতিতা ভাড়া করবো বিদেশ থেকে, না-কি? হাই স্পিড যুমিঙ = হাই ফাই পতিতা, কম্বিনেশনটা হেভি না?

তাত্ত্বীকভাবে গ্রামীণফোনের EDGE থেকে CDMA (EVDO না) প্রযুক্তির গতি কম। ইন্টারনেটে খোঁজ করলে হাজার হাজার লিঙ্ক পাওয়া যাবে এই বিষয়ে। তাহলে পত্রিকার বিজ্ঞাপনে এরা কিভাবে দাবী করে যে বাজারের সবচাইতে দ্রুতগতির মোবাইল ইন্টারনেট দেবে এরা?

এই স্বভাব সিটিসেলের বহুআগে থেকে, আমার মনে হয় সিটিসেলে কিছু মাথা মোটা লোকজন আছে উপর লেভেলে যার কারনে এরকম আলতু ফালতু রেট, আলতু ফালতু বিজ্ঞাপন তৈরী হয়। আমার ধারণা এরা খুব শিঘ্রই এদের রেটে পরিবর্তন আনবে, না হলে ছিটকে যাবে বাজার থেকে…